অনলাইন ডেস্ক
এটিএম বুথে গিয়েছিল স্কুলের সরকারি স্কিমের টাকা তুলতে। কিন্তু সেখানে ওই ছাত্র যা দেখল, তা ঘুণাক্ষরেও ভাবেনি সে। এটিএম কার্ড ঘষতেই ওই স্কুলছাত্র দেখতে পায় তার ব্যাংক অ্যাকাউন্টে ৯০০ কোটি রুপি বা ১ হাজার ৪২ কোটি টাকা। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের কাতিহার জেলার একটি গ্রামে। এ ঘটনার পর ওই এটিএম বুথের সামনে ওই গ্রামের অনেকেই লাইন ধরেছে। সবারই আশা, হয়তো ছেলের মতো তাঁদের ব্যাংকের অ্যাকাউন্টেও জমা হবে হাজার কোটি টাকা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গুরুচরণ বিশ্বাস এবং ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া আশীষ সরকারি স্কিমের টাকা উত্তর বিহার গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুলতে যায়। সেই টাকা তুলতে গিয়ে গুরুচরণ বিশ্বাস দেখে, তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে ৯০০ কোটি রুপি বা ১ হাজার ৪২ কোটি টাকা। আর আশীষের অ্যাকাউন্টে জমা পড়েছে ৬ কোটি ২ লাখ রুপি বা ৭ কোটি ১৮ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের প্রধানও। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই লেনদেন নিয়ে তদন্ত চালাচ্ছে ব্যাংকটি।
এ নিয়ে কাতিহার জেলা ম্যাজিস্ট্রেট উদয়ন মিশ্র বলেন, `আমি এ ঘটনার বিষয়ে শুনেছি। আমরা ঘটনাটি তদন্ত করছি। ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক আমাদের জানিয়েছেন, কম্পিউটারাইজড সিস্টেমে ত্রুটি থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। এই টাকাগুলো ওই শিক্ষার্থীদের অ্যাকাউন্টে জমা হয়নি, শুধু তাদের ব্যাংক স্টেটমেন্টে দেখিয়েছে।
তবে বিহারে এর আগেও বড় অঙ্কের টাকা ভুলে এক ব্যাংক গ্রাহকের একাউন্টে যাওয়ার ঘটনা ঘটেছে। রাজ্যটির পাটনায় ৫ লাখ রুপি বা ৫ লাখ ৮০ হাজার টাকা এক ব্যক্তির অ্যাকাউন্টে ভুলে চলে যায়। পরে সেই টাকা ফেরত না দেওয়ায় ওই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়। ওই ব্যক্তি দাবি করেছিলেন, সরকারের পক্ষ থেকে ত্রাণ হিসেবে তিনি ওই টাকা পেয়েছিলেন।
এটিএম বুথে গিয়েছিল স্কুলের সরকারি স্কিমের টাকা তুলতে। কিন্তু সেখানে ওই ছাত্র যা দেখল, তা ঘুণাক্ষরেও ভাবেনি সে। এটিএম কার্ড ঘষতেই ওই স্কুলছাত্র দেখতে পায় তার ব্যাংক অ্যাকাউন্টে ৯০০ কোটি রুপি বা ১ হাজার ৪২ কোটি টাকা। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের কাতিহার জেলার একটি গ্রামে। এ ঘটনার পর ওই এটিএম বুথের সামনে ওই গ্রামের অনেকেই লাইন ধরেছে। সবারই আশা, হয়তো ছেলের মতো তাঁদের ব্যাংকের অ্যাকাউন্টেও জমা হবে হাজার কোটি টাকা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গুরুচরণ বিশ্বাস এবং ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া আশীষ সরকারি স্কিমের টাকা উত্তর বিহার গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুলতে যায়। সেই টাকা তুলতে গিয়ে গুরুচরণ বিশ্বাস দেখে, তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে ৯০০ কোটি রুপি বা ১ হাজার ৪২ কোটি টাকা। আর আশীষের অ্যাকাউন্টে জমা পড়েছে ৬ কোটি ২ লাখ রুপি বা ৭ কোটি ১৮ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের প্রধানও। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই লেনদেন নিয়ে তদন্ত চালাচ্ছে ব্যাংকটি।
এ নিয়ে কাতিহার জেলা ম্যাজিস্ট্রেট উদয়ন মিশ্র বলেন, `আমি এ ঘটনার বিষয়ে শুনেছি। আমরা ঘটনাটি তদন্ত করছি। ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক আমাদের জানিয়েছেন, কম্পিউটারাইজড সিস্টেমে ত্রুটি থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। এই টাকাগুলো ওই শিক্ষার্থীদের অ্যাকাউন্টে জমা হয়নি, শুধু তাদের ব্যাংক স্টেটমেন্টে দেখিয়েছে।
তবে বিহারে এর আগেও বড় অঙ্কের টাকা ভুলে এক ব্যাংক গ্রাহকের একাউন্টে যাওয়ার ঘটনা ঘটেছে। রাজ্যটির পাটনায় ৫ লাখ রুপি বা ৫ লাখ ৮০ হাজার টাকা এক ব্যক্তির অ্যাকাউন্টে ভুলে চলে যায়। পরে সেই টাকা ফেরত না দেওয়ায় ওই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়। ওই ব্যক্তি দাবি করেছিলেন, সরকারের পক্ষ থেকে ত্রাণ হিসেবে তিনি ওই টাকা পেয়েছিলেন।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
৬ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
৭ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
১১ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
১২ ঘণ্টা আগে