অনলাইন ডেস্ক
আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটিয়েছেন আর্য বোরা (২১) নামের ভারতীয় এক তরুণ। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। এএ ২৯২ ফ্লাইটে তিনি নিউইয়র্ক থেকে দিল্লি যাচ্ছিলেন।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার এ ঘটনা ঘটে। সেই যাত্রী মাতাল অবস্থায় ছিলেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আমেরিকান এয়ারলাইনস। তাঁকে আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজে নিষিদ্ধ করা হয়েছে।
এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইনস জানায়, ভবিষ্যতে তাঁরা ওই যাত্রীকে আর উড়োজাহাজে উঠতে দেবেন না।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, যে যাত্রীর ওপর প্রস্রাব করা হয়েছে, তিনি অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে চাননি। অভিযুক্ত তরুণ তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। ছাত্রটির ভবিষ্যতের কথা ভেবেই বড় কোনো পদক্ষেপ নিতে চাননি সহযাত্রী।
তবে বিমান কর্তৃপক্ষ বিষয়টিকে হালকাভাবে নেয়নি। তারা বিষয়টি পাইলটকে জানায়। পাইলট দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে এ বিষয়ে অভিযোগ জানান। দিল্লিতে উড়োজাহাজটি অবতরণ করলে অভিযুক্ত ছাত্রকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ।
এর আগে গত নভেম্বরে একটি ফ্লাইটে শঙ্কর মিশ্র নামের এক ভারতীয় ৭০ বছর বয়সী এক নারীর গায়ে প্রস্রাব করেন। তিনিও মদ্যপ অবস্থায় ছিলেন। বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হয়। পরে দিল্লি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
যুক্তরাষ্ট্রের ব্যাংকিং জায়ান্ট ওয়েলস ফারগোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন শঙ্কর মিশ্র। নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে নারীর গায়ে প্রস্রাব করার দায়ে তাঁকে পরে বরখাস্ত করেছে ওয়েলস ফারগো।
আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটিয়েছেন আর্য বোরা (২১) নামের ভারতীয় এক তরুণ। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। এএ ২৯২ ফ্লাইটে তিনি নিউইয়র্ক থেকে দিল্লি যাচ্ছিলেন।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার এ ঘটনা ঘটে। সেই যাত্রী মাতাল অবস্থায় ছিলেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আমেরিকান এয়ারলাইনস। তাঁকে আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজে নিষিদ্ধ করা হয়েছে।
এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইনস জানায়, ভবিষ্যতে তাঁরা ওই যাত্রীকে আর উড়োজাহাজে উঠতে দেবেন না।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, যে যাত্রীর ওপর প্রস্রাব করা হয়েছে, তিনি অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে চাননি। অভিযুক্ত তরুণ তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। ছাত্রটির ভবিষ্যতের কথা ভেবেই বড় কোনো পদক্ষেপ নিতে চাননি সহযাত্রী।
তবে বিমান কর্তৃপক্ষ বিষয়টিকে হালকাভাবে নেয়নি। তারা বিষয়টি পাইলটকে জানায়। পাইলট দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে এ বিষয়ে অভিযোগ জানান। দিল্লিতে উড়োজাহাজটি অবতরণ করলে অভিযুক্ত ছাত্রকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ।
এর আগে গত নভেম্বরে একটি ফ্লাইটে শঙ্কর মিশ্র নামের এক ভারতীয় ৭০ বছর বয়সী এক নারীর গায়ে প্রস্রাব করেন। তিনিও মদ্যপ অবস্থায় ছিলেন। বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হয়। পরে দিল্লি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
যুক্তরাষ্ট্রের ব্যাংকিং জায়ান্ট ওয়েলস ফারগোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন শঙ্কর মিশ্র। নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে নারীর গায়ে প্রস্রাব করার দায়ে তাঁকে পরে বরখাস্ত করেছে ওয়েলস ফারগো।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনরুদ্ধার ও দেশটির সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ‘চূড়ান্ত ডাক’ দিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার সমর্থক দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে রওনা হন গতকাল রোববার। তবে তারা সেদিন...
২৬ মিনিট আগেবাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
২ ঘণ্টা আগেযে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
৩ ঘণ্টা আগেপূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
৪ ঘণ্টা আগে