অনলাইন ডেস্ক
ভারতের রাজস্থান রাজ্যের বৃহত্তম সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর অন্তত ১৮ জন এক চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়েছেন। তাঁদের সবার ছানি অপারেশন করা হয়েছিল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল সওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালে। রাজস্থান সরকারের চিরঞ্জীবী স্বাস্থ্য প্রকল্পের অধীনে এই অস্ত্রোপচার পরিচালিত হয়েছিল।
একজন রোগী বলেন, ‘আমার ২৩ জুন অপারেশন করা হয়েছিল এবং ৫ জুলাই পর্যন্ত দৃষ্টিশক্তি ছিল। সবকিছু পরিষ্কার দেখছিলাম। কিন্তু ৬-৭ জুলাইয়ের মধ্যে দৃষ্টিশক্তি চলে যায়। এরপর আবার অপারেশন করা হয়। কিন্তু দৃষ্টিশক্তি ফিরে আসেনি।’
ওই রোগী বলেছেন, চিকিৎসকেরা তাঁকে বলেছেন, দৃষ্টিশক্তি হারানোর কারণ সংক্রমণ। সংক্রমণ নিরাময়ের চেষ্টা করা হচ্ছে।
রোগীরা চোখে তীব্র ব্যথার অভিযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের আবার হাসপাতালে ভর্তি হতে বলে। পরে তাঁদের আবার অস্ত্রোপচার করা হয়। কারও কারও দুবারের বেশি অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু কেউই আর দৃষ্টিশক্তি ফিরে পাননি।
তবে হাসপাতালের চক্ষুবিদ্যা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দাবি করছেন, তাঁদের পক্ষ থেকে কোনো ত্রুটি নেই। রোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে তদন্ত চলছে।
ভারতের রাজস্থান রাজ্যের বৃহত্তম সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর অন্তত ১৮ জন এক চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়েছেন। তাঁদের সবার ছানি অপারেশন করা হয়েছিল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল সওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালে। রাজস্থান সরকারের চিরঞ্জীবী স্বাস্থ্য প্রকল্পের অধীনে এই অস্ত্রোপচার পরিচালিত হয়েছিল।
একজন রোগী বলেন, ‘আমার ২৩ জুন অপারেশন করা হয়েছিল এবং ৫ জুলাই পর্যন্ত দৃষ্টিশক্তি ছিল। সবকিছু পরিষ্কার দেখছিলাম। কিন্তু ৬-৭ জুলাইয়ের মধ্যে দৃষ্টিশক্তি চলে যায়। এরপর আবার অপারেশন করা হয়। কিন্তু দৃষ্টিশক্তি ফিরে আসেনি।’
ওই রোগী বলেছেন, চিকিৎসকেরা তাঁকে বলেছেন, দৃষ্টিশক্তি হারানোর কারণ সংক্রমণ। সংক্রমণ নিরাময়ের চেষ্টা করা হচ্ছে।
রোগীরা চোখে তীব্র ব্যথার অভিযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের আবার হাসপাতালে ভর্তি হতে বলে। পরে তাঁদের আবার অস্ত্রোপচার করা হয়। কারও কারও দুবারের বেশি অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু কেউই আর দৃষ্টিশক্তি ফিরে পাননি।
তবে হাসপাতালের চক্ষুবিদ্যা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দাবি করছেন, তাঁদের পক্ষ থেকে কোনো ত্রুটি নেই। রোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে তদন্ত চলছে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৭ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৭ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
১১ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে