রাজ্যের বৃহত্তম সরকারি হাসপাতালে ছানি অপারেশন, চোখ হারালেন ১৮ জন

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৬: ৫২
Thumbnail image

ভারতের রাজস্থান রাজ্যের বৃহত্তম সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর অন্তত ১৮ জন এক চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়েছেন। তাঁদের সবার ছানি অপারেশন করা হয়েছিল। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল সওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালে। রাজস্থান সরকারের চিরঞ্জীবী স্বাস্থ্য প্রকল্পের অধীনে এই অস্ত্রোপচার পরিচালিত হয়েছিল। 

একজন রোগী বলেন, ‘আমার ২৩ জুন অপারেশন করা হয়েছিল এবং ৫ জুলাই পর্যন্ত দৃষ্টিশক্তি ছিল। সবকিছু পরিষ্কার দেখছিলাম। কিন্তু ৬-৭ জুলাইয়ের মধ্যে দৃষ্টিশক্তি চলে যায়। এরপর আবার অপারেশন করা হয়। কিন্তু দৃষ্টিশক্তি ফিরে আসেনি।’ 

ওই রোগী বলেছেন, চিকিৎসকেরা তাঁকে বলেছেন, দৃষ্টিশক্তি হারানোর কারণ সংক্রমণ। সংক্রমণ নিরাময়ের চেষ্টা করা হচ্ছে। 

রোগীরা চোখে তীব্র ব্যথার অভিযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের আবার হাসপাতালে ভর্তি হতে বলে। পরে তাঁদের আবার অস্ত্রোপচার করা হয়। কারও কারও দুবারের বেশি অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু কেউই আর দৃষ্টিশক্তি ফিরে পাননি। 

তবে হাসপাতালের চক্ষুবিদ্যা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দাবি করছেন, তাঁদের পক্ষ থেকে কোনো ত্রুটি নেই। রোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত