অনলাইন ডেস্ক
ভারতীয় মেট্রো স্টেশনগুলোর নান্দনিকতা এবং স্থাপত্যশৈলী নিয়ে প্রশ্ন তুলে সমালোচনার মুখে পড়েছেন জেট এয়ারওয়েজের সিইও সঞ্জীব কাপুর। গতকাল শনিবার তিনি টুইটারে ভারতীয় মেট্রো স্টেশনগুলোর নান্দনিকতা এবং স্থাপত্যশৈলী নিয়ে হতাশা প্রকাশ করেন। তবে হতাশা প্রকাশ করে তিনি পাড় পাননি। টুইটার ব্যবহারকারীরা তাঁর শেয়ার করা টুইট বার্তার মন্তব্যের ঘরে কড়া সমালোচনা করেছেন।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, টুইটারে ভারতের অন্যতম বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ভারতীয় মেট্রো স্টেশনকে দুবাইয়ের সঙ্গে তুলনা করে লেখেন, ভারতীয় মেট্রো স্টেশনগুলোর শৈল্পিকতা নেই। এগুলোর স্থাপত্য সুন্দর নয়। তাঁর এমন বক্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে। তাঁর ওই টুইট বার্তার মন্তব্যের ঘরে বিপক্ষে মত দেন নেটিজেনরা। তাঁরা ভারতের বিভিন্ন মেট্রো স্টেশনের ছবি শেয়ার করে সঞ্জীব কাপুরের কড়া সমালোচনা করেন।
টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি বেঙ্গালুরু মেট্রো স্টেশন ও দুবাই মেট্রো স্টেশনের ছবি পাশাপাশি শেয়ার করে ভারতীয় মেট্রো স্টেশনগুলোও যে সুন্দর সে বিষয়টি তুলে ধরেন। এছাড়া টুইটার ব্যবহারকারীরা দিল্লি, হায়দরাবাদসহ অন্যান্য শহরের মেট্রো স্টেশনগুলোর নান্দনিকতা এবং স্থাপত্যশৈলীর চিত্র তুলে ধরেন। অনেকে তাঁর পদত্যাগ ও জেট এয়ারওয়েজ বয়কটের ডাকও দেন।তবে কয়েকজন অবশ্য সঞ্জীব কাপুরের সঙ্গে একমত পোষণ করেছেন। তাঁরা বলেন, আপনি ঠিক কথাই বলেছেন। ভারতের পাবলিক অবকাঠামোগুলো পরিবেশবান্ধব নয় ও ব্যয়বহুল। এগুলো দেখতেও তেমন সুন্দর নয়।
ভারতীয় মেট্রো স্টেশনগুলোর নান্দনিকতা এবং স্থাপত্যশৈলী নিয়ে প্রশ্ন তুলে সমালোচনার মুখে পড়েছেন জেট এয়ারওয়েজের সিইও সঞ্জীব কাপুর। গতকাল শনিবার তিনি টুইটারে ভারতীয় মেট্রো স্টেশনগুলোর নান্দনিকতা এবং স্থাপত্যশৈলী নিয়ে হতাশা প্রকাশ করেন। তবে হতাশা প্রকাশ করে তিনি পাড় পাননি। টুইটার ব্যবহারকারীরা তাঁর শেয়ার করা টুইট বার্তার মন্তব্যের ঘরে কড়া সমালোচনা করেছেন।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, টুইটারে ভারতের অন্যতম বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ভারতীয় মেট্রো স্টেশনকে দুবাইয়ের সঙ্গে তুলনা করে লেখেন, ভারতীয় মেট্রো স্টেশনগুলোর শৈল্পিকতা নেই। এগুলোর স্থাপত্য সুন্দর নয়। তাঁর এমন বক্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে। তাঁর ওই টুইট বার্তার মন্তব্যের ঘরে বিপক্ষে মত দেন নেটিজেনরা। তাঁরা ভারতের বিভিন্ন মেট্রো স্টেশনের ছবি শেয়ার করে সঞ্জীব কাপুরের কড়া সমালোচনা করেন।
টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি বেঙ্গালুরু মেট্রো স্টেশন ও দুবাই মেট্রো স্টেশনের ছবি পাশাপাশি শেয়ার করে ভারতীয় মেট্রো স্টেশনগুলোও যে সুন্দর সে বিষয়টি তুলে ধরেন। এছাড়া টুইটার ব্যবহারকারীরা দিল্লি, হায়দরাবাদসহ অন্যান্য শহরের মেট্রো স্টেশনগুলোর নান্দনিকতা এবং স্থাপত্যশৈলীর চিত্র তুলে ধরেন। অনেকে তাঁর পদত্যাগ ও জেট এয়ারওয়েজ বয়কটের ডাকও দেন।তবে কয়েকজন অবশ্য সঞ্জীব কাপুরের সঙ্গে একমত পোষণ করেছেন। তাঁরা বলেন, আপনি ঠিক কথাই বলেছেন। ভারতের পাবলিক অবকাঠামোগুলো পরিবেশবান্ধব নয় ও ব্যয়বহুল। এগুলো দেখতেও তেমন সুন্দর নয়।
ট্রাম্প প্রশাসন মার্কিন বন্দীদের মুক্তি ও যুদ্ধের অবসানের সম্ভাব্য চুক্তি নিয়ে গাজায় হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে অবগত দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এই তথ্য জানিয়েছে। কয়েক সপ্তাহ ধরে বোহলার ও হামাস কর্মকর্তাদের মধ্যে কয়েক দফায় এসব বৈঠক অনুষ্
১৪ মিনিট আগেস্থানীয় সময় গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বেশ খোলামেলাভাবেই এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেন, ‘শালোম হামাস—শালোমের অর্থ শান্তি অথবা বিদায়—দুটোই হতে পারে। তোমরা (হামাস) কোনটি...
৩৫ মিনিট আগেইউক্রেনে গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সুস্পষ্ট কারণেই কখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি বা হবেও না। তবে বেশির ভাগ বিশ্লেষক...
১ ঘণ্টা আগে১৯৯৮ সালের ৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া প্যারিস তাঁর ভাইদের সঙ্গে ছয় বছর বয়স পর্যন্ত হোম স্কুলিং করেছেন। মাইকেল তাঁর সন্তানদের ব্যক্তিগত জীবন রক্ষা করতে খুব সচেতন ছিলেন। তাই তিনি প্রায় সময়ই ক্যামেরার সামনে পড়ে গেলে সন্তানদের লুকিয়ে ফেলতেন কিংবা মুখ ঢেকে দিতেন।
১০ ঘণ্টা আগে