অনলাইন ডেস্ক
ভারতের তামিলনাড়ুতে ভারি বৃষ্টিপাতের পর বন্য়ায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নজিরবিহীন বন্য়ায় রাজ্যের দক্ষিণের জেলাগুলোতে অন্তত ২০ হাজার মানুষ আটকা পড়ে আছে। এমন পরিস্থিতিতে উদ্ধার তৎপরতায় যোগ দিচ্ছে সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।
রাজ্যের মুখ্য সচিব শিব দাস মিনাকে উদ্ধৃত করে এএফপির খবরে বলা হয়, বন্যায় অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। ১২ হাজার ৬০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।
কয়েক সপ্তাহ আগের ঘূর্ণিঝড়ের পর এই বন্যার প্রভাবে অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে এনডিটিভি জানিয়েছে। তুতিকোরিন জেলার কালেক্টর জি লক্ষ্মীপতি বলেন, ‘বন্যায় থুথুকুড়ি জেলার শ্রীবৈকুন্তম শহর ও আশপাশের এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ আমরা আক্রান্ত এলাকাগুলোতে ত্রাণ নিয়ে যেতে পারব বলে আশা করছি। বিমান থেকে খাবার ফেলা ও ত্রাণ সরবরাহ এখনো চালু রয়েছে।’
বন্যার পানিতে শ্রীবৈকুন্তমের বড় একটি অংশ বন্যা পরবর্তী পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন। সেনাবাহিনী এবং এনডিআরএফ দলগুলো দুর্গম জলাবদ্ধ এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে, যেখানে আটকে থাকা বাসিন্দারা উদ্ধারের অপেক্ষায় রয়েছেন। স্থল মাধ্যমে যাতায়াত থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য খাদ্য ও ত্রাণ সরবরাহ বিমান থেকে ফেলা অব্যাহত রয়েছে।
তুতিকোরিনের সংসদ সদস্য এমকে কানিমোঝি বলেন, ‘এখানে খাবার সরবরাহ, মানুষের কাছে পৌঁছানো বা তাদের নিরাপদে সরিয়ে নেওয়া সবকিছুই বেশ চ্যালেঞ্জিং। আমার এমনসব এলাকায় বিমানযোগে খাবার সরবরাহ করেছি যেখানে নৌকাও পৌঁছাতে পারে না। গতকাল দমকল বাহিনীর একটি গাড়ি পানিতে ভেসে গেছে। এমনকি এনডিআরএফ ও সেখানে পৌঁছাতে পারেনি।’
উজানে তামারাবারানি নদী উপচে যাওয়ায় বাঁধ খুলে সেখান থেকে ১ দশমিক ২ লাখ কিউসেক পানি ছাড়ার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। উদ্ধারকারী দলগুলোর প্রচেষ্টার পরেও দুর্গম হওয়ায় জলাবদ্ধ এলাকায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।
ঘুর্ণিঝড় মিগজাউমের তাণ্ডব থেকে এাখনো সামলে উঠতে পারেনি তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ও এর আশপাশের এলাকাগুলো। এলাকাগুলোতে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে তা গত ৪৭ বছরেও হয়নি। দুই ধরনের দুর্যোগের আঘাতে ধ্বংসলীলা থেকে উঠে দাঁড়াতে কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি সহায়তা চেয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
বন্যায় তিরুনেলভেলি, থুথুকুড়ি, কন্যাকুমারী ও তেনকাসিতে ত্রাণ তৎপরতা ও অবকাঠামো সংস্কারের জন্য জাতীয় দুর্যোগ ও ত্রাণ তহবিল থেকে অবিলম্বে ২ হাজার কোটি রুপি চেয়েছেন তিনি।
ভারতের তামিলনাড়ুতে ভারি বৃষ্টিপাতের পর বন্য়ায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নজিরবিহীন বন্য়ায় রাজ্যের দক্ষিণের জেলাগুলোতে অন্তত ২০ হাজার মানুষ আটকা পড়ে আছে। এমন পরিস্থিতিতে উদ্ধার তৎপরতায় যোগ দিচ্ছে সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।
রাজ্যের মুখ্য সচিব শিব দাস মিনাকে উদ্ধৃত করে এএফপির খবরে বলা হয়, বন্যায় অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। ১২ হাজার ৬০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।
কয়েক সপ্তাহ আগের ঘূর্ণিঝড়ের পর এই বন্যার প্রভাবে অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে এনডিটিভি জানিয়েছে। তুতিকোরিন জেলার কালেক্টর জি লক্ষ্মীপতি বলেন, ‘বন্যায় থুথুকুড়ি জেলার শ্রীবৈকুন্তম শহর ও আশপাশের এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ আমরা আক্রান্ত এলাকাগুলোতে ত্রাণ নিয়ে যেতে পারব বলে আশা করছি। বিমান থেকে খাবার ফেলা ও ত্রাণ সরবরাহ এখনো চালু রয়েছে।’
বন্যার পানিতে শ্রীবৈকুন্তমের বড় একটি অংশ বন্যা পরবর্তী পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন। সেনাবাহিনী এবং এনডিআরএফ দলগুলো দুর্গম জলাবদ্ধ এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে, যেখানে আটকে থাকা বাসিন্দারা উদ্ধারের অপেক্ষায় রয়েছেন। স্থল মাধ্যমে যাতায়াত থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য খাদ্য ও ত্রাণ সরবরাহ বিমান থেকে ফেলা অব্যাহত রয়েছে।
তুতিকোরিনের সংসদ সদস্য এমকে কানিমোঝি বলেন, ‘এখানে খাবার সরবরাহ, মানুষের কাছে পৌঁছানো বা তাদের নিরাপদে সরিয়ে নেওয়া সবকিছুই বেশ চ্যালেঞ্জিং। আমার এমনসব এলাকায় বিমানযোগে খাবার সরবরাহ করেছি যেখানে নৌকাও পৌঁছাতে পারে না। গতকাল দমকল বাহিনীর একটি গাড়ি পানিতে ভেসে গেছে। এমনকি এনডিআরএফ ও সেখানে পৌঁছাতে পারেনি।’
উজানে তামারাবারানি নদী উপচে যাওয়ায় বাঁধ খুলে সেখান থেকে ১ দশমিক ২ লাখ কিউসেক পানি ছাড়ার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। উদ্ধারকারী দলগুলোর প্রচেষ্টার পরেও দুর্গম হওয়ায় জলাবদ্ধ এলাকায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।
ঘুর্ণিঝড় মিগজাউমের তাণ্ডব থেকে এাখনো সামলে উঠতে পারেনি তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ও এর আশপাশের এলাকাগুলো। এলাকাগুলোতে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে তা গত ৪৭ বছরেও হয়নি। দুই ধরনের দুর্যোগের আঘাতে ধ্বংসলীলা থেকে উঠে দাঁড়াতে কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি সহায়তা চেয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
বন্যায় তিরুনেলভেলি, থুথুকুড়ি, কন্যাকুমারী ও তেনকাসিতে ত্রাণ তৎপরতা ও অবকাঠামো সংস্কারের জন্য জাতীয় দুর্যোগ ও ত্রাণ তহবিল থেকে অবিলম্বে ২ হাজার কোটি রুপি চেয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী কানাডা ও মেক্সিকো তাদের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিং
১ ঘণ্টা আগেদুই মাস ধরে টেক মোগল ইলন মাস্ক জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’কে (এএফডি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি দলটির পক্ষে প্রচারণার জন্য ৭০টির বেশি পোস্ট দিয়েছেন। তাঁর ২১৯ মিলিয়ন ফলোয়ারকে বলেছেন, এই দলই জার্মানির ‘একমাত্র ভরসা’।
২ ঘণ্টা আগেহলিউড তারকা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যময় মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজেদের বিলাসবহুল বাড়ি থেকে গত ২৬ ফেব্রুয়ারি তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহ পাওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে তাঁদের মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগেইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
২ ঘণ্টা আগে