Ajker Patrika

বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে ইন্দিরার নাম না নেওয়ায় ক্ষুব্ধ রাহুল ও প্রিয়াঙ্কা 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৮: ২৮
বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে ইন্দিরার নাম না নেওয়ায় ক্ষুব্ধ রাহুল ও প্রিয়াঙ্কা 

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে জয় পায় ভারতও। সেই হিসাবে ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করে ভারত সরকার। গতকাল বৃহস্পতিবার ভারতেও বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী পালিত হয়। তবে এই দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম উচ্চারণ না করায় বিজেপি সরকারের সমালোচনা করেছেন ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, রাহুল গান্ধী ভারতের উত্তরাখন্ড রাজ্যে ভোটের প্রচারণায় আছেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, দিল্লিতে বাংলাদেশে যুদ্ধ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছে। তবে ইন্দিরা গান্ধীর নাম নেওয়া হয়নি। যে নারী নিজ দেশের জন্য ৩২টি বুলেটের গুলিতে মারা গেছেন, তাঁর নাম নেওয়া হয়নি। এর কারণ সরকার সত্যকে ভয় পায়। 

টুইটারে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী বলেন, নরেন্দ্র মোদি সরকার নারীবিদ্বেষী। আমাদের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম নারীবিদ্বেষী বিজেপি সরকারের উদ্‌যাপনে উচ্চারিত হয়নি। 

এদিকে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তিনিও তাঁর বক্তব্যে ইন্দিরা গান্ধীর কোনো প্রসঙ্গ আনেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত