অনলাইন ডেস্ক
স্কুলে যেতে ভালো লাগে না ছোট্ট সিরাত নাজের। তার স্কুলের মেঝে অপরিষ্কার, বসার বেঞ্চ নেই। নোংরা মেঝেতে বসলে জামা-কাপড় নষ্ট হয়ে যায়। সে কিছু একটা করতে চায়।
কী করা যায়, কী করা যায়, ভাবতে ভাবতে সে একটি ভিডিও করে বসে। আর সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে, সিরাত নাজ নামের খুদে শিক্ষার্থীটির বাড়ি ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার লোহাই মালহার গ্রামে। ভিডিওতে দেখা গেছে, সিরাত নাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলছে, ‘প্লিজ মোদিজি, আমাদের স্কুলটা সুন্দর করে বানিয়ে দিন।’
ভিডিওটি ‘মারমিক নিউজ’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করার পর এখন পর্যন্ত ২০ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে দর্শক লাইক, লাভসহ বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন ১ লাখ ১৬ হাজার।
সিরাত নাজ নিজেকে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবে পরিচয় দিয়ে ভিডিওতে কথা বলতে শুরু করে। প্রথমে সে বলে, ‘মোদিজি, আপনাকে আমার কিছু কথা বলার আছে। এরপর স্কুলের করিডরে হাঁটাহাঁটি করে সে স্কুলের পরিস্থিতি তুলে ধরে ভিডিওতে। মেঝে দেখিয়ে সে বলে, ‘দেখুন, মেঝে কত নোংরা। এখানেই আমাদের বসতে হয়।’
এরপর সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি অসমাপ্ত ভবন দেখিয়ে বলে, ‘দেখুন, পাঁচ বছর ধরে বিল্ডিংটি এমন নোংরা হয়ে পড়ে আছে। চলুন, আপনাকে এর ভেতরটা দেখাই।’
ধুলোবালু ভরা একটি মেঝে দেখিয়ে সে বলে, ‘আমাদের বসার মতো বেঞ্চ পর্যন্ত নেই। আমাদের মেঝেতে বসতে হয়। এতে স্কুলের পোশাক নোংরা হয়ে যায়। এ জন্য মা প্রায়ই আমাদের বকাঝকা করেন। প্লিজ, মোদি জি, আমাদের একটি সুন্দর স্কুল বানিয়ে দিন।’
ভিডিওটির ব্যাপ্তি ছিল ৫ মিনিটের মতো।
স্কুলে যেতে ভালো লাগে না ছোট্ট সিরাত নাজের। তার স্কুলের মেঝে অপরিষ্কার, বসার বেঞ্চ নেই। নোংরা মেঝেতে বসলে জামা-কাপড় নষ্ট হয়ে যায়। সে কিছু একটা করতে চায়।
কী করা যায়, কী করা যায়, ভাবতে ভাবতে সে একটি ভিডিও করে বসে। আর সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে, সিরাত নাজ নামের খুদে শিক্ষার্থীটির বাড়ি ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার লোহাই মালহার গ্রামে। ভিডিওতে দেখা গেছে, সিরাত নাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলছে, ‘প্লিজ মোদিজি, আমাদের স্কুলটা সুন্দর করে বানিয়ে দিন।’
ভিডিওটি ‘মারমিক নিউজ’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করার পর এখন পর্যন্ত ২০ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে দর্শক লাইক, লাভসহ বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন ১ লাখ ১৬ হাজার।
সিরাত নাজ নিজেকে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবে পরিচয় দিয়ে ভিডিওতে কথা বলতে শুরু করে। প্রথমে সে বলে, ‘মোদিজি, আপনাকে আমার কিছু কথা বলার আছে। এরপর স্কুলের করিডরে হাঁটাহাঁটি করে সে স্কুলের পরিস্থিতি তুলে ধরে ভিডিওতে। মেঝে দেখিয়ে সে বলে, ‘দেখুন, মেঝে কত নোংরা। এখানেই আমাদের বসতে হয়।’
এরপর সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি অসমাপ্ত ভবন দেখিয়ে বলে, ‘দেখুন, পাঁচ বছর ধরে বিল্ডিংটি এমন নোংরা হয়ে পড়ে আছে। চলুন, আপনাকে এর ভেতরটা দেখাই।’
ধুলোবালু ভরা একটি মেঝে দেখিয়ে সে বলে, ‘আমাদের বসার মতো বেঞ্চ পর্যন্ত নেই। আমাদের মেঝেতে বসতে হয়। এতে স্কুলের পোশাক নোংরা হয়ে যায়। এ জন্য মা প্রায়ই আমাদের বকাঝকা করেন। প্লিজ, মোদি জি, আমাদের একটি সুন্দর স্কুল বানিয়ে দিন।’
ভিডিওটির ব্যাপ্তি ছিল ৫ মিনিটের মতো।
যে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
৫ মিনিট আগেপূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
১ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য এক নির্বাহী আদেশ নিয়ে দেশটির ট্রান্সজেন্ডার তথা এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন একটি আদেশ জারির পরিকল্পনা করছেন, যার ফলে মার্কিন সেনাবাহিনী থেক
১ ঘণ্টা আগে