অনলাইন ডেস্ক
মঙ্গলবার নিউজক্লিক নামে একটি অনলাইন পোর্টালের বিভিন্ন ঠিকানা সহ এর সঙ্গে জড়িত লেখক ও সাংবাদিকদের বাড়িতে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশের বিশেষ দল। চীনা অর্থায়নে দেশবিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে পোর্টালটির বিরুদ্ধে। তবে বিষয়টিকে স্বাধীন গণমাধ্যমের ওপর মোদি সরকারের হস্তক্ষেপের আরেকটি নজির মনে করছে ভারতের বিরোধী দল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভীত হয়ে পড়েছেন বলেও দাবি করেছে দলটি।
আজ মঙ্গলবার ভারতীয় কংগ্রেস পার্টির অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোদি ভীত ও নার্ভাস হয়ে পড়েছেন। বিশেষ করে সেই সব মানুষদের প্রতি যারা তার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে।’
পোস্টে আরও বলা হয়, ‘বিরোধী নেতাই হোক কিংবা সাংবাদিক, সত্য বললেই তাকে হয়রানির শিকার হতে হবে। সাংবাদিকদের বাড়িতে তল্লাশির মাধ্যমে বিষয়টি আজ আবারও প্রমাণিত হলো।’
এদিকে, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সহ কয়েকটি সাংবাদিকদের কয়েকটি সংগঠন নিউজক্লিক পোর্টাল ও এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়িতে তল্লাশির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এই অভিযানের বিষয়ে বিস্তারিতভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার পক্ষ থেকে।
তল্লাশি অভিযানের বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, কঠোর বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে নিউজক্লিক পোর্টালটির বিরুদ্ধে তাদের বিশেষ সেল একটি মামলা করেছে। পোর্টালটির বিরুদ্ধে অবৈধ উপায়ে চীনা অনুদান নিয়ে দেশবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।
এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে দিল্লি পুলিশ নিউজক্লিক সংস্থার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন সাংবাদিক ও লেখকের বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় সাংবাদিকদের ল্যাপটপ ও মোবাইল ফোনসহ নানা ডিভাইস বাজেয়াপ্ত করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন সাংবাদিককে আটকও করা হয়েছে।
মঙ্গলবার নিউজক্লিক নামে একটি অনলাইন পোর্টালের বিভিন্ন ঠিকানা সহ এর সঙ্গে জড়িত লেখক ও সাংবাদিকদের বাড়িতে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশের বিশেষ দল। চীনা অর্থায়নে দেশবিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে পোর্টালটির বিরুদ্ধে। তবে বিষয়টিকে স্বাধীন গণমাধ্যমের ওপর মোদি সরকারের হস্তক্ষেপের আরেকটি নজির মনে করছে ভারতের বিরোধী দল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভীত হয়ে পড়েছেন বলেও দাবি করেছে দলটি।
আজ মঙ্গলবার ভারতীয় কংগ্রেস পার্টির অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোদি ভীত ও নার্ভাস হয়ে পড়েছেন। বিশেষ করে সেই সব মানুষদের প্রতি যারা তার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে।’
পোস্টে আরও বলা হয়, ‘বিরোধী নেতাই হোক কিংবা সাংবাদিক, সত্য বললেই তাকে হয়রানির শিকার হতে হবে। সাংবাদিকদের বাড়িতে তল্লাশির মাধ্যমে বিষয়টি আজ আবারও প্রমাণিত হলো।’
এদিকে, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সহ কয়েকটি সাংবাদিকদের কয়েকটি সংগঠন নিউজক্লিক পোর্টাল ও এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়িতে তল্লাশির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এই অভিযানের বিষয়ে বিস্তারিতভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার পক্ষ থেকে।
তল্লাশি অভিযানের বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, কঠোর বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে নিউজক্লিক পোর্টালটির বিরুদ্ধে তাদের বিশেষ সেল একটি মামলা করেছে। পোর্টালটির বিরুদ্ধে অবৈধ উপায়ে চীনা অনুদান নিয়ে দেশবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।
এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে দিল্লি পুলিশ নিউজক্লিক সংস্থার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন সাংবাদিক ও লেখকের বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় সাংবাদিকদের ল্যাপটপ ও মোবাইল ফোনসহ নানা ডিভাইস বাজেয়াপ্ত করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন সাংবাদিককে আটকও করা হয়েছে।
গত ৮ থেকে ১১ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান হাওয়াইয়ের মাওয়ি দ্বীপের ৩০ বছর বয়সী অভিযাত্রী হান্নাহ কোবায়াশি। এবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে হান্নাহর বাবাকে।
৩৩ মিনিট আগেগত জুলাইয়ে নিরঙ্কুশ জয় নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। কনজারভেটিভ পার্টির ঋষি সুনাকের ব্যর্থতার পর পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব কাঁধে নেন স্টারমার।
২ ঘণ্টা আগেব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুসারে, ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৩৪৮ বিলিয়ন মার্কিন ডলার। বিগত কয়েক দিনে তাঁর সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৪ বিলিয়ন ডলার। এই তালিকায় থাকা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী
২ ঘণ্টা আগেযুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের একটি সূত্র গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে এই বিষয়টি জানিয়েছে। তবে, যুদ্ধবিরতির আশা থাকলেও লেবাননে ইসরায়েলি
৪ ঘণ্টা আগে