সনাতন ধর্মকে ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো রোগের সঙ্গে তুলনা করে এটিকে নির্মূল করার কথা বলেছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে ও রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী উদয়ানিধি স্ট্যালিন। তিনি বলেছেন, সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচারের ধারণার বিরুদ্ধে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তাঁর বক্তব্যের ভিডিও ভাইরাল হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাইয়ে এক লেখক সম্মেলনে এই মন্তব্য করেন। তামিলনাড়ুর মন্ত্রী যুক্তি দেন যে, সনাতন ধর্মের ধারণা অন্তর্নিহিতভাবে পশ্চাদপসরণমূলক, জাতি ও লিঙ্গের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে এবং এটি মৌলিকভাবে সাম্য ও সামাজিক ন্যায়বিচারের বিরোধী। তার এমন মন্তব্য ভারতে ক্ষমতাসীন বিজেপিসহ দেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে উদয়ানিধিকে উদ্ধৃত করে বলেছে, ‘উদয়ানিধি বলেছেন সনাতন ধর্ম ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো এবং এর বিরোধিতা নয়, এটিকে নির্মূল করতে হবে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে উদয়ানিধির এই মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে আবার এমন মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের কথাও বলেছেন।
এক্সে শেয়ার করা এক টুইটে বিজেপি নেতা অমিত মালব্য উদয়ানিধির বক্তব্যের ভিডিও যুক্ত করে দিয়েছেন। সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘রাহুল গান্ধী (কংগ্রেস নেতা) ভারতের ভালোবাসার দোকান খোলার কথা বলেন, আর কংগ্রেসের মিত্র ডিএমকে (স্ট্যালিনের দল) উত্তরাধিকারী সনাতন ধর্মকে নির্মূল করার কথা বলেন। এই ইস্যুতে কংগ্রেসের চুপ থাকা মানে হলো—এ ধরনের গণহত্যার আহ্বানের বিষয়ে নীরব সমর্থন দেওয়া।’
অমিত মালব্য তাঁর টুইটে জোটের নাম ভারত না রেখে ইন্ডিয়া রাখায় জোটের সমালোচনা করে আরও বলেন, ইন্ডিয়া জোট যদি এর নামের প্রতি সুবিচার করে (!) তবে তারা সুযোগ পেলে ভারত থেকে কয়েক হাজার বছরের পুরোনো সভ্যতার মূলোৎপাটন করে ফেলবে। উল্লেখ্য, ডিএমকে এবং কংগ্রেস উভয় দলই বিজেপিবিরোধী জোট ইন্ডিয়ার অংশীদার।
পরে অমিত মালব্যের টুইটের জবাবে উদয়ানিধি লেখেন, ‘আমি কখনই সনাতন ধর্মের অনুসারীদের গণহত্যার ডাক দিইনি। সনাতন ধর্ম এমন একটি নীতি যা মানুষকে জাতি ও ধর্মের নামে বিভক্ত করে। সনাতন ধর্মকে নির্মূল করা মানে মানবতা ও মানবিক সমতাকে সমুন্নত রাখা। আমি যে কথা বলেছি তা এখনো আমি দৃঢ়ভাবে সমর্থন করছি। আমি নিপীড়িত ও প্রান্তিকদের পক্ষে কথা বলেছি, যারা সনাতন ধর্মের কারণে ভুক্তভোগী।’
তামিলনাড়ুর এই মন্ত্রী আরও বলেন, ‘এই মন্তব্যের কারণে আমার সামনে যত বাধা আসবে আমি মোকাবিলা করতে প্রস্তুত। আইনি আদালত বা জনতার আদালত যাই বলেন আমি মুখোমুখি হতে প্রস্তুত। তবে দয়া করে ভুয়া সংবাদ ছড়ানো বন্ধ করুন।’
তামিলনাড়ু রাজ্য বিজেপির প্রেসিডেন্ট কে অন্নমালী এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, উদয়ানিধি এবং তাঁর বাবা এমকে স্ট্যালিন খ্রিষ্টান মিশনারিদের বক্তব্যের পুনরাবৃত্তি করছেন।
সনাতন ধর্মকে ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো রোগের সঙ্গে তুলনা করে এটিকে নির্মূল করার কথা বলেছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে ও রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী উদয়ানিধি স্ট্যালিন। তিনি বলেছেন, সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচারের ধারণার বিরুদ্ধে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তাঁর বক্তব্যের ভিডিও ভাইরাল হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাইয়ে এক লেখক সম্মেলনে এই মন্তব্য করেন। তামিলনাড়ুর মন্ত্রী যুক্তি দেন যে, সনাতন ধর্মের ধারণা অন্তর্নিহিতভাবে পশ্চাদপসরণমূলক, জাতি ও লিঙ্গের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে এবং এটি মৌলিকভাবে সাম্য ও সামাজিক ন্যায়বিচারের বিরোধী। তার এমন মন্তব্য ভারতে ক্ষমতাসীন বিজেপিসহ দেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে উদয়ানিধিকে উদ্ধৃত করে বলেছে, ‘উদয়ানিধি বলেছেন সনাতন ধর্ম ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো এবং এর বিরোধিতা নয়, এটিকে নির্মূল করতে হবে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে উদয়ানিধির এই মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে আবার এমন মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের কথাও বলেছেন।
এক্সে শেয়ার করা এক টুইটে বিজেপি নেতা অমিত মালব্য উদয়ানিধির বক্তব্যের ভিডিও যুক্ত করে দিয়েছেন। সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘রাহুল গান্ধী (কংগ্রেস নেতা) ভারতের ভালোবাসার দোকান খোলার কথা বলেন, আর কংগ্রেসের মিত্র ডিএমকে (স্ট্যালিনের দল) উত্তরাধিকারী সনাতন ধর্মকে নির্মূল করার কথা বলেন। এই ইস্যুতে কংগ্রেসের চুপ থাকা মানে হলো—এ ধরনের গণহত্যার আহ্বানের বিষয়ে নীরব সমর্থন দেওয়া।’
অমিত মালব্য তাঁর টুইটে জোটের নাম ভারত না রেখে ইন্ডিয়া রাখায় জোটের সমালোচনা করে আরও বলেন, ইন্ডিয়া জোট যদি এর নামের প্রতি সুবিচার করে (!) তবে তারা সুযোগ পেলে ভারত থেকে কয়েক হাজার বছরের পুরোনো সভ্যতার মূলোৎপাটন করে ফেলবে। উল্লেখ্য, ডিএমকে এবং কংগ্রেস উভয় দলই বিজেপিবিরোধী জোট ইন্ডিয়ার অংশীদার।
পরে অমিত মালব্যের টুইটের জবাবে উদয়ানিধি লেখেন, ‘আমি কখনই সনাতন ধর্মের অনুসারীদের গণহত্যার ডাক দিইনি। সনাতন ধর্ম এমন একটি নীতি যা মানুষকে জাতি ও ধর্মের নামে বিভক্ত করে। সনাতন ধর্মকে নির্মূল করা মানে মানবতা ও মানবিক সমতাকে সমুন্নত রাখা। আমি যে কথা বলেছি তা এখনো আমি দৃঢ়ভাবে সমর্থন করছি। আমি নিপীড়িত ও প্রান্তিকদের পক্ষে কথা বলেছি, যারা সনাতন ধর্মের কারণে ভুক্তভোগী।’
তামিলনাড়ুর এই মন্ত্রী আরও বলেন, ‘এই মন্তব্যের কারণে আমার সামনে যত বাধা আসবে আমি মোকাবিলা করতে প্রস্তুত। আইনি আদালত বা জনতার আদালত যাই বলেন আমি মুখোমুখি হতে প্রস্তুত। তবে দয়া করে ভুয়া সংবাদ ছড়ানো বন্ধ করুন।’
তামিলনাড়ু রাজ্য বিজেপির প্রেসিডেন্ট কে অন্নমালী এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, উদয়ানিধি এবং তাঁর বাবা এমকে স্ট্যালিন খ্রিষ্টান মিশনারিদের বক্তব্যের পুনরাবৃত্তি করছেন।
‘ট্রাম্পকে থামান, বিচার বিভাগ বাঁচান’, ‘ট্রাম্প নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, তাঁকে বেছে নিয়েছেন পুতিন’, ‘ইলন মাস্ককে মঙ্গলে পাঠিয়ে দেওয়া হোক’। এগুলো প্ল্যাকার্ডের লেখা। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর উপদেষ্টা ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে যে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভে এসব
৮ ঘণ্টা আগেগত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়ে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছিলেন। এ সময় তিনি ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, ‘এই কূটনেতিক আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে।’ তবে ট্রাম্পের হুমকির পরও তাঁর আলোচনার প্রস্তাব
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক ঘোষণার পর বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। গত বুধবার রোজ গার্ডেনে আমদানির ওপর ‘রিসিপ্রোক্যাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। এরপরেই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগে। অনেক দেশ ট্রাম্পের এই ঘোষণার পর পাল্টা শুল্
৯ ঘণ্টা আগেদীর্ঘ ২৭ বছর পর ফের ভোটাভুটির সাক্ষী থাকল সিপিএমের পার্টি কংগ্রেস। ১৯৯৮ সালে কলকাতার নজরুল মঞ্চে শেষবার কেন্দ্রীয় সরকারে অংশগ্রহণ এবং সংগঠনে নারীদের প্রতিনিধিত্বের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়েছিল। এবার তামিলনাড়ুর মাদুরাইয়ে নেতা নির্বাচনে ভোটাভুটির করল সিপিএম।
১৩ ঘণ্টা আগে