তেলেঙ্গানায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৫: ৫৫

ভারতের তেলেঙ্গানায় দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালের দিকে তেলেঙ্গানার মেদাক জেলায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম দেশটির বিমানবাহিনীর বরাত দিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় বাহিনী জানিয়েছে, বিমানটি হায়দরাবাদের এয়ারফোর্স একাডেমি (এএফএ) থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। পরে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি জানতে তদন্ত চলছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় সেটিতে একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন এবং তাঁরা দুজনই নিহত হয়েছেন।

বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক পোস্টে জানিয়েছে, ‘একটি পাইলাটাস পিসি ৭ এমকে-২ মডেলে প্রশিক্ষণ বিমান আজ সকালে হায়দরাবাদ বিমানবাহিনী ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের পর দুর্ঘটনার সম্মুখীন হয়।’ দুর্ঘটনার কারণ জানতে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘হায়দরাবাদের কাছে এই দুর্ঘটনায় আমি মর্মাহত। এটা গভীর দুঃখজনক যে, দুজন পাইলট প্রাণ হারিয়েছেন। এই দুঃখজনক সময়ে শোকাহত পরিবারের আমার সমবেদনা রয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত