অনলাইন ডেস্ক
ব্যাংকক থেকে জুরিখগামী সুইস এয়ারের একটি ফ্লাইটে এক দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার পর শুরু হয়েছে তুমুল সমালোচনা। ওই ভিডিও ক্রু সদস্যদের মাধ্যমে ভাইরাল হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে সুইস এয়ার কর্তৃপক্ষ কঠোর তদন্তে নেমেছে। ভিডিও ফাঁসের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।
ভিডিওটি সুইস এয়ারের একটি যাত্রাবাহী বিমানের ককপিট-নিয়ন্ত্রিত নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা হয়। এতে দেখা যায়, ওই দম্পতি বিমানের গ্যালিতে যৌনক্রিয়ায় লিপ্ত ছিলেন। ঘটনাটি গত নভেম্বর মাসে ব্যাংকক থেকে জুরিখগামী সুইস এয়ারের ১২ ঘণ্টার ফ্লাইট ১৮১-এর সময় ঘটে।
একজন ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটির একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘ব্যাংকক থেকে জুরিখগামী সুইস এয়ারের একটি ফ্লাইটে এক দম্পতি ফার্স্ট ক্লাস গ্যালিতে যৌনক্রিয়ায় লিপ্ত হন, যা ককপিটে থাকা পাইলটেরা গোপনে ধারণ করে। পরে ওই ভিডিও গ্রুপ চ্যাটে শেয়ার ও ভাইরাল হয়ে যায়।’
সুইস এয়ার এ ঘটনাকে ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন বলে উল্লেখ করে তদন্ত শুরু করেছে। এয়ারলাইন কর্তৃপক্ষ দম্পতির অনুমতি ছাড়া ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারের সঙ্গে জড়িত ক্রু সদস্যদের শনাক্ত ও শাস্তির প্রতিশ্রুতি দিয়েছে।
ডেইলি মেইলকে সুইস এয়ারের মিডিয়া মুখপাত্র মাইকে ফুলরট বলেছেন, ‘কোনো ব্যক্তির স্পষ্ট সম্মতি ছাড়া তাদের ভিডিও ধারণ এবং তা শেয়ার করা আমাদের নীতিমালা ও মূল্যবোধের পরিপন্থী। এটি প্রযোজ্য তথ্য সুরক্ষা আইন লঙ্ঘন করেছে।’
ফুলরট আরও বলেন, ‘ক্যামেরায় দম্পতিকে দেখার পর ক্রু সদস্যদের উচিত ছিল সরাসরি হস্তক্ষেপ করা, ভিডিও ধারণ করা নয়। আমাদের ক্রুরা তাদের পেশাদারত্বের জন্য পরিচিত। আমরা তাদের দক্ষতার প্রতি বিশ্বাস রাখি এবং তাদের সক্ষমতায় আস্থা রাখি।’
A couple on board a recent Swiss Air flight from Bangkok to Zurich joined the mile-high club in the first-class galley while secretly being recorded by the pilots.
— ᒍᑌᔕT ᗰIKE (@JustMikeMcKay) December 5, 2024
The cockpit crew are now under investigation for sharing the footage on group chats which has since gone viral. pic.twitter.com/B9cGA8dVKZ
এয়ারলাইন কর্তৃপক্ষ আরও জানায়, ভাইরাল হওয়া ভিডিও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপাত্মক মন্তব্য যাত্রীদের প্রতি অসম্মানজনক।
ফুলরট আরও বলেন, ‘আমাদের যাত্রীদের আস্থা এবং সম্মানজনক আচরণ আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। ঠিক কী ঘটেছে এবং কীভাবে এসব রেকর্ডিং ফাঁস হলো, তা খুঁজে বের করার চেষ্টা করছি।’
উল্লেখ্য, ৯/১১-এর ঘটনার পর বিমানের ককপিটে অনুপ্রবেশ রোধে ক্রু নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এটি যাত্রীদের ওপর নজরদারি করার উদ্দেশ্যে নয় বরং ককপিটে অনুপ্রবেশের চেষ্টা পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় বলে তিনি জানান।
ব্যাংকক থেকে জুরিখগামী সুইস এয়ারের একটি ফ্লাইটে এক দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার পর শুরু হয়েছে তুমুল সমালোচনা। ওই ভিডিও ক্রু সদস্যদের মাধ্যমে ভাইরাল হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে সুইস এয়ার কর্তৃপক্ষ কঠোর তদন্তে নেমেছে। ভিডিও ফাঁসের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।
ভিডিওটি সুইস এয়ারের একটি যাত্রাবাহী বিমানের ককপিট-নিয়ন্ত্রিত নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা হয়। এতে দেখা যায়, ওই দম্পতি বিমানের গ্যালিতে যৌনক্রিয়ায় লিপ্ত ছিলেন। ঘটনাটি গত নভেম্বর মাসে ব্যাংকক থেকে জুরিখগামী সুইস এয়ারের ১২ ঘণ্টার ফ্লাইট ১৮১-এর সময় ঘটে।
একজন ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটির একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘ব্যাংকক থেকে জুরিখগামী সুইস এয়ারের একটি ফ্লাইটে এক দম্পতি ফার্স্ট ক্লাস গ্যালিতে যৌনক্রিয়ায় লিপ্ত হন, যা ককপিটে থাকা পাইলটেরা গোপনে ধারণ করে। পরে ওই ভিডিও গ্রুপ চ্যাটে শেয়ার ও ভাইরাল হয়ে যায়।’
সুইস এয়ার এ ঘটনাকে ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন বলে উল্লেখ করে তদন্ত শুরু করেছে। এয়ারলাইন কর্তৃপক্ষ দম্পতির অনুমতি ছাড়া ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারের সঙ্গে জড়িত ক্রু সদস্যদের শনাক্ত ও শাস্তির প্রতিশ্রুতি দিয়েছে।
ডেইলি মেইলকে সুইস এয়ারের মিডিয়া মুখপাত্র মাইকে ফুলরট বলেছেন, ‘কোনো ব্যক্তির স্পষ্ট সম্মতি ছাড়া তাদের ভিডিও ধারণ এবং তা শেয়ার করা আমাদের নীতিমালা ও মূল্যবোধের পরিপন্থী। এটি প্রযোজ্য তথ্য সুরক্ষা আইন লঙ্ঘন করেছে।’
ফুলরট আরও বলেন, ‘ক্যামেরায় দম্পতিকে দেখার পর ক্রু সদস্যদের উচিত ছিল সরাসরি হস্তক্ষেপ করা, ভিডিও ধারণ করা নয়। আমাদের ক্রুরা তাদের পেশাদারত্বের জন্য পরিচিত। আমরা তাদের দক্ষতার প্রতি বিশ্বাস রাখি এবং তাদের সক্ষমতায় আস্থা রাখি।’
A couple on board a recent Swiss Air flight from Bangkok to Zurich joined the mile-high club in the first-class galley while secretly being recorded by the pilots.
— ᒍᑌᔕT ᗰIKE (@JustMikeMcKay) December 5, 2024
The cockpit crew are now under investigation for sharing the footage on group chats which has since gone viral. pic.twitter.com/B9cGA8dVKZ
এয়ারলাইন কর্তৃপক্ষ আরও জানায়, ভাইরাল হওয়া ভিডিও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপাত্মক মন্তব্য যাত্রীদের প্রতি অসম্মানজনক।
ফুলরট আরও বলেন, ‘আমাদের যাত্রীদের আস্থা এবং সম্মানজনক আচরণ আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। ঠিক কী ঘটেছে এবং কীভাবে এসব রেকর্ডিং ফাঁস হলো, তা খুঁজে বের করার চেষ্টা করছি।’
উল্লেখ্য, ৯/১১-এর ঘটনার পর বিমানের ককপিটে অনুপ্রবেশ রোধে ক্রু নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এটি যাত্রীদের ওপর নজরদারি করার উদ্দেশ্যে নয় বরং ককপিটে অনুপ্রবেশের চেষ্টা পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় বলে তিনি জানান।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তারা নতুন ই-ভিসা সিস্টেমে যাচ্ছে। ৯৪টি রয়্যাল থাই দূতাবাস ও কনস্যুলেট জেনারেল অফিস একসঙ্গে এই সেবা দেবে।
২ ঘণ্টা আগেমার্কিন কংগ্রেস শুক্রবার মধ্যরাতে শাটডাউন ঠেকাতে একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে। দীর্ঘ আলোচনার পর পাস হওয়া এই বিলটি ফেডারেল সংস্থাগুলোর অর্থায়ন আগামী বছরের মার্চ মাস পর্যন্ত নিশ্চিত করেছে। মধ্যরাতের সময়সীমা পেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই সিনেটররা প্রথাগত নিয়ম এড়িয়ে দ্রুত ভোট দেন।
৪ ঘণ্টা আগে‘অবৈধ বাংলাদেশি’দের জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে।
৪ ঘণ্টা আগেভারতীয় পুলিশের হাতে আটক আনসার-আল-ইসলাম বাংলাদেশের আট সন্দেহভাজন সদস্য ‘চিকেন নেক’ বা সিলিগুরি করিডরে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা। পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের সংযোগকারী একমাত্র অংশ এই সিলিগুড়ি করিডর।
৪ ঘণ্টা আগে