অনলাইন ডেস্ক
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের ঘোষণার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদকারীদের আশ্বস্ত করলেও বিজেপি সরকারের অনড় অবস্থানের কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ‘সিএএ মুসলিমবিরোধী নয় এবং এ আইনে এমন কোনো ধারা নেই, যা দিয়ে কোনো ভারতীয় নাগরিকের অধিকার কেড়ে নেওয়া হবে।’
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, আইনটির মাধ্যমে ভারতে ধর্মীয় বৈষম্যকে বৈধতা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনটির সমালোচনা অব্যাহত রেখেছে বিরোধী দলগুলোও। সিএএ ভারতীয় সাংবিধানিক মূল্যবোধের পাশাপাশি ধর্মীয় বৈষম্যহীনতার ওপর আঘাত বলে মন্তব্য করেছে সংগঠনটি। সেই সঙ্গে এটিকে আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতার সঙ্গে অসংগতিপূর্ণ এবং বেমানান বলেছে তারা।
তবে প্রতিবাদের মুখে আইনটি পরিবর্তন করা হবে না বলেও জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন অমিত শাহ। তিনি অভিযোগ করেন, বিরোধীপক্ষ বিষয়টি নিয়ে মিথ্যার রাজনীতি করছে। দেশের সংখ্যালঘুদের এই আইন নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কারণ, এতে কোনো নাগরিকের অধিকার ফিরিয়ে নেওয়ার মতো কোনো বিধান নেই।
বিক্ষোভ-প্রতিবাদের মুখে সিএএ আইন বাতিলের কোনো সুযোগ নেই জানিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মুসলমানদেরও সংবিধান অনুসারে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করার অধিকার আছে। এটিকে বাতিল করা অসম্ভব। আমরা এটি নিয়ে সারা দেশে সচেতনতা সৃষ্টি করব।’
একই কথা জানান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, আইনটির মাধ্যমে ভারতে বসবাসকারী কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না।
সিএএ আইন এমন সময়ে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে, যার মাত্র কয়েক সপ্তাহ পরই ভারতে লোকসভা নির্বাচন শুরু হবে। গতকাল বৃহস্পতিবার কংগ্রেসের সংসদ সদস্য নকুল নাথ অভিযোগ করেন, এ নির্বাচনে মানুষের দৃষ্টি অন্য দিকে রাখতেই সিএএসহ কয়েকটি আইন এনেছে বিজেপি।
এ অভিযোগ প্রসঙ্গে বিজেপি নেতা অমিত শাহ বলেন, ‘এটি আনুষ্ঠানিকভাবে আইন কার্যকরের ঘোষণামাত্র। তাই এখান থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের প্রশ্নই আসে না।’
এদিকে সিএএর বিরুদ্ধে মন্তব্য করায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লিতে তাঁর বাসভবনের সামনে গতকাল বিক্ষোভ করেছেন হিন্দু ও শিখ শরণার্থীরা। সিএএ নিয়ে অমিত শাহর সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘তিনি (অমিত শাহ) আমার তোলা কোনো প্রশ্নের জবাব দেননি। বরং আমাকে দুর্নীতিবাজ প্রমাণে ব্যস্ত ছিলেন।’
এর আগে গত বুধবার সিএএ আইনকে নোংরা ভোটব্যাংকের রাজনীতি বলে উল্লেখ করেন কেজরিওয়াল।
সিএএর কড়া সমালোচনা করেছেন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আসামের জন্য সিএএ পুরোপুরিভাবে অসামঞ্জস্যপূর্ণ। কয়েক দিন ধরে আসামে ব্যাপক প্রতিবাদ সমাবেশ হচ্ছে।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের ঘোষণার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদকারীদের আশ্বস্ত করলেও বিজেপি সরকারের অনড় অবস্থানের কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ‘সিএএ মুসলিমবিরোধী নয় এবং এ আইনে এমন কোনো ধারা নেই, যা দিয়ে কোনো ভারতীয় নাগরিকের অধিকার কেড়ে নেওয়া হবে।’
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, আইনটির মাধ্যমে ভারতে ধর্মীয় বৈষম্যকে বৈধতা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনটির সমালোচনা অব্যাহত রেখেছে বিরোধী দলগুলোও। সিএএ ভারতীয় সাংবিধানিক মূল্যবোধের পাশাপাশি ধর্মীয় বৈষম্যহীনতার ওপর আঘাত বলে মন্তব্য করেছে সংগঠনটি। সেই সঙ্গে এটিকে আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতার সঙ্গে অসংগতিপূর্ণ এবং বেমানান বলেছে তারা।
তবে প্রতিবাদের মুখে আইনটি পরিবর্তন করা হবে না বলেও জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন অমিত শাহ। তিনি অভিযোগ করেন, বিরোধীপক্ষ বিষয়টি নিয়ে মিথ্যার রাজনীতি করছে। দেশের সংখ্যালঘুদের এই আইন নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কারণ, এতে কোনো নাগরিকের অধিকার ফিরিয়ে নেওয়ার মতো কোনো বিধান নেই।
বিক্ষোভ-প্রতিবাদের মুখে সিএএ আইন বাতিলের কোনো সুযোগ নেই জানিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মুসলমানদেরও সংবিধান অনুসারে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করার অধিকার আছে। এটিকে বাতিল করা অসম্ভব। আমরা এটি নিয়ে সারা দেশে সচেতনতা সৃষ্টি করব।’
একই কথা জানান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, আইনটির মাধ্যমে ভারতে বসবাসকারী কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না।
সিএএ আইন এমন সময়ে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে, যার মাত্র কয়েক সপ্তাহ পরই ভারতে লোকসভা নির্বাচন শুরু হবে। গতকাল বৃহস্পতিবার কংগ্রেসের সংসদ সদস্য নকুল নাথ অভিযোগ করেন, এ নির্বাচনে মানুষের দৃষ্টি অন্য দিকে রাখতেই সিএএসহ কয়েকটি আইন এনেছে বিজেপি।
এ অভিযোগ প্রসঙ্গে বিজেপি নেতা অমিত শাহ বলেন, ‘এটি আনুষ্ঠানিকভাবে আইন কার্যকরের ঘোষণামাত্র। তাই এখান থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের প্রশ্নই আসে না।’
এদিকে সিএএর বিরুদ্ধে মন্তব্য করায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লিতে তাঁর বাসভবনের সামনে গতকাল বিক্ষোভ করেছেন হিন্দু ও শিখ শরণার্থীরা। সিএএ নিয়ে অমিত শাহর সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘তিনি (অমিত শাহ) আমার তোলা কোনো প্রশ্নের জবাব দেননি। বরং আমাকে দুর্নীতিবাজ প্রমাণে ব্যস্ত ছিলেন।’
এর আগে গত বুধবার সিএএ আইনকে নোংরা ভোটব্যাংকের রাজনীতি বলে উল্লেখ করেন কেজরিওয়াল।
সিএএর কড়া সমালোচনা করেছেন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আসামের জন্য সিএএ পুরোপুরিভাবে অসামঞ্জস্যপূর্ণ। কয়েক দিন ধরে আসামে ব্যাপক প্রতিবাদ সমাবেশ হচ্ছে।
ফ্রান্সের চরম ডানপন্থী নেত্রী ও ন্যাশনাল র্যালি দলের প্রেসিডেন্ট প্রার্থী মেরিন ল পেনকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্ট তহবিলের ৩০ লাখ ইউরো (প্রায় ২.৫১ মিলিয়ন পাউন্ড) আত্মসাতের মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে এই রায় দেওয়া হয়েছে। এছাড়া তাঁকে
১০ ঘণ্টা আগেভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০ মার্চ সন্ধ্যা সাড়ে ৪টার দিকে সেক্টর-২০ গুরুদ্বারা চৌকের জেব্রা ক্রসিংয়ে জনপ্রিয় হরিয়ানি গানের তালে নাচছিলেন অজয় কুন্ডুর স্ত্রী জ্যোতি। সেক্টর ৩২-এর একটি মন্দিরে পূজা শেষে তিনি তার ননদ পূজার সহায়তায় এই রিল ভিডিও ধারণ করেন।
১১ ঘণ্টা আগে২০০৫ সালে গোপনে তৈরি করা হয়েছিল এই শহরটি। পূর্ববর্তী সামরিক শাসকেরা তৈরি করেছিলেন বিশাল সড়ক, অতিকায় সরকারি ভবন আর প্রাসাদসম স্থাপত্য। কিন্তু ভূমিকম্পে ধ্বংস হয়েছে হাসপাতাল, মন্ত্রণালয়ের ভবন, এমনকি রাষ্ট্রপতি ভবনের সোনালি সিঁড়িও। বিদ্যুৎ, পানি, ইন্টারনেট বিচ্ছিন্ন। মন্ত্রীরা কাজ করছেন ধ্বংসস্তূ
১৩ ঘণ্টা আগেভারতের কিংবদন্তি শিল্পপতি রতন টাটার বিশাল সম্পত্তি কীভাবে বণ্টন হবে, তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা-কল্পনা। তবে সম্প্রতি আদালতে জমা দেওয়া তাঁর উইল থেকে জানা গেছে, প্রয়াত এই শিল্পপতির প্রায় ৩ হাজার ৮০০ কোটি রুপির সম্পত্তির বেশির ভাগ অংশই দাতব্য ও সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।
১৪ ঘণ্টা আগে