Ajker Patrika

খনি কোম্পানির দখলে জমি, আদিবাসী নারীদের গণ-আত্মহত্যার হুমকি

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৮: ০১
খনি কোম্পানির দখলে জমি, আদিবাসী নারীদের গণ-আত্মহত্যার হুমকি

ভারতের কৃষিজীবীদের শান্ত একটি গ্রাম। সেখানে সম্প্রতি অত্যন্ত হৃদয়বিদারক এক দৃশ্যের অবতারণা করলেন নারীরা। 

অন্ধ্র প্রদেশ রাজ্যের উরাভাকোন্ডা শহরের একটি কাজুবাগানে আদিবাসী নারীরা ফাঁসির মঞ্চ বানিয়ে গাছের ডালে বাঁধা কাপড়ে ফাঁস লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন। 

ভাইরাল হওয়া এক ভিডিওতে তাঁদের বলতে শোনা যাচ্ছে, ‘আপনি যদি আমাদের আবেদন না শোনেন, তাহলে আমাদের সামনে মৃত্যুই একমাত্র পথ। আপনি যদি এখানকার কাজুবাগানগুলো উচ্ছেদ করেন, তবে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ আমাদের জীবিকা এর ওপর নির্ভর করে।’ 

ওই আদিবাসী নারীরা অভিযোগ করেন, তাঁদের চাষের জমি কেড়ে নিয়ে একটি গ্রানাইট খনি কোম্পানিকে বরাদ্দ দেওয়া হচ্ছে। তাঁরা বলেন, ‘আমরা কোনো গ্রানাইট কোম্পানির কাছ থেকে টাকা নিইনি। কিছু লোক টাকার বিনিময়ে অবৈধভাবে আমাদের জমি দিয়েছে। আমাদের জমির মালিকানার কাগজপত্র নেই। সরকার আমাদের এই জমি চাষের অনুমতি দিয়েছিল। কিন্তু এখন তারা নিয়ে যাচ্ছে।’ 

রাজস্ব কর্মকর্তা মাদুগুলা মণ্ডল তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন এবং মামলা দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ করে কৃষানিরা বলেন, ‘বাগানের ভেতর দিয়ে রাস্তা তৈরি করতে খনি কোম্পানিকে বাধা দিলে আমাদের মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমরা চাই, যুগ্ম কালেক্টর এর তদন্ত করুন।’ 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, এ ব্যাপারে যোগাযোগ করা হলে সরকারি কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। 

আদিবাসী পরিবারগুলো আগামী সোমবার বিশাখাপত্তম জয়েন্ট কালেক্টরের অফিসের সামনে বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত