বাইকে বিশ্বভ্রমণের অভিনব অফার নিয়ে এল রয়্যাল এনফিল্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ১৯: ৩৪
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ২১: ১০

বাইকে চড়ে যাঁরা ভ্রমণ করতে চান, কিন্তু ব্যক্তিগত কোনো বাইক নেই—তাঁদের জন্য গত বছর ভারতের বিভিন্ন শহরে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছিল বাইক নির্মাতা প্রতিষ্ঠান রয়্যাল এনফিল্ড। এ ক্ষেত্রে কোম্পানিটি ভ্রমণপিপাসুদের কাছে বাইক ভাড়া দেওয়ার একটি প্রোগ্রাম চালু করেছিল। বাইক ভাড়া দেয় ভারতের এমন বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে এক হয়ে ‘রয়্যাল এনফিল্ড রেন্টাল’ নামে ওই পরিষেবার যাত্রা শুরু হয়। এই পরিষেবার অধীনে কোম্পানির শর্ত মেনে কেউ চাইলেই রয়্যাল এনফিল্ড বাইক ভাড়া নিয়ে বিস্তৃত ভারতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করতে পারেন।

রয়্যাল এনফিল্ডের সেই রেন্টাল কর্মসূচি এবার শুধু ভারত নয়, পৃথিবীর বিভিন্ন দেশে চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে কোম্পানিটি শুরুতে পৃথিবীর বিভিন্ন দেশের ৬০টি গন্তব্যে ভ্রমণের জন্য ভ্রমণপিপাসুদের বাইক ভাড়া দেওয়া ছাড়াও যাবতীয় সব সমাধান দেবে। এ জন্য বিশ্বস্ত সহযোগীদের মাধ্যমে বিভিন্ন দেশে কোম্পানিটি বাইক ভাড়া দেওয়ার কেন্দ্র স্থাপন করছে। এসব কেন্দ্র থেকে বাইক ভাড়া নিয়ে ভারতের রাজস্থানের মরুভূমিই হোক কিংবা ফ্রান্স, স্পেন বা ইন্দোনেশিয়ার কোনো গন্তব্যে খুব সহজেই ভ্রমণ করা যাবে। পাশাপাশি ভ্রমণকারীদের জন্য কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন গন্তব্যের ভ্রমণ নির্দেশিকা সরবরাহসহ আরও বেশ কিছু পরিষেবা প্রদান করা হবে। এমনকি স্বনির্দেশিত ভ্রমণের ক্ষেত্রেও কোম্পানি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত থাকবে।

বর্তমানে পৃথিবীর অন্তত ২৫টি দেশের ৬০টিরও বেশি গন্তব্যে যেতে রয়্যাল এনফিল্ডের বাইক ভাড়া পাওয়া যাবে। ভারত ছাড়াও এসব দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, ইতালি, স্কটল্যান্ড, স্পেন, তুরস্ক, পেরু, ইকুয়েডর, আর্জেন্টিনা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মরক্কো, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ভুটানসহ আরও কয়েকটি দেশ। কোম্পানির পক্ষ থেকে ধীরে ধীরে দেশ এবং গন্তব্যের সংখ্যাও বাড়বে।

কেউ সুযোগটি গ্রহণ করতে চাইলে তাঁকে অবশ্যই রয়্যাল এনফিল্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটের ভ্রমণ এবং বাইক ভাড়াসংক্রান্ত পেজে গিয়ে ভ্রমণের সময় ও গন্তব্য উল্লেখ করে নির্দিষ্ট কয়েকটি খালি ঘর পূরণ করতে হবে। এভাবে ভ্রমণ নিশ্চিত করলে কোম্পানির পক্ষ থেকে ভ্রমণেচ্ছুক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হবে এবং ভ্রমণ পরিকল্পনা এবং যাত্রাপথ চূড়ান্ত করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত