অনলাইন ডেস্ক
আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের রিমান্ডের মেয়াদ প্রথম দফায় আরও চার দিন বাড়িয়েছেন ভারতের একটি আদালত। আজ বৃহস্পতিবার দিল্লির একটি আদালত তাঁর রিমান্ডের মেয়াদ আগামী ১ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত শুক্রবার কেজরিওয়ালকে আবগারি নীতি সম্পর্কিত দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছিল। পরে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ২৮ মার্চ পর্যন্ত তাঁর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে ইডি হেফাজতে পাঠিয়ে দেয়।
তবে ইডির তলব ও গ্রেপ্তার করা বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন কেজরিওয়াল। তাঁর সুর ধরে একই কথা জানিয়েছেন এএপি এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ নেতারা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ও তার রাজনৈতিক দল বিজেপি এই মামলার সঙ্গে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে বলেছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো স্বাধীনভাবে তাদের কাজ করছে।
কেজরিওয়ালকে গ্রেপ্তারের আগে থেকেই আম আদমি পার্টির প্রথম সারির বেশির ভাগ নেতাই আছেন কারাগারে।
আজ আদালতের বাইরে সাংবাদিকদের কাছে ইডির হাতে গ্রেপ্তার হওয়া নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। মানুষ এর জবাব দেবে।’
ইডির আইনজীবীরা আদালতকে বলেন, কেজরিওয়াল ইচ্ছাকৃতভাবেই তদন্তে অসহযোগিতা করছেন। তাই তাঁকে আরও সাত দিন রিমান্ডে রাখা প্রয়োজন।
কেজরিওয়ালের মুক্তির দাবিতে গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করতে যান আম আদমি পার্টির সমর্থকেরা। সে সময় কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। আজও দিল্লির একটি মেট্রোস্টেশনের বাইরে যাত্রীদের কাছে লিফলেট বিতরণের সময় কয়েকজন এএপি কর্মীকে আটক করে পুলিশ।
ভারতের বার্তা সংস্থা এএনআইকে আম আদমি পার্টির এক বিক্ষোভকারী বলেছেন, ‘এখন আমাদের নির্বাচনী প্রচারণা চালানোর সময়। আর এ সময়ে আমাদের নেতাদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হচ্ছে। আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে কেউই আমাদের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না।’
দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী রোববার রাজধানী নয়াদিল্লিতে এএপিসহ দুই ডজনেরও বেশি রাজনৈতিক দলের সমন্বয়ে গড়া বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের একটি যৌথ সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের রিমান্ডের মেয়াদ প্রথম দফায় আরও চার দিন বাড়িয়েছেন ভারতের একটি আদালত। আজ বৃহস্পতিবার দিল্লির একটি আদালত তাঁর রিমান্ডের মেয়াদ আগামী ১ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত শুক্রবার কেজরিওয়ালকে আবগারি নীতি সম্পর্কিত দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছিল। পরে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ২৮ মার্চ পর্যন্ত তাঁর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে ইডি হেফাজতে পাঠিয়ে দেয়।
তবে ইডির তলব ও গ্রেপ্তার করা বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন কেজরিওয়াল। তাঁর সুর ধরে একই কথা জানিয়েছেন এএপি এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ নেতারা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ও তার রাজনৈতিক দল বিজেপি এই মামলার সঙ্গে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে বলেছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো স্বাধীনভাবে তাদের কাজ করছে।
কেজরিওয়ালকে গ্রেপ্তারের আগে থেকেই আম আদমি পার্টির প্রথম সারির বেশির ভাগ নেতাই আছেন কারাগারে।
আজ আদালতের বাইরে সাংবাদিকদের কাছে ইডির হাতে গ্রেপ্তার হওয়া নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। মানুষ এর জবাব দেবে।’
ইডির আইনজীবীরা আদালতকে বলেন, কেজরিওয়াল ইচ্ছাকৃতভাবেই তদন্তে অসহযোগিতা করছেন। তাই তাঁকে আরও সাত দিন রিমান্ডে রাখা প্রয়োজন।
কেজরিওয়ালের মুক্তির দাবিতে গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করতে যান আম আদমি পার্টির সমর্থকেরা। সে সময় কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। আজও দিল্লির একটি মেট্রোস্টেশনের বাইরে যাত্রীদের কাছে লিফলেট বিতরণের সময় কয়েকজন এএপি কর্মীকে আটক করে পুলিশ।
ভারতের বার্তা সংস্থা এএনআইকে আম আদমি পার্টির এক বিক্ষোভকারী বলেছেন, ‘এখন আমাদের নির্বাচনী প্রচারণা চালানোর সময়। আর এ সময়ে আমাদের নেতাদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হচ্ছে। আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে কেউই আমাদের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না।’
দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী রোববার রাজধানী নয়াদিল্লিতে এএপিসহ দুই ডজনেরও বেশি রাজনৈতিক দলের সমন্বয়ে গড়া বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের একটি যৌথ সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকেই দেশটির ফেডারেল সরকারের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে প্রস্তুত। ট্রাম্প ও তাঁর মিত্রদের দাবিকৃত ‘ডিপ স্টেট’ ভেঙে দেওয়ার পরিকল্পনায়ও তিনি দৃঢ়প্রতিজ্ঞ। জো বাইডেন প্রশাসনের কাছ থেকে ট্রাম্প প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরে কাজ..
১৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রে বন্ধ হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। অ্যাপটি ব্যবহারের চেষ্টা করা হলে একটি বার্তা দেখানো হচ্ছে, যেখানে লেখা, ‘যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করে একটি আইন কার্যকর হয়েছে। দুর্ভাগ্যবশত, এখন টিকটক ব্যবহারের সুযোগ নেই। তবে আমরা সৌভাগ্যবান, দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প টিকটক..
১৬ মিনিট আগেযুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে বিপাকে পড়বেন দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীরা। শিগগির বড় ধরনের অভিযানের মুখে পড়তে যাচ্ছেন তাঁরা। ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল সোমবার শপথ নেবেন অভিবাসীবিদ্বেষী হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প। আসন্ন ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন...
২ ঘণ্টা আগেত্রিপুরার উনকোটি জেলার কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে, বাংলাদেশের সরকার রাজ্যের আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি বাঁধের উচ্চতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এমন নির্মাণ কার্যক্রমের ফলে ভারতীয় ভূখণ্ডে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে বলে আশঙ্কা করছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন
২ ঘণ্টা আগে