Ajker Patrika

বড়দিনের ভাষণে বুস্টার ডোজের ঘোষণা মোদির

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১১: ৫৯
বড়দিনের ভাষণে বুস্টার ডোজের ঘোষণা মোদির

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর বিশ্বজুড়েই দেখা দিয়েছে শঙ্কা। করোনা নিয়ন্ত্রণে আগামী ১০ জানুয়ারি থেকে ভারতে বুস্টার ডোজ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বড়দিন উপলক্ষে গতকাল শনিবার এক ভাষণে তিনি এ কথা বলেন। 

এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আগামী ১০ জানুয়ারি থেকে ভারতে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। প্রথম দিকে স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া হবে। 

নরেন্দ্র মোদি বলেন, আগামী ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। 

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি আরও বলেন, ‘করোনা এখনো পুরোপুরি চলে যায়নি। নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের খোঁজ মিলছে ভারতেও। এই পরিস্থিতিতে আমাদের করোনাবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। দেশের স্বাস্থ্য পরিকাঠামো পুরোপুরি তৈরি। দেশে ১৮ লাখ আইসোলেশন বেড ও লক্ষাধিক আইসিইউ বেড প্রস্তুত রয়েছে।’

উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার ৮০২ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৭৯ হাজার ৬৮২ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৩৫৪ জন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত