অনলাইন ডেস্ক
দিল্লিতে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারীকে মাথা ন্যাড়া, মুখে কালি লেপন করে জনসমক্ষে ঘুরিয়েছে তাঁর প্রতিবেশীরা। বৃহস্পতিবার ভারতের মানবাধিকার সংগঠন দিল্লি কমিশন ফর উইমেন এ অভিযোগ করেছে। ওই নারীকে মারপিট করা হয়েছে এমনটাও জানিয়েছে ওই প্রতিষ্ঠান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর চার নারীকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।
ধর্ষণের শিকার ওই নারীর সঙ্গে সাক্ষাৎকারী দিল্লি কমিশন ফর উইমেনের প্রধান স্বাতি মালিওয়াল এক টুইটে জানিয়েছেন, ওই নারী তাঁকে লাঞ্ছনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে দিল্লি পুলিশের আরও দ্রুত পদক্ষেপ চান।
স্বাতি মালিওয়াল তাঁর টুইটে আরও লিখেন, ‘কস্তুরবা নগরে ২০ বছর বয়সী এক নারীকে একদল অবৈধ মদ বিক্রেতার হাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হন। তাঁকে ন্যাড়া করে, মুখে কালি মাখিয়ে জুতার মালা পরিয়ে রাস্তায় ঘোরানো হয়। আমি বিষয়টি দিল্লি পুলিশকে জানিয়েছি।’
ওই নারী এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতে এবং ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে পুলিশের কাছে আবেদন জানান মালিওয়াল।
স্বাতি মালিওয়াল জানান, ওই নারীকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তিন অবৈধ মদ বিক্রেতা ধর্ষণ করে। সেখানে উপস্থিত এক নারী ধর্ষকদের কাজে আরও উসকানি দিচ্ছিলেন। পরে ওই নারী অন্যদের নিয়ে ধর্ষণের শিকার নারীকে ন্যাড়া করে, মুখে কালি মাখিয়ে জুতার মালা পরিয়ে রাস্তায় ঘোরায়।
দিল্লি কমিশন ফর উইমেন ধর্ষণের শিকার ওই নারীর বোনের বরাত দিয়ে জানিয়েছে, ওই নারীর প্রেমিক দাবি করা এক প্রতিবেশী যুবক গত বছরের নভেম্বরে আত্মহত্যা করেন। নিহতের পরিবার তাঁর আত্মহত্যার জন্য ওই নারীকে দায়ী করত।
দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা এক নারীকে অপমান-অপদস্থ, মারপিট এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে এক অভিযুক্তের ঘর থেকে তাঁকে উদ্ধার করে। পরে সেখান থেকে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান এবং এ বিষয়ে তদন্ত চলমান বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
দিল্লিতে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারীকে মাথা ন্যাড়া, মুখে কালি লেপন করে জনসমক্ষে ঘুরিয়েছে তাঁর প্রতিবেশীরা। বৃহস্পতিবার ভারতের মানবাধিকার সংগঠন দিল্লি কমিশন ফর উইমেন এ অভিযোগ করেছে। ওই নারীকে মারপিট করা হয়েছে এমনটাও জানিয়েছে ওই প্রতিষ্ঠান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর চার নারীকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।
ধর্ষণের শিকার ওই নারীর সঙ্গে সাক্ষাৎকারী দিল্লি কমিশন ফর উইমেনের প্রধান স্বাতি মালিওয়াল এক টুইটে জানিয়েছেন, ওই নারী তাঁকে লাঞ্ছনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে দিল্লি পুলিশের আরও দ্রুত পদক্ষেপ চান।
স্বাতি মালিওয়াল তাঁর টুইটে আরও লিখেন, ‘কস্তুরবা নগরে ২০ বছর বয়সী এক নারীকে একদল অবৈধ মদ বিক্রেতার হাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হন। তাঁকে ন্যাড়া করে, মুখে কালি মাখিয়ে জুতার মালা পরিয়ে রাস্তায় ঘোরানো হয়। আমি বিষয়টি দিল্লি পুলিশকে জানিয়েছি।’
ওই নারী এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতে এবং ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে পুলিশের কাছে আবেদন জানান মালিওয়াল।
স্বাতি মালিওয়াল জানান, ওই নারীকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তিন অবৈধ মদ বিক্রেতা ধর্ষণ করে। সেখানে উপস্থিত এক নারী ধর্ষকদের কাজে আরও উসকানি দিচ্ছিলেন। পরে ওই নারী অন্যদের নিয়ে ধর্ষণের শিকার নারীকে ন্যাড়া করে, মুখে কালি মাখিয়ে জুতার মালা পরিয়ে রাস্তায় ঘোরায়।
দিল্লি কমিশন ফর উইমেন ধর্ষণের শিকার ওই নারীর বোনের বরাত দিয়ে জানিয়েছে, ওই নারীর প্রেমিক দাবি করা এক প্রতিবেশী যুবক গত বছরের নভেম্বরে আত্মহত্যা করেন। নিহতের পরিবার তাঁর আত্মহত্যার জন্য ওই নারীকে দায়ী করত।
দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা এক নারীকে অপমান-অপদস্থ, মারপিট এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে এক অভিযুক্তের ঘর থেকে তাঁকে উদ্ধার করে। পরে সেখান থেকে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান এবং এ বিষয়ে তদন্ত চলমান বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
তালেবান সরকার আফগানিস্তানে আটক মার্কিন নাগরিকদের মুক্তি দিতে একটি বন্দি বিনিময় চুক্তি ঘোষণা করেছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই বন্দিদের বিনিময়ে আফগান মুজাহিদ খান মোহাম্মদকে মুক্ত করেছে। খান মোহাম্মদকে প্রায় ২০ বছর আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগাহার প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়ে
১১ মিনিট আগেযুদ্ধবিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হয় স্থানীয় সময় গত রোববার বেলা সোয়া এগারটার দিকে। এর পর দুদিনে অঞ্চলটিতে প্রবেশ করেছে ১৫৪৫ ট্রাক ত্রাণ। এর মধ্যে গতকাল সোমবার মোট ৯ শতাধিক ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করে জানিয়েছে জাতিসংঘ। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব
৩১ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে শান্তিপূর্ণ সমঝোতা করতে চায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সংগঠনটির ঊর্ধ্বতন কর্মকর্তা মুসা আবু মারজুকের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর একের পর এক বিতর্কিত নির্বাহী আদেশ জারি করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার, মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির মতো পদক্ষেপের পাশাপাশি তিনি দেশটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও
২ ঘণ্টা আগে