ছত্তিশগড়ে পুলিশের গুলিতে অন্তত ২৮ নকশাল নিহত

অনলাইন ডেস্ক
Thumbnail image

ভারতের ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর–দান্তেওয়াড়া সীমান্তের মাদ এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে অন্তত ২৮ জন নকশাল নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় অস্ত্র। 

নারায়ণপুর-দান্তেওয়াড়া আন্তজেলা সীমান্তের আভুজমাদের থুলথুলি এবং নেন্দুর গ্রামের মধ্যবর্তী জঙ্গলে আজ শুক্রবার দুপুর ১টার দিকে বন্দুকযুদ্ধ শুরু হয়। নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল নকশাল বিরোধী অভিযানে বের হলে এ সংঘর্ষ শুরু হয় বলে জানান পুলিশের মহাপরিদর্শক (বাস্তার রেঞ্জ) সুন্দররাজ। 

সুন্দররাজ বার্তা সংস্থা পিটিআইকে টেলিফোনে জানান, ঘটনাস্থল থেকে একটি একে–৪৭ রাইফেল এবং একটি এসএলআর (সেলফ–লোডিং রাইফেল)–সহ প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

চলতি বছর এ পর্যন্ত দান্তেওয়াড়া এবং নারায়ণপুরসহ সাতটি জেলা নিয়ে বাস্তার অঞ্চলে পৃথক বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর হাতে ১৮৫ জন মাওবাদী গুলিবিদ্ধ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ গত ১৬ এপ্রিল কাঙ্কের জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কিছু উচ্চপদস্থ ক্যাডারসহ ২৯ জন নকশালবাদী নিহত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত