অনিশ্চয়তার মধ্যেই শুরু হচ্ছে কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচন

কলকাতা প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২২, ১৯: ১৮

কংগ্রেসের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন এখনো তা ঠিক হয়নি। সেই অনিশ্চয়তা নিয়েই আগামীকাল রোববার শুরু হচ্ছে ভারতের সর্বপ্রাচীন রাজনৈতিক দলটির সাংগঠনিক নির্বাচন। একই সঙ্গে নির্বাচিত হবেন দলটির নতুন সভাপতিও। 

২০১৯ সালের সাধারণ নির্বাচনে পরাজয়ের পর দলীয় প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধী। তাঁর পদত্যাগের পর কংগ্রেস নেতৃবৃন্দ সোনিয়া গান্ধীকেই দলের দায়িত্বে ফিরিয়ে আনে। তবে নির্বাচিত ও স্থায়ী প্রেসিডেন্টের দাবিতে দলের ভেতরে বহুদিন ধরেই দাবি উঠছিল। সর্বশেষ দলের ২৩ জন বিক্ষুব্ধ নেতা চিঠি দিয়ে দলীয় নির্বাচনের দাবি করেন। তারই প্রেক্ষিতে এবারের নির্বাচন। 

নির্বাচনের দিন–তারিখ ঠিক হয়ে গেলেও দলের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা এখনো ঠিক হয়নি। আগামী মাসে দলের কর্মসূচি ‘ভারত জড়ো যাত্রা’ নিয়ে রাহুল সক্রিয় হলেও দলের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তিনি এখনো নীরব। তবে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিবারতন্ত্রকে কটাক্ষ করায় এবারের দলীয় প্রধান নির্বাচনে গান্ধী পরিবারের কেউ নির্বাচিত নাও হতে পারেন বলে অনেকে মনে করছেন।

দীর্ঘদিন ধরে কংগ্রেসের স্থায়ী প্রেসিডেন্ট নেই। চলতি বছরই গুজরাট ও হিমাচল প্রদেশে বিধানসভা ভোট। সামনের বছরের শুরুতেই ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ে নির্বাচন। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে কংগ্রেস শাসিত রাজস্থান ও মধ্য প্রদেশেও ভোট রয়েছে। এই অবস্থায় সংগঠনকে মজবুত করতে দলীয় নির্বাচন জরুরি বলে কংগ্রেসের একটা বড় অংশ মনে করেন। 

কিন্তু নির্বাচন শুরুর ২৪ ঘণ্টা আগেও পরবর্তী সভাপতি পদে প্রার্থী কারা হচ্ছেন তার কোনো ইঙ্গিত নেই। ২০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন শেষ হওয়ার কথা। কংগ্রেস সূত্রে খবর, গোটা দলটাই তাকিয়ে আছে রাহুলের দিকে। তাঁর কথাতেই দল চলে বলে মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা। তিনি নিজে প্রার্থী না হলেও তাঁর পছন্দের কেউ প্রার্থী হবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত