অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গের কলকাতায় ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ভারতীয় সশস্ত্র বাহিনী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর জয় স্মরণে এই অনুষ্ঠান আয়োজিত হবে। ভারতের প্রতিরক্ষা বিভাগের একটি সূত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের একটি প্রতিনিধিদল ১৬ ডিসেম্বর কলকাতায় বিজয় দিবস উদ্যাপনে যোগ দিতে পারে। আজ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা সূত্র এ তথ্য জানিয়েছে। এতে বাংলাদেশি মুক্তিযোদ্ধারাও অংশ নিতে পারেন বলে জানিয়েছে সূত্র।
প্রতিবছর বাংলাদেশের প্রতিনিধিদলে মুক্তিযোদ্ধারাও থাকেন। এ ছাড়া, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মরত কর্মকর্তারা ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের আয়োজনে কলকাতায় বিজয় দিবস উদ্যাপনে যোগ দেন। প্রতিরক্ষা সূত্র ১৬ ডিসেম্বরের উদ্যাপনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের সম্ভাবনার কথা জানালেও, প্রতিনিধিদলের আকার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
ফোর্ট উইলিয়ামে অবস্থিত ভারতের ইস্টার্ন কমান্ড সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকা উদ্যাপনে বিজয় দিবসে একাধিক অনুষ্ঠানের আয়োজন করবে।
হেডকোয়ার্টার্স ইস্টার্ন কমান্ডের মেজর জেনারেল স্টাফ (এমজিজিএস) মেজর জেনারেল মোহিত শেঠ সম্প্রতি জানিয়েছেন, ১৬ ডিসেম্বর ফোর্ট উইলিয়ামে বিজয় স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। তিনি জানান, ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এ ছাড়া, ১৬ ডিসেম্বর কলকাতার মিলিটারি ট্রেনিং সেন্টারে ১৯৭১ সালের যুদ্ধের বীরদের অদম্য সাহসকে সম্মান জানাতে একটি সামরিক প্রদর্শনীও অনুষ্ঠিত হবে।
পশ্চিমবঙ্গের কলকাতায় ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ভারতীয় সশস্ত্র বাহিনী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর জয় স্মরণে এই অনুষ্ঠান আয়োজিত হবে। ভারতের প্রতিরক্ষা বিভাগের একটি সূত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের একটি প্রতিনিধিদল ১৬ ডিসেম্বর কলকাতায় বিজয় দিবস উদ্যাপনে যোগ দিতে পারে। আজ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা সূত্র এ তথ্য জানিয়েছে। এতে বাংলাদেশি মুক্তিযোদ্ধারাও অংশ নিতে পারেন বলে জানিয়েছে সূত্র।
প্রতিবছর বাংলাদেশের প্রতিনিধিদলে মুক্তিযোদ্ধারাও থাকেন। এ ছাড়া, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মরত কর্মকর্তারা ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের আয়োজনে কলকাতায় বিজয় দিবস উদ্যাপনে যোগ দেন। প্রতিরক্ষা সূত্র ১৬ ডিসেম্বরের উদ্যাপনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের সম্ভাবনার কথা জানালেও, প্রতিনিধিদলের আকার সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
ফোর্ট উইলিয়ামে অবস্থিত ভারতের ইস্টার্ন কমান্ড সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকা উদ্যাপনে বিজয় দিবসে একাধিক অনুষ্ঠানের আয়োজন করবে।
হেডকোয়ার্টার্স ইস্টার্ন কমান্ডের মেজর জেনারেল স্টাফ (এমজিজিএস) মেজর জেনারেল মোহিত শেঠ সম্প্রতি জানিয়েছেন, ১৬ ডিসেম্বর ফোর্ট উইলিয়ামে বিজয় স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। তিনি জানান, ১৯৭১ সালের যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এ ছাড়া, ১৬ ডিসেম্বর কলকাতার মিলিটারি ট্রেনিং সেন্টারে ১৯৭১ সালের যুদ্ধের বীরদের অদম্য সাহসকে সম্মান জানাতে একটি সামরিক প্রদর্শনীও অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের মিনেসোটার রিপাবলিকান আইনপ্রণেতারা একটি বিল উত্থাপন করেছেন। এই বিলে ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম’ বা টিডিএস-কে মানসিক রোগ হিসেবে রাজ্যের আইনে সংজ্ঞায়িত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলার শোরুম, চার্জিং স্টেশন এবং কিছু ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। সাইবার ট্রাক জ্বালিয়ে দেওয়া, বুলেট ও পেট্রলবোমা নিক্ষেপ করার এই ঘটনাগুলো মূলত টেসলার বিরুদ্ধে মানুষের ক্রমবর্ধমান সহিংসতার ইঙ্গিত দিচ্ছে। যদিও এখ
৫ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেড় ঘণ্টার এক ফোনালাপে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন পর আজ বুধবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছেন। ট্রাম্প ও জেলেনস্কির এই ফোনালাপ স্থায়ী হয়েছে প্রায় এক ঘণ্টা।
৫ ঘণ্টা আগে২০১৬ সালে প্রথম এই সংলাপের আয়োজন করে ভারত। এবার দশম বছরে পদার্পণ করা রাইসিনা ডায়ালগ ইতিমধ্যে ভূরাজনীতি ও ভূ-অর্থনীতি বিষয়ে ভারতের প্রধান সম্মেলন হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। এটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত একটি বহুপক্ষীয় সম্মেলন।
৬ ঘণ্টা আগে