গাড়ির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ১০: ৩৭
আপডেট : ০১ আগস্ট ২০২২, ১০: ৩৮

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির জল্পেশের শিবমন্দিরের যাওয়ার সময় গাড়ির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ জন। রোববার (৩১ জুলাই) রাতে ঘটনাটি ঘটেছে চ্যাংড়াবান্ধা এলাকায়। 

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, রোববার কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি দল পিকআপ ভ্যানে করে জল্পেশের দিকে যাচ্ছিলেন। চ্যাংড়াবান্ধা ধরলা সেতুর কাছে জেনারেটর থেকে গাড়িতে শর্টসার্কিট হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

গাড়িতে শর্টসার্কিটের পর বেশ কয়েকজনকে অচেতন হয়ে পড়তে দেখে পিকআপ ভ্যানটি চ্যাংড়াবান্ধা হাসপাতালে নিয়ে যান চালক। সেখানে ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আর ৬ জনকে গুরুতর অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। 

দুর্ঘটনার শিকার সবাই কোচবিহারের শীতলকুচির বাসিন্দা। একই এলাকার দশজনের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। 

এদিকে এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়িটি জব্দ করা হয়েছে। তবে পলাতক রয়েছে গাড়ির চালক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত