অনলাইন ডেস্ক
অ্যাথলেট-কোচদের বের করে দিয়ে খালি স্টেডিয়ামে নিজের পোষ্য কুকুর নিয়ে ঘুরে বেড়ানো দিল্লির রাজস্ব দপ্তরের মুখ্য সচিব সঞ্জীব খিরওয়ারকে শাস্তি দিয়েছে ভারত সরকার। গত কয়েক মাস ধরেই তিনি এমনটি করছিলেন বলে অভিযোগ করেন দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুশীলন করা অ্যাথলেট ও তাঁদের কোচরা। তাঁর এমন কর্মকাণ্ডের দায়ে এবার তাঁকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। সরকার তাঁকে দিল্লি থেকে বদলি করেছে।
কাতারভিত্তিক বার্তা সংস্থা আল-জাজিরা জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার সঞ্জীব খিরওয়ারকে দিল্লি থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখে বদলি করেছে। তাঁর স্ত্রী, দিল্লি সরকারের সচিব রিংকু দুগ্গাকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলে বদলি করা হয়েছে। সরকারের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
দুজনকে দেশটির পৃথক দুই রাজ্যে বদলি করায় তাঁদের কর্মস্থলের মধ্যকার দূরত্ব দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার বা প্রায় ২ হাজার মাইল, যা স্থলপথে প্রায় ৬৫ ঘণ্টার দূরত্ব।
২০১০ সালের কমনওয়েলথ গেমসের জন্য ত্যাগরাজ স্টেডিয়ামটি নির্মিত হয়। অ্যাথলেটরা এখানে নিয়মিত অনুশীলন করেন। কিন্তু দিল্লির ওই সরকারি কর্মকর্তা সন্ধ্যা সাড়ে ৭টায় কুকুর নিয়ে স্টেডিয়ামে ঘুরতে আসেন। তাই অ্যাথলেট-কোচদের সন্ধ্যা ৭টা বাজতেই বের হয়ে যেতে হয়। এতে অনুশীলনের ব্যাঘাত ঘটে। বিষয়টি নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।
এক কোচ বলেন, ‘আগে আমরা রাত ৮টা-সাড়ে ৮টা পর্যন্ত স্টেডিয়ামে অনুশীলন করতাম। কিন্তু এখন ৭টা বাজতেই বের হয়ে যেতে হয়। এতে অনুশীলনে ব্যাঘাত ঘটছে।’
অভিযোগ প্রসঙ্গে সরকারি ওই কর্মকর্তা বলেন, ‘স্টেডিয়াম খালি করার যে অভিযোগ, সেটি সত্য নয়। তবে ওই মাঠে মাঝে মাঝে কুকুর নিয়ে যাওয়া হয়।’
এদিকে, সরকারের অধীন সব স্টেডিয়াম রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
অ্যাথলেট-কোচদের বের করে দিয়ে খালি স্টেডিয়ামে নিজের পোষ্য কুকুর নিয়ে ঘুরে বেড়ানো দিল্লির রাজস্ব দপ্তরের মুখ্য সচিব সঞ্জীব খিরওয়ারকে শাস্তি দিয়েছে ভারত সরকার। গত কয়েক মাস ধরেই তিনি এমনটি করছিলেন বলে অভিযোগ করেন দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুশীলন করা অ্যাথলেট ও তাঁদের কোচরা। তাঁর এমন কর্মকাণ্ডের দায়ে এবার তাঁকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। সরকার তাঁকে দিল্লি থেকে বদলি করেছে।
কাতারভিত্তিক বার্তা সংস্থা আল-জাজিরা জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার সঞ্জীব খিরওয়ারকে দিল্লি থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখে বদলি করেছে। তাঁর স্ত্রী, দিল্লি সরকারের সচিব রিংকু দুগ্গাকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলে বদলি করা হয়েছে। সরকারের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
দুজনকে দেশটির পৃথক দুই রাজ্যে বদলি করায় তাঁদের কর্মস্থলের মধ্যকার দূরত্ব দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার বা প্রায় ২ হাজার মাইল, যা স্থলপথে প্রায় ৬৫ ঘণ্টার দূরত্ব।
২০১০ সালের কমনওয়েলথ গেমসের জন্য ত্যাগরাজ স্টেডিয়ামটি নির্মিত হয়। অ্যাথলেটরা এখানে নিয়মিত অনুশীলন করেন। কিন্তু দিল্লির ওই সরকারি কর্মকর্তা সন্ধ্যা সাড়ে ৭টায় কুকুর নিয়ে স্টেডিয়ামে ঘুরতে আসেন। তাই অ্যাথলেট-কোচদের সন্ধ্যা ৭টা বাজতেই বের হয়ে যেতে হয়। এতে অনুশীলনের ব্যাঘাত ঘটে। বিষয়টি নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।
এক কোচ বলেন, ‘আগে আমরা রাত ৮টা-সাড়ে ৮টা পর্যন্ত স্টেডিয়ামে অনুশীলন করতাম। কিন্তু এখন ৭টা বাজতেই বের হয়ে যেতে হয়। এতে অনুশীলনে ব্যাঘাত ঘটছে।’
অভিযোগ প্রসঙ্গে সরকারি ওই কর্মকর্তা বলেন, ‘স্টেডিয়াম খালি করার যে অভিযোগ, সেটি সত্য নয়। তবে ওই মাঠে মাঝে মাঝে কুকুর নিয়ে যাওয়া হয়।’
এদিকে, সরকারের অধীন সব স্টেডিয়াম রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৪ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৪ ঘণ্টা আগে