এবার ইভিএম নিয়ে প্রশ্ন তুললেন রাহুল, নেপথ্যে ইলন মাস্কের টুইট

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ জুন ২০২৪, ১৩: ১৩
Thumbnail image

ভারতের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) ‘ব্ল্যাক বক্স’ হিসেবে আখ্যা দিয়েছেন কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, এটি এমন একটি ভোট পদ্ধতি যার কারচুপি যাচাইয়ের উপায় নেই কারও। ইভিএমের ব্যবহার ভারতের নির্বাচন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও উল্লেখ করেছেন তিনি।

ইভিএম নিয়ে ইলন মাস্কের একটি মতামত শেয়ার করে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের ইভিএম পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। গত শনিবার এক্স মাধ্যমেই এক টুইটে ইভিএম নিয়ে ইলন মাস্ক লিখেছিলেন—ইলেকট্রনিক ভোটিং মেশিনকে আমাদের বাদ দেওয়া উচিত। কারণ মানুষ কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এটি হ্যাক হওয়ার অনেক বেশি ঝুঁকি থাকে।

মাস্কের সেই দাবিকে সমর্থন করে নিজের ওয়ালে এটিকে শেয়ার করেন রাহুল গান্ধী। পাশাপাশি তিনি ভারতের নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রসঙ্গ টানেন। কংগ্রেস নেতা মত দেন, প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা না থাকলে গণতন্ত্র একটি প্রতারণায় পরিণত হয়।

ইলন মাস্কের মত ছাড়াও সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত খবরও টুইটে জুড়ে দেন রাহুল। ওই খবরে দাবি করা হয়েছে, মুম্বাইয়ের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি আসনে মাত্র ৪৮ ভোটে জয় পাওয়া একজন শিবসেনা প্রার্থীর আত্মীয়ের মোবাইল ফোন দিয়ে ইভিএমে প্রবেশ করা যায়।

এদিকে মাস্কের সেই দাবির বিরোধিতা করে কড়া বার্তা দিয়েছেন ভারতের সাবেক আইটি মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। মাস্কের ইভিএম নিয়ে পোস্টের জবাবে চন্দ্রশেখর তাঁকে এ বিষয়ে ভারতের কাছ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত