অনলাইন ডেস্ক
ভারতের এক গ্রামে ইতস্তত ঘুরে বেড়ানো একটি চিতা বাঘ এক বাড়িতে ঢুকে পড়ে। প্রাণীটির আক্রমণে গ্রামের পাঁচজন মানুষ আহত হন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি উত্তর দিল্লির ওয়াজিরাবাদের একটি গ্রামের।
জগৎপুর গ্রামের একটি বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পাশের বাড়িতে ঢুকে পড়ার পর একটি ঘরে আটকে ফেলা হয় তাকে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে চিতা বাঘটিকে উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় চিতা বাঘটিকে কিছু লোক তাড়া করছে। অন্যরা আবার ভয়ে ছুটছেন।
এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ছয়টা ২০ মিনিটের দিকে (স্থানীয় সময়) ঘটনাটির বিষয় জানতে পারে ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে দুজন সদস্যকে পাঠানো হয় সেখানে।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা চিতা বাঘটিকে একটি কামরায় আটকে ফেলেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বলেন দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) প্রধান অতুল গর্গ।
স্থানীয় একজন বাসিন্দা জানান, ভোর সাড়ে ৪টার দিকে প্রথম দেখা যায় চিতা বাঘটিকে। সোয়া ৫টার দিকে বিষয়টি সরকারি কর্তৃপক্ষকে জানানো হয়। চিতা বাঘটি এক ডজনের বেশি মানুষকে আক্রমণের চেষ্টা করে এবং তাদের কয়েকজনকে আহত করে।
ডেপুটি কমিশনার অব পুলিশ (উত্তর) এম একে মিনা বলেন, জাতপুর গ্রামের এক বাড়িতে চিতা বাঘ প্রবেশের বিষয়ে একটি ফোন আসে। তারপর স্থানীয় পুলিশ সেখানে পৌঁছে এবং বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, পাঁচজন মানুষ চিতা বাঘের আক্রমণে আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের নাম মাহেন্দের, আকাশ এবং রামপাল বলে জানা গেছে।
বন বিভাগের সাতজন কর্মী, দিল্লি ফায়ার সার্ভিসের একটি দল এবং স্থানীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন এখন।
স্থানীয় একজন বাসিন্দা জানান, গ্রামটির চারপাশ জঙ্গলে ঘেরা। তবে গ্রাম ও বনের মাঝখানে বেড়া বা অন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের ১ তারিখ দক্ষিণ দিল্লির সৈনিক ফার্মে একটি চিতা বাঘের আগমন ঘটে। কিছু ভিডিওতে আবাসিক এলাকার গলিপথে প্রাণীটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। ৬ ডিসেম্বর একে শেষ দেখা যায়। বন বিভাগের ধারণা, চিতা বাঘটি তারপর আসোলি ভাট্টি বন্য প্রাণী অভয়ারণ্যে ফিরে গেছে। এর এক সপ্তাহ পর উত্তর দিল্লির অলিপুরের খাতুশিয়াম মন্দিরের কাছে ন্যাশনাল হাইওয়ে ৪৪-এ একটি কারের সঙ্গে ধাক্কা লাগলে একটি চিতা বাঘের মৃত্যু হয়।
ভারতের এক গ্রামে ইতস্তত ঘুরে বেড়ানো একটি চিতা বাঘ এক বাড়িতে ঢুকে পড়ে। প্রাণীটির আক্রমণে গ্রামের পাঁচজন মানুষ আহত হন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি উত্তর দিল্লির ওয়াজিরাবাদের একটি গ্রামের।
জগৎপুর গ্রামের একটি বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পাশের বাড়িতে ঢুকে পড়ার পর একটি ঘরে আটকে ফেলা হয় তাকে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে চিতা বাঘটিকে উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় চিতা বাঘটিকে কিছু লোক তাড়া করছে। অন্যরা আবার ভয়ে ছুটছেন।
এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ছয়টা ২০ মিনিটের দিকে (স্থানীয় সময়) ঘটনাটির বিষয় জানতে পারে ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে দুজন সদস্যকে পাঠানো হয় সেখানে।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা চিতা বাঘটিকে একটি কামরায় আটকে ফেলেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বলেন দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) প্রধান অতুল গর্গ।
স্থানীয় একজন বাসিন্দা জানান, ভোর সাড়ে ৪টার দিকে প্রথম দেখা যায় চিতা বাঘটিকে। সোয়া ৫টার দিকে বিষয়টি সরকারি কর্তৃপক্ষকে জানানো হয়। চিতা বাঘটি এক ডজনের বেশি মানুষকে আক্রমণের চেষ্টা করে এবং তাদের কয়েকজনকে আহত করে।
ডেপুটি কমিশনার অব পুলিশ (উত্তর) এম একে মিনা বলেন, জাতপুর গ্রামের এক বাড়িতে চিতা বাঘ প্রবেশের বিষয়ে একটি ফোন আসে। তারপর স্থানীয় পুলিশ সেখানে পৌঁছে এবং বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, পাঁচজন মানুষ চিতা বাঘের আক্রমণে আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের নাম মাহেন্দের, আকাশ এবং রামপাল বলে জানা গেছে।
বন বিভাগের সাতজন কর্মী, দিল্লি ফায়ার সার্ভিসের একটি দল এবং স্থানীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন এখন।
স্থানীয় একজন বাসিন্দা জানান, গ্রামটির চারপাশ জঙ্গলে ঘেরা। তবে গ্রাম ও বনের মাঝখানে বেড়া বা অন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের ১ তারিখ দক্ষিণ দিল্লির সৈনিক ফার্মে একটি চিতা বাঘের আগমন ঘটে। কিছু ভিডিওতে আবাসিক এলাকার গলিপথে প্রাণীটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। ৬ ডিসেম্বর একে শেষ দেখা যায়। বন বিভাগের ধারণা, চিতা বাঘটি তারপর আসোলি ভাট্টি বন্য প্রাণী অভয়ারণ্যে ফিরে গেছে। এর এক সপ্তাহ পর উত্তর দিল্লির অলিপুরের খাতুশিয়াম মন্দিরের কাছে ন্যাশনাল হাইওয়ে ৪৪-এ একটি কারের সঙ্গে ধাক্কা লাগলে একটি চিতা বাঘের মৃত্যু হয়।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৩ ঘণ্টা আগে