কলকাতা প্রতিনিধি
বিহারে বিজেপির সঙ্গে জোট ভেঙে বিরোধীদের সঙ্গে জোট গড়ে নতুন সরকার গঠন করেছিলেন নিতীশ কুমার। তখন থেকেই বিজেপি বিরোধী শিবির থেকে প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে অনেকেই তাঁর নাম ভাবছিলেন। তবে বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দল ইউনাইটেডে নেতা নিতীশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ধাক্কা খেল মণিপুরে। সেখানে তাঁর দলের ৬ বিধায়কের মধ্যে ৫ জনই যোগ দিয়েছেন বিজেপিতে।
অরুণাচলেও জেডিইউ–এর ৭ বিধায়ক বিজেপিতে আগেই যোগ দিয়েছিলেন। বিহারের বাইরে নিজেদের শক্তিবৃদ্ধির বদলে শক্তি কমছে জেডিইউ–এর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বেশির ভাগ রাজ্যই অবশ্য দলবদলের জন্য সুপরিচিত। কিন্তু বিহারে দলের শীর্ষ বৈঠকের আগে মণিপুরের ঘটনা কিছুটা হলেও হতাশ করেছে জেডিইউ–এর নেতাদের। যেন, বিহারের প্রতিশোধ মণিপুরে নিয়ে নিল বিজেপি।
বিহারে বিজেপির সঙ্গে ত্যাগ করার পর থেকেই মণিপুরে জেডিইউ–এর ভূমিকা নিয়ে চর্চা শুরু হয়েছিল। নিতীশ কুমারের দল মণিপুরেও বিজেপি জোট বেরিয়ে আসবে এমন সম্ভাবনার কথাই বলেছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু তার আগেই দলের এক মুসলিম বিধায়কসহ ৫ জন যোগ দিলেন বিজেপিতে। মণিপুর বিধানসভার স্পিকার সত্যব্রত সিং শনিবার তাঁদের দলবদলকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন।
তবে জেডিইউ বিধায়ক আবদুল নাসির অবশ্য জানিয়েছেন, তিনি দলত্যাগ করছেন না। জেডিইউ বিজেপির সঙ্গে ত্যাগ করার আগেই অবশ্য উত্তর পূর্বাঞ্চলের আরেক রাজ্য অরুণাচল প্রদেশের ৭ বিধায়কের ৬ জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। দলত্যাগের পর অপরজনও বিজেপিতে চলে যান। এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে শনিবার দলের কার্যকরী কমিটির বৈঠকে বসেন নিতীশ কুমার। সেখানে স্লোগান ওঠে, ‘দেশ কা নেতা ক্যায়সা হো, নিতীশ কুমার জ্যায়সা হো।’
বিহারে বিজেপির সঙ্গে জোট ভেঙে বিরোধীদের সঙ্গে জোট গড়ে নতুন সরকার গঠন করেছিলেন নিতীশ কুমার। তখন থেকেই বিজেপি বিরোধী শিবির থেকে প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে অনেকেই তাঁর নাম ভাবছিলেন। তবে বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দল ইউনাইটেডে নেতা নিতীশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ধাক্কা খেল মণিপুরে। সেখানে তাঁর দলের ৬ বিধায়কের মধ্যে ৫ জনই যোগ দিয়েছেন বিজেপিতে।
অরুণাচলেও জেডিইউ–এর ৭ বিধায়ক বিজেপিতে আগেই যোগ দিয়েছিলেন। বিহারের বাইরে নিজেদের শক্তিবৃদ্ধির বদলে শক্তি কমছে জেডিইউ–এর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বেশির ভাগ রাজ্যই অবশ্য দলবদলের জন্য সুপরিচিত। কিন্তু বিহারে দলের শীর্ষ বৈঠকের আগে মণিপুরের ঘটনা কিছুটা হলেও হতাশ করেছে জেডিইউ–এর নেতাদের। যেন, বিহারের প্রতিশোধ মণিপুরে নিয়ে নিল বিজেপি।
বিহারে বিজেপির সঙ্গে ত্যাগ করার পর থেকেই মণিপুরে জেডিইউ–এর ভূমিকা নিয়ে চর্চা শুরু হয়েছিল। নিতীশ কুমারের দল মণিপুরেও বিজেপি জোট বেরিয়ে আসবে এমন সম্ভাবনার কথাই বলেছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু তার আগেই দলের এক মুসলিম বিধায়কসহ ৫ জন যোগ দিলেন বিজেপিতে। মণিপুর বিধানসভার স্পিকার সত্যব্রত সিং শনিবার তাঁদের দলবদলকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন।
তবে জেডিইউ বিধায়ক আবদুল নাসির অবশ্য জানিয়েছেন, তিনি দলত্যাগ করছেন না। জেডিইউ বিজেপির সঙ্গে ত্যাগ করার আগেই অবশ্য উত্তর পূর্বাঞ্চলের আরেক রাজ্য অরুণাচল প্রদেশের ৭ বিধায়কের ৬ জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। দলত্যাগের পর অপরজনও বিজেপিতে চলে যান। এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে শনিবার দলের কার্যকরী কমিটির বৈঠকে বসেন নিতীশ কুমার। সেখানে স্লোগান ওঠে, ‘দেশ কা নেতা ক্যায়সা হো, নিতীশ কুমার জ্যায়সা হো।’
ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে আমদানি করা সব পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই ঘোষণা বিশ্বকে পূর্ণাঙ্গ বাণিজ্যযুদ্ধের দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে। আজ শুক্রবার চীনের এই ঘোষণার পর বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতন আরও ত্বরান্বিত হয়েছে।
২ ঘণ্টা আগেকানাডার ক্রমশ উদার হয়ে ওঠা আইনের অধীনে মেডিকেল অ্যাসিস্ট্যান্স ইন ডায়িং (মেইড) প্রক্রিয়ায় মৃত্যুবরণ করবেন তিনি। দুই বছর আগে ২০২৩ সালের মার্চে মেইডের জন্য আবেদন করেছিলেন এপ্রিল। জন্ম থেকেই মেরুদণ্ডের জটিল রোগ ‘স্পাইনা বিফিডা’য় আক্রান্ত এপ্রিল। সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিলতা বেড়েছে। মেরুদণ্ডের গোড়ায়
২ ঘণ্টা আগেভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্ক চায়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার নিজে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এ কথা বলেন।
২ ঘণ্টা আগেকংগ্রেসের এমপি এবং দলের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ বলেছেন, বিজেপি সরকারের নেতৃত্বে ভারতীয় পার্লামেন্টে যে ওয়াক্ফ বিল পাস হয়েছে তা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে তাঁর দল। তিনি বলেন, স্থানীয় আজ শুক্রবার ভোরে পার্লামেন্টে পাস হওয়া ওয়াক্ফ (সংশোধনী) বিল সংবিধান সম্মত কি না তা জানতে সুপ্রিম...
৬ ঘণ্টা আগে