কলকাতা প্রতিনিধি
বিহারে বিজেপির সঙ্গে জোট ভেঙে বিরোধীদের সঙ্গে জোট গড়ে নতুন সরকার গঠন করেছিলেন নিতীশ কুমার। তখন থেকেই বিজেপি বিরোধী শিবির থেকে প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে অনেকেই তাঁর নাম ভাবছিলেন। তবে বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দল ইউনাইটেডে নেতা নিতীশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ধাক্কা খেল মণিপুরে। সেখানে তাঁর দলের ৬ বিধায়কের মধ্যে ৫ জনই যোগ দিয়েছেন বিজেপিতে।
অরুণাচলেও জেডিইউ–এর ৭ বিধায়ক বিজেপিতে আগেই যোগ দিয়েছিলেন। বিহারের বাইরে নিজেদের শক্তিবৃদ্ধির বদলে শক্তি কমছে জেডিইউ–এর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বেশির ভাগ রাজ্যই অবশ্য দলবদলের জন্য সুপরিচিত। কিন্তু বিহারে দলের শীর্ষ বৈঠকের আগে মণিপুরের ঘটনা কিছুটা হলেও হতাশ করেছে জেডিইউ–এর নেতাদের। যেন, বিহারের প্রতিশোধ মণিপুরে নিয়ে নিল বিজেপি।
বিহারে বিজেপির সঙ্গে ত্যাগ করার পর থেকেই মণিপুরে জেডিইউ–এর ভূমিকা নিয়ে চর্চা শুরু হয়েছিল। নিতীশ কুমারের দল মণিপুরেও বিজেপি জোট বেরিয়ে আসবে এমন সম্ভাবনার কথাই বলেছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু তার আগেই দলের এক মুসলিম বিধায়কসহ ৫ জন যোগ দিলেন বিজেপিতে। মণিপুর বিধানসভার স্পিকার সত্যব্রত সিং শনিবার তাঁদের দলবদলকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন।
তবে জেডিইউ বিধায়ক আবদুল নাসির অবশ্য জানিয়েছেন, তিনি দলত্যাগ করছেন না। জেডিইউ বিজেপির সঙ্গে ত্যাগ করার আগেই অবশ্য উত্তর পূর্বাঞ্চলের আরেক রাজ্য অরুণাচল প্রদেশের ৭ বিধায়কের ৬ জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। দলত্যাগের পর অপরজনও বিজেপিতে চলে যান। এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে শনিবার দলের কার্যকরী কমিটির বৈঠকে বসেন নিতীশ কুমার। সেখানে স্লোগান ওঠে, ‘দেশ কা নেতা ক্যায়সা হো, নিতীশ কুমার জ্যায়সা হো।’
বিহারে বিজেপির সঙ্গে জোট ভেঙে বিরোধীদের সঙ্গে জোট গড়ে নতুন সরকার গঠন করেছিলেন নিতীশ কুমার। তখন থেকেই বিজেপি বিরোধী শিবির থেকে প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে অনেকেই তাঁর নাম ভাবছিলেন। তবে বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দল ইউনাইটেডে নেতা নিতীশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ধাক্কা খেল মণিপুরে। সেখানে তাঁর দলের ৬ বিধায়কের মধ্যে ৫ জনই যোগ দিয়েছেন বিজেপিতে।
অরুণাচলেও জেডিইউ–এর ৭ বিধায়ক বিজেপিতে আগেই যোগ দিয়েছিলেন। বিহারের বাইরে নিজেদের শক্তিবৃদ্ধির বদলে শক্তি কমছে জেডিইউ–এর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বেশির ভাগ রাজ্যই অবশ্য দলবদলের জন্য সুপরিচিত। কিন্তু বিহারে দলের শীর্ষ বৈঠকের আগে মণিপুরের ঘটনা কিছুটা হলেও হতাশ করেছে জেডিইউ–এর নেতাদের। যেন, বিহারের প্রতিশোধ মণিপুরে নিয়ে নিল বিজেপি।
বিহারে বিজেপির সঙ্গে ত্যাগ করার পর থেকেই মণিপুরে জেডিইউ–এর ভূমিকা নিয়ে চর্চা শুরু হয়েছিল। নিতীশ কুমারের দল মণিপুরেও বিজেপি জোট বেরিয়ে আসবে এমন সম্ভাবনার কথাই বলেছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু তার আগেই দলের এক মুসলিম বিধায়কসহ ৫ জন যোগ দিলেন বিজেপিতে। মণিপুর বিধানসভার স্পিকার সত্যব্রত সিং শনিবার তাঁদের দলবদলকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন।
তবে জেডিইউ বিধায়ক আবদুল নাসির অবশ্য জানিয়েছেন, তিনি দলত্যাগ করছেন না। জেডিইউ বিজেপির সঙ্গে ত্যাগ করার আগেই অবশ্য উত্তর পূর্বাঞ্চলের আরেক রাজ্য অরুণাচল প্রদেশের ৭ বিধায়কের ৬ জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। দলত্যাগের পর অপরজনও বিজেপিতে চলে যান। এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে শনিবার দলের কার্যকরী কমিটির বৈঠকে বসেন নিতীশ কুমার। সেখানে স্লোগান ওঠে, ‘দেশ কা নেতা ক্যায়সা হো, নিতীশ কুমার জ্যায়সা হো।’
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা রায়ান বর্গওয়ার্ট। সম্প্রতি এই কায়াকার নিজের ডুবে যাওয়ার নাটক সাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রায়ান বর্তমানে পূর্ব ইউরোপের কোথাও জীবিত আছেন।
৬ মিনিট আগেগাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ছয়টি মহাদেশের ১২৪টি দেশে তাঁরা আটক হতে পারেন।
৩৩ মিনিট আগেকলকাতার মেট্রোরেলে এক নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলতে জোরাজুরি করেছেন আরেক নারী। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে হিন্দিতে কথা বলতে না পারা নারীকে ‘বাংলাদেশি’ বলেও তাচ্ছিল্য করা হয়েছে।
১ ঘণ্টা আগেভারতের বিশেষ করে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় পরিবারগুলোর সন্তান দেখাশোনার কাজ বেছে নিচ্ছেন। প্রতি ঘণ্টা ১৩ থেকে ১৮ ডলার পান তাঁরা। তবে এই সম্মানী এলাকা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। অনেক পরিবার বেবি সিটারদের থাকা–খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে।
২ ঘণ্টা আগে