অনলাইন ডেস্ক
ভারতের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ইনডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মুম্বাই থেকে গুয়াহাটিগামী ১৭৮ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি দীর্ঘ সময় এই বিমানবন্দরে অবস্থান করে।
আজ শনিবার ভারতীয় সময় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে এমনটি ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইনডিগো কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইনডিগোর বিবৃতিতে বলা হয়েছে, মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগোর ৬ই ৫৩১৯ ফ্লাইটটি বৈরী আবহাওয়ার কারণে ঢাকার দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
এদিকে ওই উড়োজাহাজের যাত্রীদের পাসপোর্ট না থাকায় আন্তর্জাতিক সীমানা অতিক্রমের নীতি অনুযায়ী নামার অনুমতি পায়নি। ফলে যাত্রীদের পুরো সময় উড়োজাহাজের ভেতরেই অবস্থান করতে হয়।
ফ্লাইটটির যাত্রীরা এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।
মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর লিখেছেন, ‘মুম্বাই থেকে গুয়াহাটিতে যাচ্ছিলাম। ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। এখন সব যাত্রী পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অবস্থান করছেন। উড়োজাহাজের ভেতরেই বসে আছি আমরা।
সেই সঙ্গে ইনডিগো কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল টুইটারে এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারতের গুয়াহাটিতে বৈরী আবহাওয়ার জন্য ইনডিগো এয়ারলাইনসের একটি বিমান ফ্লাইট ডাইভার্ট হয়ে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি ঢাকায় পাঁচ ঘণ্টা অবস্থান করে। পরে গুয়াহাটির আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ১০টা ৫০ মিনিটে বিমানটি ঢাকা থেকে আবার গুয়াহাটিতে ফেরত যায়।’
ভারতের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ইনডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মুম্বাই থেকে গুয়াহাটিগামী ১৭৮ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি দীর্ঘ সময় এই বিমানবন্দরে অবস্থান করে।
আজ শনিবার ভারতীয় সময় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে এমনটি ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইনডিগো কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইনডিগোর বিবৃতিতে বলা হয়েছে, মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগোর ৬ই ৫৩১৯ ফ্লাইটটি বৈরী আবহাওয়ার কারণে ঢাকার দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
এদিকে ওই উড়োজাহাজের যাত্রীদের পাসপোর্ট না থাকায় আন্তর্জাতিক সীমানা অতিক্রমের নীতি অনুযায়ী নামার অনুমতি পায়নি। ফলে যাত্রীদের পুরো সময় উড়োজাহাজের ভেতরেই অবস্থান করতে হয়।
ফ্লাইটটির যাত্রীরা এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।
মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর লিখেছেন, ‘মুম্বাই থেকে গুয়াহাটিতে যাচ্ছিলাম। ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। এখন সব যাত্রী পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অবস্থান করছেন। উড়োজাহাজের ভেতরেই বসে আছি আমরা।
সেই সঙ্গে ইনডিগো কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল টুইটারে এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারতের গুয়াহাটিতে বৈরী আবহাওয়ার জন্য ইনডিগো এয়ারলাইনসের একটি বিমান ফ্লাইট ডাইভার্ট হয়ে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি ঢাকায় পাঁচ ঘণ্টা অবস্থান করে। পরে গুয়াহাটির আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ১০টা ৫০ মিনিটে বিমানটি ঢাকা থেকে আবার গুয়াহাটিতে ফেরত যায়।’
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
৫ মিনিট আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
২৮ মিনিট আগেলাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত অ্যালকোহল সেবনে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
১ ঘণ্টা আগেদখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
২ ঘণ্টা আগে