অনলাইন ডেস্ক
ভারতের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ইনডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মুম্বাই থেকে গুয়াহাটিগামী ১৭৮ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি দীর্ঘ সময় এই বিমানবন্দরে অবস্থান করে।
আজ শনিবার ভারতীয় সময় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে এমনটি ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইনডিগো কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইনডিগোর বিবৃতিতে বলা হয়েছে, মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগোর ৬ই ৫৩১৯ ফ্লাইটটি বৈরী আবহাওয়ার কারণে ঢাকার দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
এদিকে ওই উড়োজাহাজের যাত্রীদের পাসপোর্ট না থাকায় আন্তর্জাতিক সীমানা অতিক্রমের নীতি অনুযায়ী নামার অনুমতি পায়নি। ফলে যাত্রীদের পুরো সময় উড়োজাহাজের ভেতরেই অবস্থান করতে হয়।
ফ্লাইটটির যাত্রীরা এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।
মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর লিখেছেন, ‘মুম্বাই থেকে গুয়াহাটিতে যাচ্ছিলাম। ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। এখন সব যাত্রী পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অবস্থান করছেন। উড়োজাহাজের ভেতরেই বসে আছি আমরা।
সেই সঙ্গে ইনডিগো কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল টুইটারে এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারতের গুয়াহাটিতে বৈরী আবহাওয়ার জন্য ইনডিগো এয়ারলাইনসের একটি বিমান ফ্লাইট ডাইভার্ট হয়ে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি ঢাকায় পাঁচ ঘণ্টা অবস্থান করে। পরে গুয়াহাটির আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ১০টা ৫০ মিনিটে বিমানটি ঢাকা থেকে আবার গুয়াহাটিতে ফেরত যায়।’
ভারতের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ইনডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মুম্বাই থেকে গুয়াহাটিগামী ১৭৮ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি দীর্ঘ সময় এই বিমানবন্দরে অবস্থান করে।
আজ শনিবার ভারতীয় সময় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে এমনটি ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইনডিগো কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইনডিগোর বিবৃতিতে বলা হয়েছে, মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগোর ৬ই ৫৩১৯ ফ্লাইটটি বৈরী আবহাওয়ার কারণে ঢাকার দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
এদিকে ওই উড়োজাহাজের যাত্রীদের পাসপোর্ট না থাকায় আন্তর্জাতিক সীমানা অতিক্রমের নীতি অনুযায়ী নামার অনুমতি পায়নি। ফলে যাত্রীদের পুরো সময় উড়োজাহাজের ভেতরেই অবস্থান করতে হয়।
ফ্লাইটটির যাত্রীরা এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।
মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর লিখেছেন, ‘মুম্বাই থেকে গুয়াহাটিতে যাচ্ছিলাম। ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। এখন সব যাত্রী পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অবস্থান করছেন। উড়োজাহাজের ভেতরেই বসে আছি আমরা।
সেই সঙ্গে ইনডিগো কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল টুইটারে এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারতের গুয়াহাটিতে বৈরী আবহাওয়ার জন্য ইনডিগো এয়ারলাইনসের একটি বিমান ফ্লাইট ডাইভার্ট হয়ে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি ঢাকায় পাঁচ ঘণ্টা অবস্থান করে। পরে গুয়াহাটির আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ১০টা ৫০ মিনিটে বিমানটি ঢাকা থেকে আবার গুয়াহাটিতে ফেরত যায়।’
গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে কাতারে কয়েকটি দেশের মধ্যস্থতায় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভাও চুক্তির অনুমোদন দিয়েছে। কিন্তু তবুও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২৩ জন। আর এতে নিহতের সংখ্যা বেড়ে প্রায়...
১১ মিনিট আগেদীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসন অবশেষে শেষ হতে যাচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে আজ স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় অর্থাৎ বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজায় যুদ্ধবিরতি আজ রোববার স্থানীয় সময় সকাল
২৮ মিনিট আগেযুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৮ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৮ ঘণ্টা আগে