কলকাতা প্রতিনিধি
করোনার বিধিনিষেধ ভুলে কলকাতাসহ গোটা ভারত মেতে উঠেছে দুর্গাপূজায়। আজ বুধবার অষ্টমীর রাত যত গভীর হচ্ছে, তত বাড়ছে পূজা দেখার ভিড়। অষ্টমীর রাত মানেই জমজমাট পশ্চিমবঙ্গ। সকালে পুষ্পাঞ্জলি দিয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে ঠাকুর দেখার পালা।
চিকিৎসকদের আশঙ্কা, ভিড়ের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়তে পারে করোনার সংক্রমণ।
সরেজমিনে দেখা গেছে, করোনার বিধিনিষেধ উপেক্ষা করেই কলকাতা ও আশপাশ এলাকার মানুষ দুর্গাপূজায় মেতে উঠেছেন। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। ট্রেনে-বাসে চড়ার উপায় নেই। কলকাতার বাইরের শহরগুলোতেও দেখা গেছে একই চিত্র।
কলকাতায় বড় আকর্ষণ দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে উত্তর কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফা। নতুন নতুন পোশাকে তরুণের দল নানা সাজে সজ্জিত হয়ে ভিড় করছেন অসাধারণ এই স্থাপত্য দেখতে।
দক্ষিণে রাজ্যের প্রবীণ মন্ত্রী সুব্রত মুখার্জির এক ডালি এভারগ্রিন ক্লাবের সাবেকি প্রতিমা দেখতেও ভিড় করছেন প্রচুর মানুষ। দূর-দুরন্ত থেকে লোকে আসছেন প্রতিমার পাশাপাশি প্যান্ডেল ও আলোর বাহার দেখতে।
পশ্চিমবঙ্গের দুর্গা আসলে উৎসব। ধর্মীয় উন্মাদনা নেই বললেই চলে। সর্বজনীন উৎসব। তাই উৎসবের সব ধর্মের মানুষই শামিল হন। এমনকি পশ্চিমবঙ্গের বহু দুর্গাপূজার মূল উদ্যোক্তা মুসলমানও রয়েছেন। যেমন চেতলা অগ্রণী ক্লাব। এখানকার নামকরা পুজোর মূল উদ্যোক্তা ফিরহাদ হাকিম। বর্তমানে কলকাতার ভারপ্রাপ্ত মহা নাগরিক এবং রাজ্যের পরিবহন মন্ত্রী। তাঁর রাজনৈতিক উত্থানও এই দুর্গাপূজাকে কেন্দ্র করেই।
রামকৃষ্ণ মিশনের সাধুরা জাতপাত মানেন না। তাঁদের পূজাতে ভিন্ন ধর্মাবলম্বীদের অবাধ আমন্ত্রণ। বুধবার মহাষ্টমীর দিন হুগলি জেলার চুঁচুড়ায় ঝিঙেপাড়ার সারদা রামকৃষ্ণ সেবাশ্রম সম্প্রীতির অসাধারণ ছবি তুলে ধরে। আট বছরের মুসলিম কিশোরী সাহেবা খাতুনকে তারা কুমারী রূপে পুজো করেন। এর আগে চার বছর ধরে তার দিদিকেও পুজো করেছেন মহারাজরা। মহারাজদের মতে, ধর্মের কোনো বিভেদ নেই তাঁদের কাছে। রামকৃষ্ণের মতোই তাঁদের ধর্ম।
শুধু কলকাতাই নয়, ভারতের প্রায় প্রতি রাজ্যেই মহাধূমধাম করে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। দিল্লি, মুম্বাই, চেন্নাই ছাড়াও আসাম, ত্রিপুরার বাঙালিরাও মেতে উঠেছেন দুর্গা পূজায়। উৎসবের হাত ধরে ভিড় হচ্ছে সব জায়গাতেই। তাই বাড়ছে করোনার আশঙ্কা।
করোনার বিধিনিষেধ ভুলে কলকাতাসহ গোটা ভারত মেতে উঠেছে দুর্গাপূজায়। আজ বুধবার অষ্টমীর রাত যত গভীর হচ্ছে, তত বাড়ছে পূজা দেখার ভিড়। অষ্টমীর রাত মানেই জমজমাট পশ্চিমবঙ্গ। সকালে পুষ্পাঞ্জলি দিয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে ঠাকুর দেখার পালা।
চিকিৎসকদের আশঙ্কা, ভিড়ের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়তে পারে করোনার সংক্রমণ।
সরেজমিনে দেখা গেছে, করোনার বিধিনিষেধ উপেক্ষা করেই কলকাতা ও আশপাশ এলাকার মানুষ দুর্গাপূজায় মেতে উঠেছেন। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। ট্রেনে-বাসে চড়ার উপায় নেই। কলকাতার বাইরের শহরগুলোতেও দেখা গেছে একই চিত্র।
কলকাতায় বড় আকর্ষণ দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে উত্তর কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফা। নতুন নতুন পোশাকে তরুণের দল নানা সাজে সজ্জিত হয়ে ভিড় করছেন অসাধারণ এই স্থাপত্য দেখতে।
দক্ষিণে রাজ্যের প্রবীণ মন্ত্রী সুব্রত মুখার্জির এক ডালি এভারগ্রিন ক্লাবের সাবেকি প্রতিমা দেখতেও ভিড় করছেন প্রচুর মানুষ। দূর-দুরন্ত থেকে লোকে আসছেন প্রতিমার পাশাপাশি প্যান্ডেল ও আলোর বাহার দেখতে।
পশ্চিমবঙ্গের দুর্গা আসলে উৎসব। ধর্মীয় উন্মাদনা নেই বললেই চলে। সর্বজনীন উৎসব। তাই উৎসবের সব ধর্মের মানুষই শামিল হন। এমনকি পশ্চিমবঙ্গের বহু দুর্গাপূজার মূল উদ্যোক্তা মুসলমানও রয়েছেন। যেমন চেতলা অগ্রণী ক্লাব। এখানকার নামকরা পুজোর মূল উদ্যোক্তা ফিরহাদ হাকিম। বর্তমানে কলকাতার ভারপ্রাপ্ত মহা নাগরিক এবং রাজ্যের পরিবহন মন্ত্রী। তাঁর রাজনৈতিক উত্থানও এই দুর্গাপূজাকে কেন্দ্র করেই।
রামকৃষ্ণ মিশনের সাধুরা জাতপাত মানেন না। তাঁদের পূজাতে ভিন্ন ধর্মাবলম্বীদের অবাধ আমন্ত্রণ। বুধবার মহাষ্টমীর দিন হুগলি জেলার চুঁচুড়ায় ঝিঙেপাড়ার সারদা রামকৃষ্ণ সেবাশ্রম সম্প্রীতির অসাধারণ ছবি তুলে ধরে। আট বছরের মুসলিম কিশোরী সাহেবা খাতুনকে তারা কুমারী রূপে পুজো করেন। এর আগে চার বছর ধরে তার দিদিকেও পুজো করেছেন মহারাজরা। মহারাজদের মতে, ধর্মের কোনো বিভেদ নেই তাঁদের কাছে। রামকৃষ্ণের মতোই তাঁদের ধর্ম।
শুধু কলকাতাই নয়, ভারতের প্রায় প্রতি রাজ্যেই মহাধূমধাম করে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। দিল্লি, মুম্বাই, চেন্নাই ছাড়াও আসাম, ত্রিপুরার বাঙালিরাও মেতে উঠেছেন দুর্গা পূজায়। উৎসবের হাত ধরে ভিড় হচ্ছে সব জায়গাতেই। তাই বাড়ছে করোনার আশঙ্কা।
জোর করে নিরামিষ খাওয়াতেন প্রেমিক, সইতে না পেরে পাইলটের ‘আত্মহত্যা’—এয়ার ইন্ডিয়ার নারী পাইলট সৃষ্টি তুলি আত্মহত্যা করেছেন। প্রেমিক আদিত্য পণ্ডিতের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।"
৪২ মিনিট আগেআদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন অভিযোগ নিয়ে আলোচনাকে কেন্দ্র করে ভারতের সংসদের নিম্নকক্ষ টানা দ্বিতীয় দিনের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দেশটির সংসদে আদানির ঘুষ-কাণ্ড নিয়ে বাগ্বিতণ্ডার সৃষ্টি হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহে মার্কিন কর্তৃপক্ষ গৌতম আদানি, তাঁর ভাতিজা ও আদানি গ্রিনের
২ ঘণ্টা আগেসম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক গড়ার এক পর্যায়ে তিক্ততা তৈরি হলে পুরুষ সঙ্গীর বিরুদ্ধে নারীদের ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের’ মামলা করার চলমান প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এক আপিল নিষ্পত্তি করে রায় দেওয়ার সময় এই পর্যবেক্ষণ তুলে ধরেন সর্বোচ্চ আদালত। আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম
৩ ঘণ্টা আগেপ্রায় তিন দশক কারাগারে ছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাইকেল সুলিভান। জেলে থাকা অবস্থায় তাঁর মা এবং চার ভাইবোন মারা গেছেন। জীবন থেকে চলে গেছেন প্রেমিকাও। আর কারাগারের ভেতর তিনি একাধিকবার মারাত্মক আক্রমণেরও শিকার হয়েছেন।
৩ ঘণ্টা আগে