Ajker Patrika

মোদির মানহানি: রাহুল গান্ধীর জামিন, দণ্ড স্থগিত

অনলাইন ডেস্ক
মোদির মানহানি: রাহুল গান্ধীর জামিন, দণ্ড স্থগিত

জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করার দায়ে মানহানির মামলায় তাকে জামিন দিল সুরাটের দায়রা আদালত। আপাতত তাঁর সাজা স্থগিত করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এমটাই বলা হয়েছে। 

এর আগে এই মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের সাজার নির্দেশ দিয়েছিল সুরাটরই ম্যাজিস্ট্রেট আদালত। তখন জামিন আবেদন করলে তাকে ৩০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদালতের এই রায়ের পরে পরবর্তী শুনানি পর্যন্ত রাহুলের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে না। পরবর্তী শুনানি ১৩ এপ্রিল। 

এদিকে, রাহুলের বিরুদ্ধে মামলার বাদী বিজেপি বিধায়ক পূর্ণেশকে আগামী ১০ এপ্রিলের মধ্যে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

এর আগে রাহুল গান্ধীর আপিল নিয়ে কটাক্ষ করেছেন দেশটির আইনমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করার জন্য কাউকে সশরীরে উপস্থিত থাকতে হয় না। আদালতে যাওয়া রাহুলের ‘নাটক’ ছাড়া অন্য কিছু নয়। একই সঙ্গে রাহুলের আচরণকে ‘শিশুসুলভ’ বলে কটাক্ষ করেন মন্ত্রী। আদালতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত