অনলাইন ডেস্ক
ভারতের ক্ষমতাসীন বিজেপির বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া দেশটির ৯টি রাজ্যের ১৩ বিধানসভা আসনের উপনির্বাচনে ভূমিধস জয়ের পথে আছে। এরই মধ্যে ইন্ডিয়ার জোটের কংগ্রেস ও শরিকেরা ১৩ আসনের মধ্যে ৮টি আসনে জয়লাভ করেছে এবং দুটি আসনে এগিয়ে আছে। বাকি মাত্র দুটি আসনে জয় পেয়েছে বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ইন্ডিয়া জোটের অংশীদার কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম এই ১৩টি আসনে প্রার্থী দিয়েছিল। গত বুধবার পাঞ্জাব, হিমাচল, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, বিহার ও তামিলনাড়ুর ১৩টি আসনে বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। যার গণনা হলো আজ শনিবার।
পাঞ্জাবে আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত জলন্ধর পশ্চিম আসনে ২৩ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা আসনে জিতেছেন, এই রাজ্যে বিজেপি পেয়েছেন মাত্র দুটি। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর দেরা আসন থেকে নির্বাচনে জিতেছেন। রাজ্যের নালাগড় আসনে এগিয়ে কংগ্রেস তবে হামিরপুরে বিজেপির আশিস শর্মা এগিয়ে আছেন।
তামিলনাড়ুর বিক্রভান্দি বিধানসভা আসনে ৫৮ হাজার ৭৮৫ ভোটে এগিয়ে আছেন আন্নিয়ুর সিভা। উত্তরাখণ্ডে কংগ্রেস প্রার্থীরা বদ্রিনাথ ও মঙ্গলৌর উভয় আসনেই এগিয়ে আছেন। অন্যদিকে মধ্যপ্রদেশে, অমরওয়ার আসনে এগিয়ে রয়েছেন বিজেপির কমলেশ প্রতাপ শাহি। বিহারে জেডি (ইউ)—এর কালাধর প্রসাদ মণ্ডল রূপাউলি আসনে স্বতন্ত্র প্রার্থীর পেছনে রয়েছে।
এই উপনির্বাচনগুলো ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর প্রথম। মে-জুন মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসনে জয়লাভ করে। তবে দলটি একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২টি আসনের চেয়ে ৩২টি আসন কম পেয়েছিল। তবে বিজেপির এনডিএ অবশ্য মোট ২৯৩টি আসন পেয়েছে এবং কংগ্রেসে নেতৃত্বে ইন্ডিয়া জোট ২৩২টি আসন পেয়েছে।
ভারতের ক্ষমতাসীন বিজেপির বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া দেশটির ৯টি রাজ্যের ১৩ বিধানসভা আসনের উপনির্বাচনে ভূমিধস জয়ের পথে আছে। এরই মধ্যে ইন্ডিয়ার জোটের কংগ্রেস ও শরিকেরা ১৩ আসনের মধ্যে ৮টি আসনে জয়লাভ করেছে এবং দুটি আসনে এগিয়ে আছে। বাকি মাত্র দুটি আসনে জয় পেয়েছে বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ইন্ডিয়া জোটের অংশীদার কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম এই ১৩টি আসনে প্রার্থী দিয়েছিল। গত বুধবার পাঞ্জাব, হিমাচল, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, বিহার ও তামিলনাড়ুর ১৩টি আসনে বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। যার গণনা হলো আজ শনিবার।
পাঞ্জাবে আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত জলন্ধর পশ্চিম আসনে ২৩ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা আসনে জিতেছেন, এই রাজ্যে বিজেপি পেয়েছেন মাত্র দুটি। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর দেরা আসন থেকে নির্বাচনে জিতেছেন। রাজ্যের নালাগড় আসনে এগিয়ে কংগ্রেস তবে হামিরপুরে বিজেপির আশিস শর্মা এগিয়ে আছেন।
তামিলনাড়ুর বিক্রভান্দি বিধানসভা আসনে ৫৮ হাজার ৭৮৫ ভোটে এগিয়ে আছেন আন্নিয়ুর সিভা। উত্তরাখণ্ডে কংগ্রেস প্রার্থীরা বদ্রিনাথ ও মঙ্গলৌর উভয় আসনেই এগিয়ে আছেন। অন্যদিকে মধ্যপ্রদেশে, অমরওয়ার আসনে এগিয়ে রয়েছেন বিজেপির কমলেশ প্রতাপ শাহি। বিহারে জেডি (ইউ)—এর কালাধর প্রসাদ মণ্ডল রূপাউলি আসনে স্বতন্ত্র প্রার্থীর পেছনে রয়েছে।
এই উপনির্বাচনগুলো ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর প্রথম। মে-জুন মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসনে জয়লাভ করে। তবে দলটি একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২টি আসনের চেয়ে ৩২টি আসন কম পেয়েছিল। তবে বিজেপির এনডিএ অবশ্য মোট ২৯৩টি আসন পেয়েছে এবং কংগ্রেসে নেতৃত্বে ইন্ডিয়া জোট ২৩২টি আসন পেয়েছে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
২ মিনিট আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৬ মিনিট আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৪ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে