সাক্ষাৎকার

ঈশ্বর আমাকে বিশেষ উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছেন: মোদি

Thumbnail Image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, স্বয়ং ঈশ্বর তাঁকে বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। তিনি বলেছেন, পরমাত্মা বা ঈশ্বর তাঁকে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পাঠিয়েছেন এবং সেই উদ্দেশ্য বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তিনি কাজ করে যাবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই দাবি করেছেন। 

নরেন্দ্র মোদি বলেন, ‘আপনি এমন লোকদের খুঁজে পাবেন, আমার ব্যাপারে কথা বলার সময় সবচেয়ে খারাপ শব্দটাই ব্যবহার করে। আবার আপনি এমন মানুষও খুঁজে পাবেন, যারা ভালো অভিব্যক্তি প্রকাশ করে আমার ব্যাপারে। এ ক্ষেত্রে আমার দায়িত্ব হলো এটি নিশ্চিত করা যে, যারা আমার ওপর আস্থা রাখে, তারা যেন আঘাতপ্রাপ্ত বা হতাশ না হয়।’ 

পরমাত্মা তথা ঈশ্বর তাঁকে বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন উল্লেখ করে মোদি বলেন, ‘কেউ কেউ আমাকে পাগল বলতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে পরমাত্মা (ঈশ্বর) আমাকে একটি উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন। একবার উদ্দেশ্য পূরণ হয়ে গেলে আমার কাজও শেষ হয়ে যাবে। এ কারণে আমি নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছি।’ 

এ সময় মোদি বলেন, ঈশ্বরই তাঁকে প্রচুর কাজ করার জন্য পথনির্দেশনা দেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু না উল্লেখ করে বলেন, ‘তিনি (ঈশ্বর) কখনোই তাঁর রহস্য প্রকাশ করেন না, শুধু আমাকে দিয়ে কাজ করিয়ে নেন এবং এরপর কী হবে, তা জানার জন্য আমি তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারি না।’ 

এ সময় মোদি জানান, বিরোধী নেতারা তাঁকে ক্রমাগত বাচিক আক্রমণ করে গেলেও তিনি তাঁদের শত্রু হিসেবে গণ্য করেন না। তিনি বলেন, তাঁর লক্ষ্য হলো ভারতকে এগিয়ে নিয়ে যেতে বিরোধী নেতাদের সঙ্গে কাজ করা। তিনি বলেন, ‘আমি কখনোই তাঁদের চ্যালেঞ্জ করি না এবং আমি তাঁদের সঙ্গে নিয়ে যেতে চাই। আমি কাউকে অবমূল্যায়ন করি না। তাঁরা ৬০-৭০ বছর ক্ষমতায় ছিল। তারা যে ভালো কাজগুলো করেছে, আমি তা থেকে শিক্ষা নিতে চাই।’ 

মোদি আরও বলেন, ‘আমি পুরোনো মানসিকতা থেকে মুক্তি পেতে চাই। আঠারো শতকে তৈরি করা ঐতিহ্য ও আইন আমরা একুশ শতকে ভারতের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। আমি সংস্কার, সংগঠন এবং রূপান্তরের মাধ্যমে পরিবর্তন আনতে চাই।’ 

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনকে দেওয়া সাক্ষাৎকারেও মোদি দাবি করেছিলেন, আর পাঁচজন স্বাভাবিক মানুষের মতো জৈবিক প্রক্রিয়ায় তাঁর জন্ম হয়নি। তাঁকে স্বয়ং ঈশ্বর পাঠিয়েছেন। তবে বিষয়টি একান্তই তাঁর নিজের ভাবনা বলেও জানিয়েছেন তিনি।

ক্ষমতাসীন বিজেপির অন্দরমহলেও এমন কথা প্রচলিত আছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিদিন টানা ১৬ থেকে ১৭ ঘণ্টা কাজ করেন। বর্তমানে ভারতের চলমান লোকসভা নির্বাচনের প্রচারণায়ও মোদির উদ্যম চোখে পড়ার মতো। কাজের এমন শক্তির রহস্য কোথায়—মোদির কাছে এক সাক্ষাৎকারে জানতে চেয়েছিল নিউজ-এইটিন।

ঠিক তখনই নিজেকে নিয়ে নিজের ভাবনার কথা জানান মোদি। সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মা যত দিন বেঁচে ছিলেন, আমার মনে হতো হয়তো জৈবিকভাবেই আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত, ভগবান আমাকে পাঠিয়েছেন। আমার মধ্যে যে শক্তি রয়েছে, তা সাধারণভাবে জন্ম নেওয়া কোনো মানুষের থাকতে পারে না!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত