অনলাইন ডেস্ক
আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনেই বিয়ের মঞ্চে কনেকে চুমু খেয়েছেন ভারতের উত্তর প্রদেশের এক বর। এ ঘটনার জের ধরে পরে ওই বিয়েবাড়ি রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় আহত হয় দুই পরিবারের ছয় সদস্য এবং আটক করা হয় সাতজনকে।
আজ বৃহস্পতিবার এনডিটিভি জানিয়েছে, গত সোমবার আলোচিত এই বিয়েটি অনুষ্ঠিত হয়েছে উত্তর প্রদেশের হাপুর এলাকার অশোকনগরে। বিয়ের মঞ্চে নানা আনুষ্ঠানিকতার একপর্যায়ে মালাবদল করছিলেন বর-কনে। এ সময়ই কনেকে চুমু খান বর।
প্রতিবেদনে বলা হয়েছে, বরের আকস্মিক এমন কাণ্ডের পরপরই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়ে যায়। পরিস্থিতির এমন অবনতি হয় যে কনের পরিবারের লোকেরা লাঠিসোঁটা নিয়ে মঞ্চে ওঠে বরের পরিবারের লোকজনকে মারধর শুরু করেন। মারামারিতে শেষ পর্যন্ত কনের বাবাসহ দুই পরিবারের ছয়জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরে দুই পক্ষের সাতজনকে গ্রেপ্তার করে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া।
পুলিশ জানায়, কনের বাবা একই সঙ্গে দুই মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন গত সোমবার রাতে। এর মধ্যে প্রথম বিয়েটি কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়। বিবাদ বাধে দ্বিতীয় বিয়েটিতে।
কনের পরিবারের অভিযোগ, বিয়ের মঞ্চে বর জোর করেই চুমু খেয়েছেন তাদের কন্যাকে। তবে বরের পরিবার বলছে, কনের আশকারা পেয়েই তাঁকে চুমু খাওয়ার ঘটনাটি ঘটেছে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে এর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া শুরু হবে। তবে ভারতীয় অপরাধ বিধির ১৫১ ধারা অনুযায়ী, সাধারণ মানুষের শান্তি বিনষ্টের অভিযোগে দুই পক্ষের ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনেই বিয়ের মঞ্চে কনেকে চুমু খেয়েছেন ভারতের উত্তর প্রদেশের এক বর। এ ঘটনার জের ধরে পরে ওই বিয়েবাড়ি রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় আহত হয় দুই পরিবারের ছয় সদস্য এবং আটক করা হয় সাতজনকে।
আজ বৃহস্পতিবার এনডিটিভি জানিয়েছে, গত সোমবার আলোচিত এই বিয়েটি অনুষ্ঠিত হয়েছে উত্তর প্রদেশের হাপুর এলাকার অশোকনগরে। বিয়ের মঞ্চে নানা আনুষ্ঠানিকতার একপর্যায়ে মালাবদল করছিলেন বর-কনে। এ সময়ই কনেকে চুমু খান বর।
প্রতিবেদনে বলা হয়েছে, বরের আকস্মিক এমন কাণ্ডের পরপরই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়ে যায়। পরিস্থিতির এমন অবনতি হয় যে কনের পরিবারের লোকেরা লাঠিসোঁটা নিয়ে মঞ্চে ওঠে বরের পরিবারের লোকজনকে মারধর শুরু করেন। মারামারিতে শেষ পর্যন্ত কনের বাবাসহ দুই পরিবারের ছয়জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরে দুই পক্ষের সাতজনকে গ্রেপ্তার করে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া।
পুলিশ জানায়, কনের বাবা একই সঙ্গে দুই মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন গত সোমবার রাতে। এর মধ্যে প্রথম বিয়েটি কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়। বিবাদ বাধে দ্বিতীয় বিয়েটিতে।
কনের পরিবারের অভিযোগ, বিয়ের মঞ্চে বর জোর করেই চুমু খেয়েছেন তাদের কন্যাকে। তবে বরের পরিবার বলছে, কনের আশকারা পেয়েই তাঁকে চুমু খাওয়ার ঘটনাটি ঘটেছে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে এর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া শুরু হবে। তবে ভারতীয় অপরাধ বিধির ১৫১ ধারা অনুযায়ী, সাধারণ মানুষের শান্তি বিনষ্টের অভিযোগে দুই পক্ষের ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি। আজ বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউসে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, নতুন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির ধরন পশ্চিমা বিশ্বের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে। আমেরিকা, যুক্তরাষ্ট্র,
১ ঘণ্টা আগেইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাজ্য নেতৃত্ব দেবে বলে বক্তব্য দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। আজ বৃহস্পতিবার রাতে বিবিসি জানিয়েছে, লিভারপুলের একটি প্রতিরক্ষা কারখানায় শ্রমিক ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি ওই বক্তব্য দেন।
২ ঘণ্টা আগেরপ্তানি আয় চীনের অর্থনীতির একমাত্র উৎস। তাই এই শুল্ক দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্রে রপ্তানি এক-চতুর্থাংশ থেকে এক-তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে। যেহেতু চীনের রপ্তানি আয় দেশটির মোট আয়ের এক-পঞ্চমাংশ সেহেতু, ২০ শতাংশ শুল্ক আরোপ হলে তাদের পণ্যের ওপর বিদেশের চাহিদা কমে যেতে পারে এবং এতে বাণিজ্য উদ্বৃত্
২ ঘণ্টা আগেইসলাম থেকে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর প্রাণনাশের আশঙ্কায় ইরান থেকে পালিয়েছিলেন ২৭ বছর বয়সী নারী আর্টেমিস ঘাসেমজাদেহ। পরে তিনি দেশ থেকে পালিয়ে আশ্রয়ের আশায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পৌঁছান। কিন্তু আশ্রয় পাওয়ার পরিবর্তে আর্টেমিসকে হাতকড়া পরিয়ে পানামায় পাঠিয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সে
৩ ঘণ্টা আগে