Ajker Patrika

‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানে বরের নাচ, বিয়ে ভেঙে দিলেন কনের বাবা

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিয়ের আসরে বলিউডের জনপ্রিয় ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানের তালে নাচতে গিয়ে চরম বিপাকে পড়েছেন বর। বিয়ের মঞ্চে বরের নাচ দেখে খেপে গিয়ে, বিয়েই ভেঙে দিয়েছেন কনের বাবা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, এ ঘটনাটি ঘটেছে দিল্লিতে।

বন্ধুদের অনুরোধে নয়াদিল্লির এক বিয়েবাড়িতে মঞ্চে নাচতে ওঠেন বর। বলিউডের জনপ্রিয় গান ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ বাজতেই তাল মিলিয়ে নাচতে শুরু করেন তিনি। অনেক অতিথি এই মুহূর্তটা উপভোগ করছিলেন। কেউ কেউ বরকে উৎসাহ দিচ্ছিলেন। কিন্তু কনের বাবা এতে চরম ক্ষুব্ধ হন। তিনি বরকে ‘অশোভন আচরণের’ অভিযোগে অভিযুক্ত করে বিয়ে বন্ধ করে দেন।

কনের বাবা রাগান্বিত হয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেন এবং মেয়েকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এই ঘটনায় কনে কান্নায় ভেঙে পড়েন। যদিও বর কনের বাবাকে বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু এতে কোনো কাজ হয়নি।

কনের পরিবার স্পষ্ট জানিয়ে দেয়, তাদের পরিবারের মূল্যবোধের পরিপন্থী আচরণের কারণে এই সম্পর্ক আর এগোবে না।

মুহূর্তেই এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বরকে সমর্থন করে এটিকে ‘মজার মুহূর্ত’ হিসেবে দেখছেন। আবার অনেকেই কনের বাবার অবস্থানকেও যথার্থ বলে মন্তব্য করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

ভারতে এয়ারটেলের সঙ্গে চুক্তি করল স্টারলিংক, বাংলাদেশে সেবা দেবে কোন কোম্পানি

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত