Ajker Patrika

অ্যাডিনোভাইরাসের আতঙ্ক কলকাতায়, বাড়তি সতর্কতা জারি

কলকাতা প্রতিনিধি
অ্যাডিনোভাইরাসের আতঙ্ক কলকাতায়, বাড়তি সতর্কতা জারি

করোনাভাইরাসের দাপট কমলেও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অ্যাডিনোভাইরাসের দাপট বেড়েই চলেছে। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। গতকাল বুধবার সকালে শহরের দুটি সরকারি হাসপাতালে চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১ দিনের একটি শিশুও রয়েছে।

শনিবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরের হাসপাতালে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যেকেরই বয়স দুই বছরের নিচে। মঙ্গলবার সকালে মেডিকেল কলেজে যে শিশুটির মৃত্যু হয়, তার বয়স ছয় মাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আক্রান্ত হয়েছে হাজার হাজার শিশু।
জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যে। বলা হচ্ছে, অ্যাডিনোভাইরাসের উপসর্গ হলো—জ্বর, বমি, পেটে ব্যথা ও শ্বাসকষ্ট। 
অ্যাডিনোভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যেই জারি করা হয়েছে বাড়তি সতর্কতা।

রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, প্রতিটি হাসপাতালে ২৪ ঘণ্টা জরুরি বিভাগ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া করোনার জন্য গড়ে তোলা অবকাঠামো ও কেনা ভেন্টিলেটরগুলো অ্যাডিনোভাইরাসে আক্রান্ত রোগীর জন্য ব্যবহার করতে বলা হয়েছে। শিশু শিক্ষার্থীদের বিদ্যালয় ছুটির ঘোষণা দেওয়ার কথাও ভাবছে সরকার। এখনই উপস্থিতির হার কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত