ভারত-অস্ট্রেলিয়ার খেলা দেখার সময় টিভি বন্ধ করায় ছেলেকে খুন করেন বাবা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৮: ৩৩
Thumbnail image

ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার খেলার সময় ক্রিকেট উন্মাদনায় মেতেছিল ভারতবাসী। গত রোববারের এই ফাইনালের সময় ভারতের উত্তরপ্রদেশের এক ব্যক্তি খেলা দেখায় এতটাই মগ্ন ছিলেন যে ম্যাচ চলাকালে টেলিভিশন বন্ধ করায় তিনি নিজের ছেলেকে হত্যা করেছেন। 

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গণেশ প্রসাদ রাজ্যের কানপুরে নিজ বাড়িতে টিভিতে ম্যাচটি দেখছিলেন। এ সময় তাঁর ছেলে দীপক প্রথমে তাঁকে রাতের খাবার রান্না করার জন্য অনুরোধ করেন। বাবা অনুরোধে কর্ণপাত না করলে দীপক টিভি বন্ধ করে দেয়, এতে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। 

পুলিশ জানিয়েছে, একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায় এবং মদ্যপ গণেশ মোবাইল চার্জার দিয়ে নিজের ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মরদেহটি সিঁড়িতে পড়ে থাকতে দেখে এক আত্মীয় পুলিশে খবর দেয়। গতকাল সোমবার কানপুর পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। 

ক্রিকেট ম্যাচ দেখা নিয়ে বিরোধের জের ধরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। 

চাকেরি থানার ভারপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার (এসিপি) ব্রিজ নারায়ণ সিং বলেন, হত্যাকাণ্ডে মোবাইল চার্জারের তার ব্যবহার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

পুলিশ জানিয়েছে, বাবা-ছেলে প্রায়ই মাতাল হয়ে একে অপরের সঙ্গে ঝগড়া করত। গত সপ্তাহে দীপক তাঁকে মারধর করলে মা বাড়ি থেকে চলে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত