লোকসভা নির্বাচন: পশ্চিমবঙ্গসহ ৬ রাজ্যে বিশেষ পর্যবেক্ষক, নজরদারি জোরদার 

কলকাতা সংবাদদাতা
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১০: ২৫
Thumbnail image

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গসহ দেশটির ছয় রাজ্যে নজরদারি জোরদার করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন ছয় রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগের কথা জানিয়েছে। এ ছাড়া পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশনের এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। 

পশ্চিমবঙ্গ ছাড়া বিহার, ওডিশা, অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে আপাতত বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এর মধ্যে চার রাজ্যেই প্রথম দফা, অর্থাৎ ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের ভোট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বিশেষ পর্যবেক্ষক হচ্ছেন সাবেক আমলা অলোক সিনহা। আর বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক পুলিশ কর্মকর্তা অনিল কুমার শর্মাকে। 

কমিশন বলেছে, পর্যবেক্ষকেরা সংশ্লিষ্ট রাজ্যের কমিশনের মূল অফিসে থাকবেন। সেখান থেকে স্পর্শকাতর এলাকাগুলোয় যাবেন। সামগ্রিকভাবে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করবেন তাঁরা। যেখানে যেদিন ভোট গ্রহণ, সেসব লোকসভা কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তাদের কাজে নজরদারির দায়িত্ব এই পর্যবেক্ষকদের। 

এ ছাড়া এই পর্যবেক্ষকদের কাজ হবে নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার অপব্যবহার, অবৈধ টাকা বিতরণ, বিনা মূল্যে কাউকে কোনো উপহার দেওয়া, বিশেষ কোনো প্রতিশ্রুতি দেওয়া, মাদকদ্রব্য বিতরণসহ বিভিন্ন বিষয়ে নজর রাখা। 

এদিকে, রাজ্যগুলোর সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারির পদক্ষেপ নিচ্ছে নিরাপত্তা বাহিনী। এই পদক্ষেপের অংশ হিসেবে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যে নকশালবিরোধী অভিযান চালানো হচ্ছে। অভিযানে মধ্যপ্রদেশে মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা দুই মাওবাদী নিহত হয়েছেন। 

মধ্যপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার রাতে মধ্যপ্রদেশের কোরাঝরির জঙ্গলে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। প্রায় ঘণ্টাখানেক দুই তরফের গুলির লড়াইয়ের পর উদ্ধার হয় দুই মাওবাদীর লাশ। যার একজন ক্রান্তি নামের নারী ও দ্বিতীয় জন শের সিং। 

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই দুই মাওবাদীর মধ্যে ক্রান্তির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার অভিযোগ ছিল। অন্যদিকে গতকাল মঙ্গলবার সকালে ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে চার মাওবাদীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত