ভারতের লোকসভা নির্বাচন: প্রচণ্ড গরমে ভোটার টানতে লটারির আয়োজন

কলকাতা সংবাদদাতা
আপডেট : ০১ মে ২০২৪, ১৫: ১৬
Thumbnail image

ভারতের অধিকাংশ রাজ্যজুড়েই বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপপ্রবাহ। এরই মধ্যে অনুষ্ঠিত হচ্ছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার নির্বাচন। সারা দেশের মানুষ যখন প্রচণ্ড খরতাপে জেরবার, তখন তার প্রভাব পড়েছে লোকসভা নির্বাচনের ভোটেও। নির্বাচনের প্রথম দুই ধাপের ভোটে লক্ষ্য করা গেছে, ১৮তম লোকসভা নির্বাচনে ভোটদানের গড় হার নিম্নমুখী। 

প্রথম ও দ্বিতীয় ধাপের ভোটে ভোটার উপস্থিতির সামগ্রিক পরিসংখ্যান দেখে ভোটদানে উৎসাহ দিতে এবার মধ্যপ্রদেশের ভূপালে লটারির ব্যবস্থা করা হয়েছে। যেখানে লাকি ড্র জিতলে ভোটাররা পাবেন হিরার আংটি, টিভি, বাইক, ফ্রিজ, ল্যাপটপসহ আরও অনেক আকর্ষণীয় উপহার। 

মধ্যপ্রদেশে চার ধাপে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। আগামী ৭ মে তৃতীয় ধাপে মধ্যপ্রদেশের আট আসনে ভোট গ্রহণ হবে। প্রথম দুই ধাপে ভোটারদের ভোটদানের হারের ব্যবধান প্রায় সাড়ে ৮ শতাংশ। তাই পরবর্তী ধাপগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়াতেই ভূপাল জেলা প্রশাসনের তরফে লটারির আয়োজন করা হয়েছে। 

ভূপালে মোট ২ হাজার ৯৭টি বুথ রয়েছে। সেসব বুথে ভোটারদের জন্য মোট ছয় হাজার পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। জেলা নির্বাচনী কর্মকর্তা কৌশলেন্দ্র বিক্রম সিং জানিয়েছেন, ভোটের দিন প্রতিটি বুথে সকাল ১০টা, বেলা ৩টা ও সন্ধ্যা ৬টায়—এই তিন সময়ে তিনটি করে ‘লাকি ড্র’ করা হবে। প্রতিটি ড্র থেকে একজন করে ভোটার বেছে নেওয়া হবে। এ ছাড়া আরও অনেক বাম্পার পুরস্কারের ব্যবস্থা আছে।

মধ্যপ্রদেশের রাজধানীর জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, লটারির জন্য ভোটারদের প্রথমে একটি ফরম পূরণ করতে হবে। মোবাইল নম্বর, নাম ও ভোটার আইডি দিয়ে কুপন বক্সে সেই ফরম ফেলতে হবে। এরপর ভোটের কালি দেখালেই কেবল ভোটাররা পুরস্কার নিতে পারবেন। 

ইতিমধ্যে জেলা নির্বাচনী দপ্তর থেকে এই নিয়ে প্রচার চালানো হচ্ছে। ভূপালের নিউমার্কেট, বেশ কয়েকটি শপিং মলসহ শহরের একাধিক জায়গায় লটারির বাক্সও রাখা হয়েছে বলে জানিয়েছেন ভূপাল জেলা পঞ্চায়েতের মুখ্য নির্বাচনী কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত