ভোট চাইতে গিয়ে আক্রমণের শিকার বাবুল সুপ্রিয়

কলকাতা প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪৩

ভারতের গোয়া রাজ্যে ভোটের প্রচারণা চালাতে গিয়ে দুর্বৃত্তদের হাতে আক্রমণের শিকার হয়েছেন ভারতের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। তিনি নিজেই অভিযোগ করেছেন, তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়। কিন্তু নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় এ যাত্রায় রক্ষা পান। তাঁর অভিযোগ স্থানীয় একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে। টুইটারে বাবুল লেখেন, ‘স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এক দুর্বৃত্ত আমাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। কংগ্রেস ও বিজেপি দুই জাতীয় দলেরই সমর্থন রয়েছে তাদের ওপর। বিধানসভা নির্বাচনেও লড়ছে দলটি। কিন্তু নিরাপত্তারক্ষীদের জন্য আমি রক্ষা পেয়েছি।’ 

উল্লেখ্য, গোয়ায় ১৪ ফেব্রুয়ারি বিধানসভা ভোট। বিজেপি, কংগ্রেসসহ অন্যান্য দলের সঙ্গে তৃণমূলও এবার সেখানে প্রার্থী দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সাবেক সদস্য ও বিশিষ্ট সংগীত শিল্পী বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে এখন তৃণমূলে যোগ দিয়েছেন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত