অনলাইন ডেস্ক
দলীয় পদের জন্য নির্দিষ্ট বয়সসীমা এবং এক পরিবার থেকে একজনকেই নির্বাচনী মনোনয়ন দেওয়া হবে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস। রাজস্থানের উদয়পুরে শুরু হওয়া দলটির বিভিন্ন পর্যায়ের চার শতাধিক নেতার অংশগ্রহণে আয়োজিত ‘চিন্তন শিবিরে’ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ চার শতাধিক নেতা ‘চিন্তন শিবিরে’ যোগ দিচ্ছেন। দেশটিতে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দলটির ভরাডুবির পর দলীয় পরবর্তী কর্মসূচি নির্ধারণে ডাকা এই চিন্তন শিবিরকে কংগ্রেস নেতা অজয় মাকেন ‘বড় পরিবর্তন’ বলে আখ্যা দিয়েছেন।
কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, দলে ‘এক পরিবার, এক মনোনয়ন’ নিয়মটি ফিরিয়ে আনার বিষয়ে দলটির প্রায় সব নেতাই সম্মতি দিয়েছেন। তবে সূত্র এও জানিয়েছে, এই নিয়মের ক্ষেত্রে গান্ধী পরিবারকে রেহাই দেওয়া হতে পারে।
অজয় মাকেন বলেছেন, ‘এই নিয়ম ফিরিয়ে আনার বিষয়ে সবার সম্মতি রয়েছে।’ গান্ধী পরিবারের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে কি না, সে বিষয়ে তিনি বলেন, ‘তাঁরা গত পাঁচ বছর ধরেই রাজনীতিতে সক্রিয়। প্রিয়াঙ্কা গান্ধীও ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে দলের জন্য কাজ শুরু করেছেন।’
নতুন নেতৃত্ব প্রসঙ্গে কংগ্রেস নেতা মানিক ঠাকুর বৃহস্পতিবার এনডিটিভিকে বলেন, ‘ভারতের ৬০ শতাংশ জনগণের বয়সই ৪০ বছরের কম হওয়ায় দলে তরুণদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা হবে। এই সিদ্ধান্ত আমাদের সব দলীয় ইউনিট এবং পদে প্রতিফলিত হতে হবে।’
দলীয় পদের জন্য নির্দিষ্ট বয়সসীমা এবং এক পরিবার থেকে একজনকেই নির্বাচনী মনোনয়ন দেওয়া হবে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস। রাজস্থানের উদয়পুরে শুরু হওয়া দলটির বিভিন্ন পর্যায়ের চার শতাধিক নেতার অংশগ্রহণে আয়োজিত ‘চিন্তন শিবিরে’ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ চার শতাধিক নেতা ‘চিন্তন শিবিরে’ যোগ দিচ্ছেন। দেশটিতে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দলটির ভরাডুবির পর দলীয় পরবর্তী কর্মসূচি নির্ধারণে ডাকা এই চিন্তন শিবিরকে কংগ্রেস নেতা অজয় মাকেন ‘বড় পরিবর্তন’ বলে আখ্যা দিয়েছেন।
কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, দলে ‘এক পরিবার, এক মনোনয়ন’ নিয়মটি ফিরিয়ে আনার বিষয়ে দলটির প্রায় সব নেতাই সম্মতি দিয়েছেন। তবে সূত্র এও জানিয়েছে, এই নিয়মের ক্ষেত্রে গান্ধী পরিবারকে রেহাই দেওয়া হতে পারে।
অজয় মাকেন বলেছেন, ‘এই নিয়ম ফিরিয়ে আনার বিষয়ে সবার সম্মতি রয়েছে।’ গান্ধী পরিবারের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে কি না, সে বিষয়ে তিনি বলেন, ‘তাঁরা গত পাঁচ বছর ধরেই রাজনীতিতে সক্রিয়। প্রিয়াঙ্কা গান্ধীও ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে দলের জন্য কাজ শুরু করেছেন।’
নতুন নেতৃত্ব প্রসঙ্গে কংগ্রেস নেতা মানিক ঠাকুর বৃহস্পতিবার এনডিটিভিকে বলেন, ‘ভারতের ৬০ শতাংশ জনগণের বয়সই ৪০ বছরের কম হওয়ায় দলে তরুণদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা হবে। এই সিদ্ধান্ত আমাদের সব দলীয় ইউনিট এবং পদে প্রতিফলিত হতে হবে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
১ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
২ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনায় পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফ্লাইট অপারেশনস গ্রুপ। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের আকাশে যাত্রীবাহী বিমান চলাচল এখন আগের যেকোনো সময়ের তুলনায় নিরাপদ। তবে আন্তর্জাতিক...
২ ঘণ্টা আগেলেবাননের উদীয়মান নারী ফুটবলার সেলিন হায়দার। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু সেই স্বপ্ন এখন অনেক দূরে। ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সেলিন।
২ ঘণ্টা আগে