অনলাইন ডেস্ক
ভারতের নয়াদিল্লিতে আগামী ৮ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলন উদ্বোধন করা হবে। মূল সম্মেলন হবে ৯–১০ সেপ্টেম্বর। বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ২০টি দেশের নেতারা এ সম্মেলনে ডিজিটাল রূপান্তর, জলবায়ু অর্থায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং খাদ্য নিরাপত্তাসহ বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন এবং সমাধান বের করবেন।
তবে রাশিয়া ও চীনের মতো গুরুত্বপূর্ণ দুটি দেশের সরকারপ্রধান যোগ না দেওয়ার ঘোষণায় এ সম্মেলন অনেকখানি গুরুত্ব হারিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা এবং যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া নেতাদের তালিকা তুলে ধরেছে। এই সম্মেলনের সমান্তরালে কিছু দ্বিপক্ষীয় বৈঠক হবে বলেও ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জি-২০ সম্মেলনে অংশ নিতে দিল্লিতে পৌঁছাবেন ৭ সেপ্টেম্বর। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দিনের সম্মেলনে বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর বাইডেন ও অন্য শীর্ষ নেতারা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন। বৈশ্বিক অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন নেতারা।
সর্বশেষ খবর অনুযায়ী, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন কোভিড পজিটিভ হয়েছেন। প্রেসিডেন্ট বাইডেনেরও কোভিড পরীক্ষা করা হয়েছে। তাঁর রিপোর্ট করোনাভাইরাস নেগেটিভ এসেছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার মাধ্যমে প্রথম ভারত সফর করছেন ঋষি সুনাক।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ নিশ্চিত করেছেন তিনি দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। অ্যান্টনি এ সম্মেলন শেষে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন সফর করবেন। জি-২০ শীর্ষ সম্মেলনের আগে আলবেনিজ ভারতের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমৃদ্ধি, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব এবং স্থায়ী শান্তির ওপর জোর দিয়েছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেটওয়ার্ক (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগদান করতে ইন্দোনেশিয়া যাবেন।
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ নয়াদিল্লিতে আসন্ন জি-২০ সম্মেলনে উপস্থিতি নিশ্চিত করেছেন। ভারত সফরের আগে জার্মান রেডিও স্টেশন ডয়চে ল্যান্ড ফাঙ্ককে দেওয়া একটি সাক্ষাৎকারে শোলজ বলেন, রাশিয়া এবং চীনের মতো দেশের সরকারপ্রধানদের অনুপস্থিতি সত্ত্বেও জি-২০ শীর্ষ সম্মেলনের গুরুত্ব রয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেবেন। তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সমালোচনায় নেতৃত্ব দিতে পারেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক–ইয়ো
ইউন সুক–ইয়ো দিল্লিতে জি-২০ সম্মেলনে তাঁর উপস্থিতি নিশ্চিত করেছেন। তিনি বিশ্বনেতাদের সামনে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান উসকানি এবং পারমাণবিক হুমকির কথা তুলে ধরতে পারেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ
ইমানুয়েল মাখোঁ জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরের ৯ ও ১০ তারিখে দিল্লি অবস্থান করবেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এরপর মাখোঁ বাংলাদেশ সফর করবেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা
ভারতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আশা প্রকাশ করে এতে নরেন্দ্র মোদির সভাপতিত্বের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ভারত আফ্রিকান ইউনিয়নকে জি-২০-এর স্থায়ী সদস্য করার ব্যাপারে কথা বলে আসছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান
রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারত সফরে আসছেন। সম্মেলনে তিনি জলবায়ু পরিবর্তনসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ
আলবার্তো ফার্নান্দেজ জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু জি-২০ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। বিদেশি বিনিয়োগের প্রচার এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য বিশ্বব্যাপী পুঁজি সংগ্রহের লক্ষ্যে নিয়ে তিনি কথা বলবেন।
যেসব বিশ্বনেতা এ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-২০ সম্মেলনে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে। গ্রেপ্তার এড়াতে পুতিন বিদেশ সফর করছেন না। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও সশরীরে উপস্থিত থাকেননি। তবে ব্রিকসের মতো জি-২০ সম্মেলনেও রাশিয়ার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
পুতিনের পর চীনা প্রেসিডেন্ট সি চিন পিংও জি-২০ সম্মেলনে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন। এর মধ্যে ব্রিকস সম্প্রসারণ ও নতুন মানচিত্রের ভারতের হিমাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখানো নিয়ে চীন–ভারত উত্তেজনা এখন তুঙ্গে।
তবে চীনের প্রতিনিধি হিসেবে জি-২০ সম্মেলনে উপস্থিত থাকবেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।
২০০৮ সালে থেকে শুরু হওয়া জি-২০ সম্মেলনে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন না চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। বিশ্বব্যাপী করোনা মহামারির সময় ২০২০ ও ২০২১ সালে তিনি অনলাইনে এ শীর্ষ সম্মেলনে অংশ নেন।
যে নেতারা তাঁদের উপস্থিতির বিষয় নিশ্চিত করেননি
ইউরোপীয় ইউনিয়নের নেতারা
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এখনো জি-২০ সম্মেলনে তাঁদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেননি।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর
মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর সম্ভবত এ বছর জি–২০ সম্মেলনে অংশ নেবেন না।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
জি-২০ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উপস্থিতি অনিশ্চিত।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এখনো জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান
মোহাম্মদ বিন সালমানের নয়াদিল্লিতে হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আনুষ্ঠানিক এখনো নিশ্চিত করেননি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নয়াদিল্লিতে হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের জন্য ভারতের আমন্ত্রণ জানানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
ভারতের নয়াদিল্লিতে আগামী ৮ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলন উদ্বোধন করা হবে। মূল সম্মেলন হবে ৯–১০ সেপ্টেম্বর। বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ২০টি দেশের নেতারা এ সম্মেলনে ডিজিটাল রূপান্তর, জলবায়ু অর্থায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং খাদ্য নিরাপত্তাসহ বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন এবং সমাধান বের করবেন।
তবে রাশিয়া ও চীনের মতো গুরুত্বপূর্ণ দুটি দেশের সরকারপ্রধান যোগ না দেওয়ার ঘোষণায় এ সম্মেলন অনেকখানি গুরুত্ব হারিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা এবং যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া নেতাদের তালিকা তুলে ধরেছে। এই সম্মেলনের সমান্তরালে কিছু দ্বিপক্ষীয় বৈঠক হবে বলেও ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জি-২০ সম্মেলনে অংশ নিতে দিল্লিতে পৌঁছাবেন ৭ সেপ্টেম্বর। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দিনের সম্মেলনে বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর বাইডেন ও অন্য শীর্ষ নেতারা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন। বৈশ্বিক অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন নেতারা।
সর্বশেষ খবর অনুযায়ী, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন কোভিড পজিটিভ হয়েছেন। প্রেসিডেন্ট বাইডেনেরও কোভিড পরীক্ষা করা হয়েছে। তাঁর রিপোর্ট করোনাভাইরাস নেগেটিভ এসেছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার মাধ্যমে প্রথম ভারত সফর করছেন ঋষি সুনাক।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ নিশ্চিত করেছেন তিনি দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। অ্যান্টনি এ সম্মেলন শেষে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন সফর করবেন। জি-২০ শীর্ষ সম্মেলনের আগে আলবেনিজ ভারতের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমৃদ্ধি, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব এবং স্থায়ী শান্তির ওপর জোর দিয়েছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেটওয়ার্ক (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগদান করতে ইন্দোনেশিয়া যাবেন।
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ নয়াদিল্লিতে আসন্ন জি-২০ সম্মেলনে উপস্থিতি নিশ্চিত করেছেন। ভারত সফরের আগে জার্মান রেডিও স্টেশন ডয়চে ল্যান্ড ফাঙ্ককে দেওয়া একটি সাক্ষাৎকারে শোলজ বলেন, রাশিয়া এবং চীনের মতো দেশের সরকারপ্রধানদের অনুপস্থিতি সত্ত্বেও জি-২০ শীর্ষ সম্মেলনের গুরুত্ব রয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেবেন। তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সমালোচনায় নেতৃত্ব দিতে পারেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক–ইয়ো
ইউন সুক–ইয়ো দিল্লিতে জি-২০ সম্মেলনে তাঁর উপস্থিতি নিশ্চিত করেছেন। তিনি বিশ্বনেতাদের সামনে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান উসকানি এবং পারমাণবিক হুমকির কথা তুলে ধরতে পারেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ
ইমানুয়েল মাখোঁ জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরের ৯ ও ১০ তারিখে দিল্লি অবস্থান করবেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এরপর মাখোঁ বাংলাদেশ সফর করবেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা
ভারতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আশা প্রকাশ করে এতে নরেন্দ্র মোদির সভাপতিত্বের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ভারত আফ্রিকান ইউনিয়নকে জি-২০-এর স্থায়ী সদস্য করার ব্যাপারে কথা বলে আসছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান
রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারত সফরে আসছেন। সম্মেলনে তিনি জলবায়ু পরিবর্তনসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ
আলবার্তো ফার্নান্দেজ জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু জি-২০ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। বিদেশি বিনিয়োগের প্রচার এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য বিশ্বব্যাপী পুঁজি সংগ্রহের লক্ষ্যে নিয়ে তিনি কথা বলবেন।
যেসব বিশ্বনেতা এ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-২০ সম্মেলনে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে। গ্রেপ্তার এড়াতে পুতিন বিদেশ সফর করছেন না। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও সশরীরে উপস্থিত থাকেননি। তবে ব্রিকসের মতো জি-২০ সম্মেলনেও রাশিয়ার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
পুতিনের পর চীনা প্রেসিডেন্ট সি চিন পিংও জি-২০ সম্মেলনে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন। এর মধ্যে ব্রিকস সম্প্রসারণ ও নতুন মানচিত্রের ভারতের হিমাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখানো নিয়ে চীন–ভারত উত্তেজনা এখন তুঙ্গে।
তবে চীনের প্রতিনিধি হিসেবে জি-২০ সম্মেলনে উপস্থিত থাকবেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।
২০০৮ সালে থেকে শুরু হওয়া জি-২০ সম্মেলনে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন না চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। বিশ্বব্যাপী করোনা মহামারির সময় ২০২০ ও ২০২১ সালে তিনি অনলাইনে এ শীর্ষ সম্মেলনে অংশ নেন।
যে নেতারা তাঁদের উপস্থিতির বিষয় নিশ্চিত করেননি
ইউরোপীয় ইউনিয়নের নেতারা
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এখনো জি-২০ সম্মেলনে তাঁদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেননি।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর
মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর সম্ভবত এ বছর জি–২০ সম্মেলনে অংশ নেবেন না।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
জি-২০ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উপস্থিতি অনিশ্চিত।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এখনো জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান
মোহাম্মদ বিন সালমানের নয়াদিল্লিতে হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আনুষ্ঠানিক এখনো নিশ্চিত করেননি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নয়াদিল্লিতে হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের জন্য ভারতের আমন্ত্রণ জানানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১০ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১০ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১০ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
১০ ঘণ্টা আগে