দিল্লিতে প্রলয়ংকরী ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ফ্লাইট বিঘ্নিত

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২২, ১০: ০১

প্রলয়ংকরী ঝড় ও ভারী বৃষ্টির কারণে ভারতের দিল্লি ও এর আশপাশের এলাকা আজ সোমবার ভোর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খারাপ আবহাওয়ার কারণে যথাসময়ে ফ্লাইট পরিচালনা করতে পারেনি দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর। বেশ কয়েকটি এয়ারলাইন তাঁদের যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের আপডেট খবর নেওয়ার অনুরোধ করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব জানিয়েছে। 

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, আগামী দুই ঘণ্টা দিল্লি ও এর আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টিপাতসহ বজ্র ও বৃষ্টি অব্যাহত থাকবে। 

দিল্লি বিমানবন্দর টুইটার পোস্টে জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বিঘ্নিত হচ্ছে। ফ্লাইটের আপডেট তথ্যের জন্য যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। 

এয়ারলাইন সংস্থাগুলো টুইটার পোস্টে জানিয়েছে যে খারাপ আবহাওয়ার কারণে বিমান উড্ডয়ন ও অবতরণ বিঘ্নিত হচ্ছে। সংগত কারণে বিমানবন্দরে আসার আগে ফ্লাইটের আপডেট তথ্য জানান জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর সঙ্গে যোগাযোগ করতে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত