Ajker Patrika

দুবাইয়ে ফের বাড়ি কিনলেন মুকেশ আম্বানি, দাম ১৬ কোটি ডলারেরও বেশি

অনলাইন ডেস্ক
দুবাইয়ে ফের বাড়ি কিনলেন মুকেশ আম্বানি, দাম ১৬ কোটি ডলারেরও বেশি

মাত্রই কয়েক মাস আগে ছোট ছেলের জন্য দুবাইয়ে প্রাসাদোপম বাড়ি কেনার পর সম্প্রতি আরও একটি বাড়ি কিনেছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, সদ্য কেনা বাড়িটির দাম ১৬ কোটি ডলারেরও বেশি।

গত মার্চে ছোট ছেলে অনন্ত আম্বানির জন্য দুবাইয়ে ৮ কোটি ডলারে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন মুকেশ। সেটি ছিল দুবাইয়ের সবচেয়ে দামি বাড়ি। এর ঠিক সাত মাস পর নিজেই সেই রেকর্ড ভেঙে ১৬ কোটি ৩০ লাখ ডলারে আরেকটি বিলাসবহুল বাড়ি কিনলেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আম্বানির নতুন কেনা বাড়িটিতে ৮টি শোয়ার ঘর এবং ১৮টি স্নানঘর রয়েছে। এ ছাড়া একটি জিমনেসিয়াম, একটি সিনেমা থিয়েটার, বোলিং অ্যালি, জ্যাকুজি এবং এক সঙ্গে ১৫টি গাড়ি রাখার ‘কার পার্কিং’ সুবিধা রয়েছে। রাজকীয় এ বাড়িটি দুবাইয়ের পাম জুমেইরাহ দ্বীপে অবস্থিত। চলতি মাসে দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট ক্রেতার নাম প্রকাশ না করে একটি বাড়ি বিক্রির কথা জানিয়েছে, যার মূল্য ১৬ কোটি ৩০ লাখ ডলার। তবে এ কেনাবেচার সঙ্গে জড়িত এক ব্যক্তি বলেছেন, নাম প্রকাশ না করা ওই ব্যক্তিটি রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক মুকেশ আম্বানি।

এনডিটিভি জানিয়েছে, এ ব্যাপারে জানতে চাওয়া হলে, সংযুক্ত আরব আমিরাত সরকার এবং দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হননি।

এদিকে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, মুকেশ আম্বানি গত সপ্তাহে কুয়েতের ধনকুবের মোহাম্মদ আলশায়ার পরিবারের কাছ থেকে বাড়িটি কিনেছেন।

দুবাইয়ে সম্পত্তি রেজিস্ট্রি সর্বজনীন নয় এবং ল্যান্ড ডিপার্টমেন্ট সাধারণত ক্রেতার নাম প্রকাশ করে না। কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের একজন অনাবাসিক গবেষক জোডি ভিট্টরি বলেছেন, দুবাই তুলনামূলকভাবে বেনামে রিয়েল এস্টেট কেনার একটি সহজ জায়গা। এটি সংযুক্ত আরব আমিরাত সরকারের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার একটি মূল অংশ।

মুকেশ আম্বানি ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি। তাঁর মোট সম্পদ ৮৪ বিলিয়ন ডলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত