অনলাইন ডেস্ক
সবকিছু ঠিক থাকলে রোববার (৯ জুন) সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেবেন নরেন্দ্র মোদি। কিন্তু আগের দুই বারের তুলনায় এবারের চিত্রটি অনেকটাই ভিন্ন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে যেন সাক্ষাৎ ভিলেন বনে গেছেন তিনি। বিশেষ করে পশ্চিমবঙ্গে।
গত মঙ্গলবার ভারতের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। নির্বাচনের আগে ৪০০ আসন পার হওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত ৩০০ আসন পার হতে পারেনি মোদির দল বিজেপি ও শরিক দলগুলো। আগের দুই বারের মতো এবার একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি গেরুয়া শিবির। অন্যদিকে আসনসংখ্যার বিবেচনায় এবারের নির্বাচনের পর যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে দেশটির কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট। এ অবস্থায় মোদিকে নিয়ে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ব্যঙ্গ-বিদ্রূপ করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ-ভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নির্বাচনী ফল প্রকাশের পরদিন রাত থেকেই মোদিকে নিয়ে একটি মিম ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, মোদির দিকে তীর তাক করে আছেন হিন্দু ধর্মীয় দেবতা রাম। অন্যদিকে তীরের আঘাত থেকে বাঁচতে প্রাণপণে দৌড়াচ্ছেন মোদি। মিমের মধ্যে প্রভু রাম মোদির উদ্দেশে বলছিলেন—আমাকে নিয়ে আর রাজনীতি করবি?
বিশেষজ্ঞরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখেই অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করে ভারতের হিন্দুত্ববাদকে চাঙা করতে চেয়েছিলেন মোদি। ভোটের লড়াইয়ে ফায়দা নেওয়াই ছিল এর উদ্দেশ্য। এমন ভাবনা থেকেই নির্বাচনে দলের ৪০০ আসন পাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। শেষ পর্যন্ত শরিকদের আসন যোগ করেও ৩০০ আসন পার হতে পারেনি বিজেপি। খোদ রামমন্দির যেখানে স্থাপন করা হয়েছে, সেই অযোধ্যায়ও ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হেরে গেছে বিজেপি প্রার্থী।
এ অবস্থায় রাম ও মোদির ভাইরাল মিমটিতে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। আর এসব মন্তব্যের প্রায় সবই মোদিকে আক্রমণ করে। একজন লিখেছেন, ‘উচিত শিক্ষা! এবার নিশ্চয়ই ধর্মের সুড়সুড়ানি দেওয়া বন্ধ করবে বিজেপি।’
আরেকজন লিখেছেন, ‘গরিবের পেটে ভাত নেই, বেকারের হাতে কাজ নেই, হাজার হাজার কোটি টাকা খরচ করে মন্দির নির্মাণ! দেখুন, জনতার রায় কাকে বলে!’
সবকিছু ঠিক থাকলে রোববার (৯ জুন) সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেবেন নরেন্দ্র মোদি। কিন্তু আগের দুই বারের তুলনায় এবারের চিত্রটি অনেকটাই ভিন্ন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে যেন সাক্ষাৎ ভিলেন বনে গেছেন তিনি। বিশেষ করে পশ্চিমবঙ্গে।
গত মঙ্গলবার ভারতের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। নির্বাচনের আগে ৪০০ আসন পার হওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত ৩০০ আসন পার হতে পারেনি মোদির দল বিজেপি ও শরিক দলগুলো। আগের দুই বারের মতো এবার একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি গেরুয়া শিবির। অন্যদিকে আসনসংখ্যার বিবেচনায় এবারের নির্বাচনের পর যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে দেশটির কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট। এ অবস্থায় মোদিকে নিয়ে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ব্যঙ্গ-বিদ্রূপ করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ-ভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নির্বাচনী ফল প্রকাশের পরদিন রাত থেকেই মোদিকে নিয়ে একটি মিম ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, মোদির দিকে তীর তাক করে আছেন হিন্দু ধর্মীয় দেবতা রাম। অন্যদিকে তীরের আঘাত থেকে বাঁচতে প্রাণপণে দৌড়াচ্ছেন মোদি। মিমের মধ্যে প্রভু রাম মোদির উদ্দেশে বলছিলেন—আমাকে নিয়ে আর রাজনীতি করবি?
বিশেষজ্ঞরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখেই অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করে ভারতের হিন্দুত্ববাদকে চাঙা করতে চেয়েছিলেন মোদি। ভোটের লড়াইয়ে ফায়দা নেওয়াই ছিল এর উদ্দেশ্য। এমন ভাবনা থেকেই নির্বাচনে দলের ৪০০ আসন পাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। শেষ পর্যন্ত শরিকদের আসন যোগ করেও ৩০০ আসন পার হতে পারেনি বিজেপি। খোদ রামমন্দির যেখানে স্থাপন করা হয়েছে, সেই অযোধ্যায়ও ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হেরে গেছে বিজেপি প্রার্থী।
এ অবস্থায় রাম ও মোদির ভাইরাল মিমটিতে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। আর এসব মন্তব্যের প্রায় সবই মোদিকে আক্রমণ করে। একজন লিখেছেন, ‘উচিত শিক্ষা! এবার নিশ্চয়ই ধর্মের সুড়সুড়ানি দেওয়া বন্ধ করবে বিজেপি।’
আরেকজন লিখেছেন, ‘গরিবের পেটে ভাত নেই, বেকারের হাতে কাজ নেই, হাজার হাজার কোটি টাকা খরচ করে মন্দির নির্মাণ! দেখুন, জনতার রায় কাকে বলে!’
বাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
৩২ মিনিট আগেযে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
২ ঘণ্টা আগেপূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
৩ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
৩ ঘণ্টা আগে