এবার ১০ বছরের বালককে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

অনলাইন ডেস্ক    
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১৩: ২০
অভিনব অরোরা। ছবি: সংগৃহীত

ভারতের সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার ১০ বছর বয়সী অভিনব অরোরাকে হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এমনটাই দাবি করেছে অভিনব অরোরার পরিবার। গতকাল সোমবার তারা এই দাবি করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অভিনব অরোরার মা জ্যোতি অরোরা ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘অভিনব কোনো অপরাধ করেনি, শুধু ভক্তিই প্রচার করেছে, তবু তাকে এত হুমকি সহ্য করতে হচ্ছে। সামাজিক উৎকর্ষ সাধনের জন্য সামাজিক মাধ্যমে প্রচেষ্টা করছে সে। অভিনব এমন কিছু করেনি যার কারণে আমরা হুমকি পাব...সে তো ভক্তি ছাড়া কিছু করেনি।’

জ্যোতি অরোরা বলেন, ‘আজ (সোমবার) আমরা লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং থেকে ফোন ও মেসেজ পেয়েছি। যেখানে বলা হয়েছে, অভিনবকে হত্যা করা হবে। গত রাতেও একটি ফোন কল এসেছিল কিন্তু আমরা তা ধরতে পারিনি। আজ আবার একই নম্বর থেকে মেসেজ এসেছে, যেখানে বলা হয়েছে যে, তারা অভিনবকে মেরে ফেলবে।’

দিল্লির বাসিন্দা অভিনব অভিনব অরোরা আধ্যাত্মিক বিষয়বস্তু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট শেয়ার করে থাকেন। তার দাবি, তার এই আধ্যাত্মিক যাত্রা মাত্র তিন বছর বয়সে শুরু হয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অভিনবকে স্বামী রামভদ্রাচার্য ভর্ৎসনা করছেন। এই ভিডিওটি নিয়ে সমালোচনার জবাবে অভিনবের মা বলেছেন, ‘বয়োজ্যেষ্ঠদের ভর্ৎসনাও আশীর্বাদের সমান।’

জ্যোতি অরোরা বলেন, ‘এটিকে যতটা বড় করে দেখানো হচ্ছে তেমন কোনো বড় ব্যাপার ছিল না...এই ভিডিওটি ২০২৩ সালের। ঘটনাটি ঘটেছিল বৃন্দাবনে। অভিনব তখন এতটাই ভক্তিতে তন্ময় ছিল যে, সে মঞ্চে নিশ্চুপ থাকতে ভুলে যায় এবং সুর করে নাম জপ শুরু করে। পরে রামভদ্রাচার্য জি তাকে আশীর্বাদও দেন...বয়োজ্যেষ্ঠদের ভর্ৎসনাও আশীর্বাদের সমান।’

অভিনব নিজেও এই ঘটনাকে হালকাভাবেই গ্রহণ করতে চেয়েছেন এবং বলেছেন, সবাই কেবল ভর্ৎসনার দিকেই মনোযোগ দিচ্ছেন, অথচ পরে তাকে দেওয়া আশীর্বাদের দিকটি সবাই উপেক্ষা করছেন। অভিনব বলেন, ‘সবাই ভর্ৎসনার দিকে মনোযোগ দিচ্ছে এবং পরে তিনি যে আমাকে যে আশীর্বাদ দিয়েছিলেন সেটা কেউ দেখতে পাচ্ছে না। তিনি আমাকে তাঁর ঘরে ডেকে আশীর্বাদ দিয়েছিলেন, যার ভিডিও আজও ইন্টারনেটে আছে। ভিডিওটি প্রতাপগড়ের নয়, এটি ২০২৩ সালের।’

প্রাণনাশের হুমকির বিষয়ে অভিনব অরোরা বক্তব্য, ‘আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাড়ির বাইরে বিশৃঙ্খলা চলছে...হত্যার হুমকি রয়েছে...আমরা কত দিন এটি সহ্য করব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত