অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতা সিটি করপোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ভারতে শিগগির মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। এক ভিডিওতে তাঁকে বলতে শোনা গেছে, ‘শিগগিরই আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব।’
তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এই শীর্ষস্থানীয় নেতা বলেছেন, ‘আল্লাহর রহমতে আমরা শিগগিরই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব।’ তবে তিনি কবে এই মন্তব্য করেছেন, তা স্পষ্ট নয়।
ভিডিওতে ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়, ‘আমরা এমন এক সম্প্রদায় থেকে এসেছি, যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যার ৩৩ শতাংশ এবং সারা দেশে ১৭ শতাংশ। অথচ আমাদের ভারতে সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়। তবে আমরা নিজেদের সংখ্যালঘু মনে করি না। কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকব না। আমরা বিশ্বাস করি, যদি আল্লাহর রহমত থাকে এবং শিক্ষা আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব।’
ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে ঘিরে বিজেপি নেতৃত্ব তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং কলকাতার মেয়রের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেওয়া এবং বিপজ্জনক এজেন্ডা প্রচারের’ অভিযোগ এনেছে।
পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কলকাতার মেয়র, তৃণমূলের ফিরহাদ হাকিমের পক্ষ থেকে একেবারে বিষাক্ত বক্তব্য। তিনি প্রকাশ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দিচ্ছেন এবং বিপজ্জনক এজেন্ডা প্রচার করছেন।’
সুকান্ত মজুমদার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশ বানানোর’ অভিযোগ তুলে বলেছেন, ‘এটি কেবল ঘৃণামূলক বক্তব্য নয়—এটি ভারতে বাংলাদেশ ধাঁচের পরিস্থিতি তৈরি করার নীলনকশা। ইন্ডিয়া জোট (বিজেপিবিরোধী রাজনৈতিক জোট) কেন চুপ? আমি তাদের এ বিষয়ে অবস্থান জানাতে চ্যালেঞ্জ জানাচ্ছি।’
বিজেপির আরও বেশ কয়েকজন নেতা এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বলেছেন, শুধু ফিরহাদ হাকিম নন, তৃণমূল কংগ্রেসের আরও অনেক নেতাই একই ধরনের বক্তব্য দিচ্ছেন। এই প্রথমবার নয় যে, তৃণমূলের এই জ্যেষ্ঠ নেতার মন্তব্য বিতর্ক তৈরি করেছে। চলতি বছরের জুলাইয়ে এক বক্তব্যের জন্য ফিরহাদ হাকিমকে দুঃখ প্রকাশ করতে হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন, ‘ইসলাম ধর্মে জন্মগ্রহণ না করা দুর্ভাগ্যের বিষয়।’
সে সময় ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘যারা ইসলাম ধর্মে জন্মাননি, তাঁরা দুর্ভাগ্যবান। আমাদের তাদের ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত করতে হবে। আল্লাহ খুশি হবেন যদি আমরা তা করি।’
গত ৩ জুলাই একটি ‘অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায়’ তিনি এই মন্তব্য করেছিলেন। পরে তৃণমূল কংগ্রেসের নেতা এই বক্তব্যের জন্য ভুল স্বীকার করে বলেছিলেন, কারও অনুভূতিতে আঘাত দেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না।
পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতা সিটি করপোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ভারতে শিগগির মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। এক ভিডিওতে তাঁকে বলতে শোনা গেছে, ‘শিগগিরই আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব।’
তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এই শীর্ষস্থানীয় নেতা বলেছেন, ‘আল্লাহর রহমতে আমরা শিগগিরই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব।’ তবে তিনি কবে এই মন্তব্য করেছেন, তা স্পষ্ট নয়।
ভিডিওতে ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়, ‘আমরা এমন এক সম্প্রদায় থেকে এসেছি, যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যার ৩৩ শতাংশ এবং সারা দেশে ১৭ শতাংশ। অথচ আমাদের ভারতে সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়। তবে আমরা নিজেদের সংখ্যালঘু মনে করি না। কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকব না। আমরা বিশ্বাস করি, যদি আল্লাহর রহমত থাকে এবং শিক্ষা আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব।’
ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে ঘিরে বিজেপি নেতৃত্ব তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং কলকাতার মেয়রের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেওয়া এবং বিপজ্জনক এজেন্ডা প্রচারের’ অভিযোগ এনেছে।
পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কলকাতার মেয়র, তৃণমূলের ফিরহাদ হাকিমের পক্ষ থেকে একেবারে বিষাক্ত বক্তব্য। তিনি প্রকাশ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দিচ্ছেন এবং বিপজ্জনক এজেন্ডা প্রচার করছেন।’
সুকান্ত মজুমদার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশ বানানোর’ অভিযোগ তুলে বলেছেন, ‘এটি কেবল ঘৃণামূলক বক্তব্য নয়—এটি ভারতে বাংলাদেশ ধাঁচের পরিস্থিতি তৈরি করার নীলনকশা। ইন্ডিয়া জোট (বিজেপিবিরোধী রাজনৈতিক জোট) কেন চুপ? আমি তাদের এ বিষয়ে অবস্থান জানাতে চ্যালেঞ্জ জানাচ্ছি।’
বিজেপির আরও বেশ কয়েকজন নেতা এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বলেছেন, শুধু ফিরহাদ হাকিম নন, তৃণমূল কংগ্রেসের আরও অনেক নেতাই একই ধরনের বক্তব্য দিচ্ছেন। এই প্রথমবার নয় যে, তৃণমূলের এই জ্যেষ্ঠ নেতার মন্তব্য বিতর্ক তৈরি করেছে। চলতি বছরের জুলাইয়ে এক বক্তব্যের জন্য ফিরহাদ হাকিমকে দুঃখ প্রকাশ করতে হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন, ‘ইসলাম ধর্মে জন্মগ্রহণ না করা দুর্ভাগ্যের বিষয়।’
সে সময় ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘যারা ইসলাম ধর্মে জন্মাননি, তাঁরা দুর্ভাগ্যবান। আমাদের তাদের ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত করতে হবে। আল্লাহ খুশি হবেন যদি আমরা তা করি।’
গত ৩ জুলাই একটি ‘অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায়’ তিনি এই মন্তব্য করেছিলেন। পরে তৃণমূল কংগ্রেসের নেতা এই বক্তব্যের জন্য ভুল স্বীকার করে বলেছিলেন, কারও অনুভূতিতে আঘাত দেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ওই ঘটনাকে ‘ওভাল অফিসে জেলেনস্কির ওপর নির্মম তিরস্কার’ হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘ট্রাম্প ওই কোকেনসেবী ভাঁড়ের মুখের ওপর সত্যিটা বলে দিয়েছেন যে, কিয়েভ সরকার তৃতীয়...
২ ঘণ্টা আগেইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষ হয়েছে গতকাল শনিবার। এর পরপরই নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে রমজান মাস ও ইহুদি ধর্মাবলম্বীদের পাসওভার উৎসব পর্যন্ত যুদ্ধবিরতি বহালের কথা বলা হয়েছে। ইসরায়েল সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...
২ ঘণ্টা আগেমাকে মারধর করছে, টেনে বিছানা থেকে নামিয়ে আবার বিছানায় নিয়ে পায়ে কামড়ে দিচ্ছে— এমনই নৃশংস একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার হিসারের আজাদ নগরের মডার্ন সাকেত কলোনিতে।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকারি ভাষা তথা দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার ট্রাম্প এই বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়।
৬ ঘণ্টা আগে