অনলাইন ডেস্ক
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অভিযোগে ছয় বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এক মার্কিন নাগরিকও আছেন, যিনি দেশটির নেভি সিলের সদস্য। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো দাবি করেছেন, এই ষড়যন্ত্র সিআইএ পরিচালনা করেছে এবং এর লক্ষ্য ছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই দাবিকে ‘নির্জলা মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির তরফ থেকে এমন এক সময়ে এই অভিযোগ করা হলো, যখন যুক্তরাষ্ট্রসহ লাতিন আমেরিকার অনেক দেশই ভেনেজুয়েলায় অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনকে সুষ্ঠু বলে মানতে অস্বীকার করেছে।
গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে ক্যাবেলো তাঁর দাবি করা মার্কিন নেভি সিলের সদস্যের নাম উইলিয়াম জোসেফ কাস্তানেদা গোমেজ বলে উল্লেখ করেন। ভেনেজুয়েলার এই মন্ত্রী দাবি করেন, মার্কিন এই নেভি সিলের সদস্যই এই ষড়যন্ত্রের প্রধান ছিলেন। মন্ত্রী আরও দুজন মার্কিনির নাম উল্লেখ করেন। তাঁরা হলেন ডেভিড এস্ট্রেলা ও অ্যারন ব্যারেট লোগান।
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিন মার্কিনির পাশাপাশি দুই স্প্যানিশ নাগরিক হোসে মারিয়া বাসোয়া ভালদোভিনোস ও আন্দ্রেস মার্টিনেজ অ্যাডামে এবং একজন চেক নাগরিক জান দারমোভজালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘ভেনেজুয়েলা কর্তৃপক্ষ এই চক্রান্তের সঙ্গে যুক্ত ৪০০ মার্কিন রাইফেলও জব্দ করেছে।’ ভেনেজুয়েলা কর্তৃপক্ষ গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে দেশকে ‘অস্থিতিশীল’ করার চক্রান্তের অংশ হিসেবে বাজেয়াপ্ত করা রাইফেলের ছবিও দেখিয়েছিল।
ক্যাবেলো বলেন, ‘সিআইএ এই অপারেশনের নেতৃত্ব দিয়েছে এবং স্পেনের জাতীয় গোয়েন্দা সংস্থাও এতে জড়িত ছিল। এটি আমাদের মোটেও অবাক করে না।’ তিনি অভিযোগ করেন, এই অভিযান ‘প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা করার স্পষ্ট উদ্দেশ্য নিয়ে পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল। তিনি আরও দাবি করেন, তাঁকে এবং দেশের ভাইস প্রেসিডেন্টসহ অন্যান্য উচ্চপদস্থ রাজনীতিবিদকে হত্যার পরিকল্পনাও করা হয়েছিল।
তবে ভেনেজুয়েলার এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্ট। দপ্তরের এক মুখপাত্র গতকাল জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর একজন সদস্যের ভেনেজুয়েলায় গ্রেপ্তার হওয়া এবং অপর দুই মার্কিন নাগরিককে আটক হওয়ার বিষয়টি সম্পর্কে অবগত। তবে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার যেকোনো দাবি স্পষ্টতই মিথ্যা।
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অভিযোগে ছয় বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এক মার্কিন নাগরিকও আছেন, যিনি দেশটির নেভি সিলের সদস্য। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো দাবি করেছেন, এই ষড়যন্ত্র সিআইএ পরিচালনা করেছে এবং এর লক্ষ্য ছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই দাবিকে ‘নির্জলা মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির তরফ থেকে এমন এক সময়ে এই অভিযোগ করা হলো, যখন যুক্তরাষ্ট্রসহ লাতিন আমেরিকার অনেক দেশই ভেনেজুয়েলায় অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনকে সুষ্ঠু বলে মানতে অস্বীকার করেছে।
গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে ক্যাবেলো তাঁর দাবি করা মার্কিন নেভি সিলের সদস্যের নাম উইলিয়াম জোসেফ কাস্তানেদা গোমেজ বলে উল্লেখ করেন। ভেনেজুয়েলার এই মন্ত্রী দাবি করেন, মার্কিন এই নেভি সিলের সদস্যই এই ষড়যন্ত্রের প্রধান ছিলেন। মন্ত্রী আরও দুজন মার্কিনির নাম উল্লেখ করেন। তাঁরা হলেন ডেভিড এস্ট্রেলা ও অ্যারন ব্যারেট লোগান।
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিন মার্কিনির পাশাপাশি দুই স্প্যানিশ নাগরিক হোসে মারিয়া বাসোয়া ভালদোভিনোস ও আন্দ্রেস মার্টিনেজ অ্যাডামে এবং একজন চেক নাগরিক জান দারমোভজালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘ভেনেজুয়েলা কর্তৃপক্ষ এই চক্রান্তের সঙ্গে যুক্ত ৪০০ মার্কিন রাইফেলও জব্দ করেছে।’ ভেনেজুয়েলা কর্তৃপক্ষ গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে দেশকে ‘অস্থিতিশীল’ করার চক্রান্তের অংশ হিসেবে বাজেয়াপ্ত করা রাইফেলের ছবিও দেখিয়েছিল।
ক্যাবেলো বলেন, ‘সিআইএ এই অপারেশনের নেতৃত্ব দিয়েছে এবং স্পেনের জাতীয় গোয়েন্দা সংস্থাও এতে জড়িত ছিল। এটি আমাদের মোটেও অবাক করে না।’ তিনি অভিযোগ করেন, এই অভিযান ‘প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা করার স্পষ্ট উদ্দেশ্য নিয়ে পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল। তিনি আরও দাবি করেন, তাঁকে এবং দেশের ভাইস প্রেসিডেন্টসহ অন্যান্য উচ্চপদস্থ রাজনীতিবিদকে হত্যার পরিকল্পনাও করা হয়েছিল।
তবে ভেনেজুয়েলার এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্ট। দপ্তরের এক মুখপাত্র গতকাল জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর একজন সদস্যের ভেনেজুয়েলায় গ্রেপ্তার হওয়া এবং অপর দুই মার্কিন নাগরিককে আটক হওয়ার বিষয়টি সম্পর্কে অবগত। তবে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার যেকোনো দাবি স্পষ্টতই মিথ্যা।
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ট্রাক উঠিয়ে ১৫ জনকে হত্যার পর লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে একটি সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নিউ অরলিন্সে হামলাকারী সন্দেহভাজনের মতো লাস ভেগাসের বিস্ফোরণে নিহত ব্যক্তি মার্কিন সেনাবাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। বৃহস্পতিবার বার্ত
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য ‘এইচ-১ বি’ ভিসার সমর্থন দেওয়ায় ইলন মাস্ককে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক হোয়াইট হাউস কৌশলবিদ স্টিভ ব্যানন। তিনি মাস্ককে সতর্ক করেছেন, যদি তিনি আমেরিকানদের চাকরি বিদেশিদের হাতে তুলে দেওয়ার পক্ষে কাজ করেন, তাহলে ‘মাগা’ (এমএজিএ—মেক আমেরিকা গ্রেট..
৩ ঘণ্টা আগে২০২৪ সালকে বলা হচ্ছে ধনীদের ‘স্বর্ণযুগ’। এই বছরে বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তির সম্মিলিত সম্পদ প্রথমবারের মতো ১০ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্বজুড়ে মূলত প্রযুক্তি খাতের শীর্ষ বিনিয়োগকারীরাই এই
৪ ঘণ্টা আগেশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে পাঠ্যবই থেকে সিরিয়ার ঐতিহাসিক বহুদেবতাবাদী ধর্মের ইতিহাস বাদ দেওয়া। এ ছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু পাঠ্যবই সম্পূর্ণ নতুন করে লেখা হবে। কিছু অংশ মুছে ফেলা হবে, কিছু
৪ ঘণ্টা আগে