অনলাইন ডেস্ক
নতুন বছরের শুরু থেকেই দেশজুড়ে শীতের দাপট দেখা যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে কুয়াশা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে তাপমাত্রা। বেলা গড়িয়ে গেলেও দেখা মেলেনি সূর্যের। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও তীব্র শীত অনুভূত হতে পারে। বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়কযোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকায় আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও তীব্র বাতাসের কারণে কর্মজীবী নগরবাসীকে বেগ পেতে হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, চুয়াডাঙ্গা ছাড়াও রাজশাহীতে তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি আছে। এটা অনেকটা শৈত্যপ্রবাহের মতোই। এমন তাপমাত্রা আরও কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে থাকতে পারে।
তবে শৈত্যপ্রবাহের ব্যাপ্তির জন্য আরও সপ্তাহখানেক অপেক্ষা করার কথা বলেন এই আবহাওয়াবিদ। তিনি বলেন, এই মাসের ৭ তারিখের পর তাপমাত্রা আরও কমতে পারে। রাতের তাপমাত্রা কমে যাবে। ফলে শীতের অনুভূতি বেশি হবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে তীব্র ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের অন্যত্র দু থেকে তিনটি মৃদু ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীতের অনুভূতি বাড়তে পারে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে। কুয়াশা পরিস্থিতি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়কযোগাযোগ সাময়িক ব্যাহত হতে পারে।
আজ সকালে কর্মক্ষেত্রে ছুটতে থাকা ঢাকাবাসী জানান, এমন ঘন কুয়াশা আর বাতাসের তীব্রতা এবারের শীতে দেখা যায়নি। সকালে কুয়াশায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। অনেকে ভুগছেন ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যায়।
এদিকে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলে আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়, যা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, গত ডিসেম্বর মাসের মাঝামাঝি চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল। এরপর সাগরে নিম্নচাপের কারণে শীত কিছুটা কমতে থাকে। এরপর ডিসেম্বরের বাকি দিনগুলোতে তেমন শীত অনুভূত হয়নি। তবে এ বছরের শুরুতে বাড়তে থাকে শীতের তীব্রতা।
রাকিবুল হাসান আরও বলেন, উত্তরের দিক থেকে ঝিরঝির করে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে। চলমান শৈত্যপ্রবাহ আগামী তিন-চার দিন স্থায়ী হতে পারে।
নতুন বছরের শুরু থেকেই দেশজুড়ে শীতের দাপট দেখা যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে কুয়াশা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে তাপমাত্রা। বেলা গড়িয়ে গেলেও দেখা মেলেনি সূর্যের। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও তীব্র শীত অনুভূত হতে পারে। বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়কযোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকায় আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও তীব্র বাতাসের কারণে কর্মজীবী নগরবাসীকে বেগ পেতে হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, চুয়াডাঙ্গা ছাড়াও রাজশাহীতে তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি আছে। এটা অনেকটা শৈত্যপ্রবাহের মতোই। এমন তাপমাত্রা আরও কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে থাকতে পারে।
তবে শৈত্যপ্রবাহের ব্যাপ্তির জন্য আরও সপ্তাহখানেক অপেক্ষা করার কথা বলেন এই আবহাওয়াবিদ। তিনি বলেন, এই মাসের ৭ তারিখের পর তাপমাত্রা আরও কমতে পারে। রাতের তাপমাত্রা কমে যাবে। ফলে শীতের অনুভূতি বেশি হবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে তীব্র ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের অন্যত্র দু থেকে তিনটি মৃদু ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীতের অনুভূতি বাড়তে পারে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে। কুয়াশা পরিস্থিতি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়কযোগাযোগ সাময়িক ব্যাহত হতে পারে।
আজ সকালে কর্মক্ষেত্রে ছুটতে থাকা ঢাকাবাসী জানান, এমন ঘন কুয়াশা আর বাতাসের তীব্রতা এবারের শীতে দেখা যায়নি। সকালে কুয়াশায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। অনেকে ভুগছেন ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যায়।
এদিকে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলে আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়, যা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, গত ডিসেম্বর মাসের মাঝামাঝি চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল। এরপর সাগরে নিম্নচাপের কারণে শীত কিছুটা কমতে থাকে। এরপর ডিসেম্বরের বাকি দিনগুলোতে তেমন শীত অনুভূত হয়নি। তবে এ বছরের শুরুতে বাড়তে থাকে শীতের তীব্রতা।
রাকিবুল হাসান আরও বলেন, উত্তরের দিক থেকে ঝিরঝির করে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে। চলমান শৈত্যপ্রবাহ আগামী তিন-চার দিন স্থায়ী হতে পারে।
৩ নভেম্বর থেকে দেশব্যাপী ২১৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ৪৩৮ প্রতিষ্ঠানকে ২৮ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ৫৯ হাজার ৯৫৯ কেজি পলিথিন জব্দ করা হয়েছে...
১৫ ঘণ্টা আগেগত কয়েক দিনে সারা দেশে ছিল তীব্র শীত, মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলেনি ঢাকাসহ দেশের অধিকাংশ জেলায়। জনজীবন হয়ে উঠেছিল দুর্ভোগের। তবে আজ ঢাকাসহ দেশের অধিকাংশ জেলায় সূর্যের দেখা মিলেছে...
১৬ ঘণ্টা আগেঢাকার বাতাসের খানিকটা উন্নতি হলেও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। দূষণের তালিকায় বেশ কয়েক ধাপ পিছিয়েছে। আজ ঢাকার বাতাসে যে দূষণ রয়েছে, তা সংবেদনশীল মানুষের জন্য তো বটেই, সুস্থ ব্যক্তিদের জন্য অনেক ক্ষতিকর। সকালে ঢাকার বায়ুমান পরিমাপ করা হয়েছে ১৬১, অবস্থান ১২ তম। এ দিকে বায়ুমান ২৮৪ নিয়ে খুবই অস্বাস্থ্যকর
১ দিন আগেরংপুর বিভাগের ৮ জেলা এবং রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি কিংবা এর নিচে রয়েছে
১ দিন আগে