অনলাইন ডেস্ক
সিরিয়া একটি অন্তর্বর্তী সংবিধান গ্রহণ করেছে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা গতকাল বৃহস্পতিবার এক অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন। এই সংবিধান আগামী পাঁচ বছর দেশটির গণতান্ত্রিক রূপান্তরকালীন সময়ের জন্য কার্যকর হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অন্তর্বর্তী সংবিধানে স্বাক্ষরের সময় আল-শারা বলেন, ‘আমি আশা করি, এই সাংবিধানিক ঘোষণা সিরিয়ার জন্য এক নতুন ইতিহাসের সূচনা করবে, যেখানে আমরা নিপীড়নের পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।’
সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আবদুলহামিদ আল-আওয়াক জানান, অস্থায়ী সংবিধান পূর্ববর্তী সংবিধানের কিছু দিক অক্ষুণ্ন রেখেছে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানকে অবশ্যই মুসলিম হতে হবে এবং ইসলামি আইনকে বিচারব্যবস্থার মূল উৎস হিসেবে প্রতিষ্ঠিত করা।
দামেস্ক থেকে আল-জাজিরার প্রতিবেদক রাসুল সরদার জানান, নেতৃত্বের ধর্মীয় পরিচয় নিয়ে বিধান সংযোজন করা হবে কি না, তা একটি ‘বিতর্কিত বিষয়’ ছিল। তিনি বলেন, ‘এটি সংবিধানের ধারাগুলোর মধ্যে থাকবে কি না, তা নিয়ে অনেক প্রশ্ন ছিল। কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে যে, রাষ্ট্রপ্রধানকে অবশ্যই মুসলিম হতে হবে।’
অস্থায়ী সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং নারীদের ‘সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার’ নিশ্চিত করার বিধান অন্তর্ভুক্ত আছে বলে জানান আল-আওয়াক। তিনি বলেন, ‘এটি সামাজিক নিরাপত্তা ও স্বাধীনতার মধ্যে ভারসাম্য আনবে।’
এই সংবিধানে অন্তর্বর্তী সময়ে বিচারব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে, বাশার আল-আসাদ সরকারের আমলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার ব্যাপারে জোরারোপ করা হয়েছে এতে। সংবিধান অনুযায়ী, নির্বাহী ক্ষমতা প্রেসিডেন্টের হাতে কেন্দ্রীভূত থাকবে বলে জানান আল-আওয়াক। তিনি বলেন, ‘যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে।’
এই সংবিধানের আওতায় একটি গণপরিষদ গঠন করা হবে, যার এক-তৃতীয়াংশ সদস্য নিয়োগ করবেন প্রেসিডেন্ট। এই পরিষদ ‘নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত’ আইন প্রণয়নের দায়িত্ব পালন করবে। প্রেসিডেন্ট শারার মতে, নির্বাচন অনুষ্ঠান করতে চার থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
রাসুল সরদার বলেন, ‘এই গণপরিষদ প্রেসিডেন্টকে অপসারণের ক্ষমতাও রাখবে। তাই তাত্ত্বিকভাবে এটি সম্ভব, তবে বাস্তবে এটি অত্যন্ত কঠিন হবে, কারণ পরিষদের অনেক সদস্য সরাসরি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন।’ তিনি জানান, নতুন সংবিধানের আওতায় একটি নতুন কমিটি গঠন করা হবে, যারা একটি স্থায়ী সংবিধান প্রণয়ন করবে। তবে এটি সিরিয়ার রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীগুলোর প্রতিনিধিত্ব কতটুকু নিশ্চিত করবে, তা এখনো স্পষ্ট নয়।
এর আগে, গত সোমবার আল-শারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছান। যার মধ্যে অস্ত্রবিরতি ও এসডিএফ বাহিনীকে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা সংস্থার সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত অন্তর্ভুক্ত রয়েছে।
তবে যুক্তরাষ্ট্র-সমর্থিত এসডিএফ প্রশাসন এই সাংবিধানিক ঘোষণার সমালোচনা করে বলেছে, এটি ‘সিরিয়ার বাস্তবতা ও বৈচিত্র্যের পরিপন্থী।’ তারা জানায়, খসড়া সংবিধানটি ‘সিরিয়ার জনগণের চেতনা এবং কুর্দি, আরব, সিরিয়াক, আসিরিয়ানসহ অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব’ করে না।
আল-শারার দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গত ডিসেম্বরে আসাদ সরকারকে উৎখাতের পর থেকে সিরিয়ার বিভিন্ন অংশে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। গত মাসে অনুষ্ঠিত আল-শারার জাতীয় সংলাপ সম্মেলনে সংবিধানের দাবি এবং অন্তর্বর্তী গণপরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা ঘোষণা করা হয়।
সিরিয়া একটি অন্তর্বর্তী সংবিধান গ্রহণ করেছে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা গতকাল বৃহস্পতিবার এক অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন। এই সংবিধান আগামী পাঁচ বছর দেশটির গণতান্ত্রিক রূপান্তরকালীন সময়ের জন্য কার্যকর হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অন্তর্বর্তী সংবিধানে স্বাক্ষরের সময় আল-শারা বলেন, ‘আমি আশা করি, এই সাংবিধানিক ঘোষণা সিরিয়ার জন্য এক নতুন ইতিহাসের সূচনা করবে, যেখানে আমরা নিপীড়নের পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।’
সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আবদুলহামিদ আল-আওয়াক জানান, অস্থায়ী সংবিধান পূর্ববর্তী সংবিধানের কিছু দিক অক্ষুণ্ন রেখেছে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানকে অবশ্যই মুসলিম হতে হবে এবং ইসলামি আইনকে বিচারব্যবস্থার মূল উৎস হিসেবে প্রতিষ্ঠিত করা।
দামেস্ক থেকে আল-জাজিরার প্রতিবেদক রাসুল সরদার জানান, নেতৃত্বের ধর্মীয় পরিচয় নিয়ে বিধান সংযোজন করা হবে কি না, তা একটি ‘বিতর্কিত বিষয়’ ছিল। তিনি বলেন, ‘এটি সংবিধানের ধারাগুলোর মধ্যে থাকবে কি না, তা নিয়ে অনেক প্রশ্ন ছিল। কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে যে, রাষ্ট্রপ্রধানকে অবশ্যই মুসলিম হতে হবে।’
অস্থায়ী সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং নারীদের ‘সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার’ নিশ্চিত করার বিধান অন্তর্ভুক্ত আছে বলে জানান আল-আওয়াক। তিনি বলেন, ‘এটি সামাজিক নিরাপত্তা ও স্বাধীনতার মধ্যে ভারসাম্য আনবে।’
এই সংবিধানে অন্তর্বর্তী সময়ে বিচারব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে, বাশার আল-আসাদ সরকারের আমলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার ব্যাপারে জোরারোপ করা হয়েছে এতে। সংবিধান অনুযায়ী, নির্বাহী ক্ষমতা প্রেসিডেন্টের হাতে কেন্দ্রীভূত থাকবে বলে জানান আল-আওয়াক। তিনি বলেন, ‘যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে।’
এই সংবিধানের আওতায় একটি গণপরিষদ গঠন করা হবে, যার এক-তৃতীয়াংশ সদস্য নিয়োগ করবেন প্রেসিডেন্ট। এই পরিষদ ‘নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত’ আইন প্রণয়নের দায়িত্ব পালন করবে। প্রেসিডেন্ট শারার মতে, নির্বাচন অনুষ্ঠান করতে চার থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
রাসুল সরদার বলেন, ‘এই গণপরিষদ প্রেসিডেন্টকে অপসারণের ক্ষমতাও রাখবে। তাই তাত্ত্বিকভাবে এটি সম্ভব, তবে বাস্তবে এটি অত্যন্ত কঠিন হবে, কারণ পরিষদের অনেক সদস্য সরাসরি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন।’ তিনি জানান, নতুন সংবিধানের আওতায় একটি নতুন কমিটি গঠন করা হবে, যারা একটি স্থায়ী সংবিধান প্রণয়ন করবে। তবে এটি সিরিয়ার রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীগুলোর প্রতিনিধিত্ব কতটুকু নিশ্চিত করবে, তা এখনো স্পষ্ট নয়।
এর আগে, গত সোমবার আল-শারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছান। যার মধ্যে অস্ত্রবিরতি ও এসডিএফ বাহিনীকে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা সংস্থার সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত অন্তর্ভুক্ত রয়েছে।
তবে যুক্তরাষ্ট্র-সমর্থিত এসডিএফ প্রশাসন এই সাংবিধানিক ঘোষণার সমালোচনা করে বলেছে, এটি ‘সিরিয়ার বাস্তবতা ও বৈচিত্র্যের পরিপন্থী।’ তারা জানায়, খসড়া সংবিধানটি ‘সিরিয়ার জনগণের চেতনা এবং কুর্দি, আরব, সিরিয়াক, আসিরিয়ানসহ অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব’ করে না।
আল-শারার দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গত ডিসেম্বরে আসাদ সরকারকে উৎখাতের পর থেকে সিরিয়ার বিভিন্ন অংশে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। গত মাসে অনুষ্ঠিত আল-শারার জাতীয় সংলাপ সম্মেলনে সংবিধানের দাবি এবং অন্তর্বর্তী গণপরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের খাদ্য সহায়তা কমানোর ফলে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ অনাহারের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ইউএসএআইডির ৮৩ তহবিল বন্ধ করা হয়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষেরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে...
৩৫ মিনিট আগেওমব্যাট হলো—ছোট পা-ওয়ালা, পেশিবহুল চতুর্মুখী থলেধারী একটি প্রাণী, যা সাধারণত অস্ট্রেলিয়ায় বিচরণ করে। সম্প্রতি অস্ট্রেলিয়া ভ্রমণে গিয়ে ওমব্যাটের একটি ছানাকে তাঁর মায়ের কাছ থেকে কিছু সময়ের জন্য আলাদা করে ফেলায় ব্যাপক সমালোচনা ও বিতর্কের মুখে পড়েন সাম জোনস নামে এক মার্কিন নারী ইনফ্লুয়েন্সার।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এই আলোচনায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ শেষ হওয়ার ‘জোর সম্ভাবনা’ রয়েছে বলেও জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেসিঙ্গাপুর ফুড এজেন্সি (এসএফএ) জানিয়েছে, ‘কপি পেনুমবুক’ নামের ওই কফি মিশ্রণটি স্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মে দেদারসে বিক্রি হচ্ছিল। পরে এটির মধ্যে ‘তাডালাফিল’ নামে একটি শক্তিশালী ওষুধের উপস্থিতি শনাক্ত করা হয়। এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
৩ ঘণ্টা আগে