অনলাইন ডেস্ক
গত দুই মাসে ইসরায়েলি হামলায় লেবাননে ২০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। আজ মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
লেবাননে এক বছরেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলছে। গত সেপ্টেম্বরের শেষের দিকে ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ শুরু করলে সংঘর্ষ যুদ্ধে রূপ নেয়।
ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার সংবাদ সম্মেলনে বলেন, ‘লেবাননে গত দুই মাসেরও কম সময়ে ২০০ জন শিশু নিহত হয়েছে। অথচ যাদের হাতে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা, তাঁরা নিষ্ক্রিয় হয়ে আছে। লেবানন এখন শিশুদের জন্য একটি ভয়াবহ স্থানে পরিণত হয়েছে।’
তবে লেবাননের হত্যাকাণ্ডে কারা জড়িত সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, ‘কারা এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তা আপনাদের সবার জানা।’
জেমস এলডার জানান, লেবানন ও গাজায় চলমান সংঘর্ষের মধ্যে গা শিউরানো মিল খুঁজে পাওয়া যায়। কারণ, ইসরায়েল-হামাস সংঘর্ষে গত ১৩ মাসে ৪৩ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যেও অনেক শিশু আছে।
যুদ্ধ বিধ্বস্ত এসব শিশুদের মাঝে মনোসামাজিক সাহায্যের পাশাপাশি চিকিৎসাসেবা, খাবার ও ঘুমের সরবরাহ করছে ইউনিসেফ।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
গত দুই মাসে ইসরায়েলি হামলায় লেবাননে ২০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। আজ মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
লেবাননে এক বছরেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলছে। গত সেপ্টেম্বরের শেষের দিকে ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ শুরু করলে সংঘর্ষ যুদ্ধে রূপ নেয়।
ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার সংবাদ সম্মেলনে বলেন, ‘লেবাননে গত দুই মাসেরও কম সময়ে ২০০ জন শিশু নিহত হয়েছে। অথচ যাদের হাতে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা, তাঁরা নিষ্ক্রিয় হয়ে আছে। লেবানন এখন শিশুদের জন্য একটি ভয়াবহ স্থানে পরিণত হয়েছে।’
তবে লেবাননের হত্যাকাণ্ডে কারা জড়িত সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, ‘কারা এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তা আপনাদের সবার জানা।’
জেমস এলডার জানান, লেবানন ও গাজায় চলমান সংঘর্ষের মধ্যে গা শিউরানো মিল খুঁজে পাওয়া যায়। কারণ, ইসরায়েল-হামাস সংঘর্ষে গত ১৩ মাসে ৪৩ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যেও অনেক শিশু আছে।
যুদ্ধ বিধ্বস্ত এসব শিশুদের মাঝে মনোসামাজিক সাহায্যের পাশাপাশি চিকিৎসাসেবা, খাবার ও ঘুমের সরবরাহ করছে ইউনিসেফ।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
‘গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন ঘুষ কেলেঙ্কারি মামলার পর শেয়ারবাজারে ব্যাপক দরপতন। একদিনে ১,২৩০ কোটি ডলার বাজারমূল্য হারিয়েছে আদানি গ্রুপ। কীভাবে এই ঘটনা ভারতের অর্থনীতিকে প্রভাবিত করছে, জানুন বিশ্লেষণে।’
৩৫ মিনিট আগেইউক্রেনের সঙ্গে বিজয়ী না হওয়া পর্যন্ত রাশিয়াকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছিল বন্ধুরাষ্ট্র উত্তর কোরিয়া। তারই অংশ হিসেবে উত্তর কোরিয়ার প্রায় ১০ হাজার সেনা রাশিয়ার কুরস্ক অঞ্চলে লড়াই করছে।
১ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম শীর্ষ ধনী ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতির মামলা হয়েছে। ২৫ কোটি মার্কিন ডলার ঘুষ দেওয়া এবং বিষয়টি গোপন রেখে মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের কারণে তাঁকে অভিযুক্ত করা হয়েছে।
৩ ঘণ্টা আগেইউক্রেনকে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ড মাইন বা স্থলমাইন দিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ান সৈন্যদের মোকাবেলা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শীঘ্রই এসব মাইন ইউক্রেনে পাঠানো হবে।
১৪ ঘণ্টা আগে