অনলাইন ডেস্ক
মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ পোড়ানোর ঘটনায় ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ফোনালাপে তিনি নিন্দা জানানোর পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে ডেনমার্কের প্রতি আহ্বান জানান। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, গত মঙ্গলবার ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেনের সঙ্গে ওই ফোনালাপ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে কোরআন পোড়ানোকে ‘কট্টরপন্থী’ আচরণ বলে আখ্যায়িত করেছেন প্রিন্স ফয়সাল।
প্রিন্স ফয়সাল বলেন, এ ধরণের কর্মকাণ্ড সারা বিশ্বের মুসলিমদের আঘাত করেছে। কিছু কট্টরপন্থী মত প্রকাশের স্বাধীনতার নামে এই অধিকারের অপব্যবহার করছে। কিন্তু এর ফলে শুধুমাত্র ঘৃণাই ছড়ানো হচ্ছে। কোরআন পোড়ানোর মাধ্যমে শুধু ইসলাম ধর্মকেই অবমাননা করা হচ্ছে না, বিশ্বজুড়ে মুসলিমদেরও উস্কে দেয়া হচ্ছে।
প্রিন্স ফয়সাল হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরণের কর্মকাণ্ড যদি অনুমোদন করে যাওয়া হয় তাহলে তা ডেনমার্কের স্বার্থকে হুমকি ফেলতে পারে। শুধুমাত্র সন্ত্রাসীরা এ থেকে উপকৃত হবে।
জবাবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি ও তার দেশ বরাবরই কোরআন পোড়ানোর মত ঘটনার নিন্দা জানিয়ে আসছে। তবে কোনো আইনি বাধ্যবাধকতা না থাকায় এখনই এমন কর্মকাণ্ড বন্ধ করা যাচ্ছে না।
গত রোববার ডেনমার্ক সরকার জানিয়েছে, তারা এ ধরণের প্রতিবাদ বন্ধ করতে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে। যদিও এর পর দিনই দেশটিতে পুনরায় কোরআন পুড়িয়ে কথিত প্রতিবাদের আয়োজন করা হয়।
মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ পোড়ানোর ঘটনায় ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ফোনালাপে তিনি নিন্দা জানানোর পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে ডেনমার্কের প্রতি আহ্বান জানান। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, গত মঙ্গলবার ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেনের সঙ্গে ওই ফোনালাপ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে কোরআন পোড়ানোকে ‘কট্টরপন্থী’ আচরণ বলে আখ্যায়িত করেছেন প্রিন্স ফয়সাল।
প্রিন্স ফয়সাল বলেন, এ ধরণের কর্মকাণ্ড সারা বিশ্বের মুসলিমদের আঘাত করেছে। কিছু কট্টরপন্থী মত প্রকাশের স্বাধীনতার নামে এই অধিকারের অপব্যবহার করছে। কিন্তু এর ফলে শুধুমাত্র ঘৃণাই ছড়ানো হচ্ছে। কোরআন পোড়ানোর মাধ্যমে শুধু ইসলাম ধর্মকেই অবমাননা করা হচ্ছে না, বিশ্বজুড়ে মুসলিমদেরও উস্কে দেয়া হচ্ছে।
প্রিন্স ফয়সাল হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরণের কর্মকাণ্ড যদি অনুমোদন করে যাওয়া হয় তাহলে তা ডেনমার্কের স্বার্থকে হুমকি ফেলতে পারে। শুধুমাত্র সন্ত্রাসীরা এ থেকে উপকৃত হবে।
জবাবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি ও তার দেশ বরাবরই কোরআন পোড়ানোর মত ঘটনার নিন্দা জানিয়ে আসছে। তবে কোনো আইনি বাধ্যবাধকতা না থাকায় এখনই এমন কর্মকাণ্ড বন্ধ করা যাচ্ছে না।
গত রোববার ডেনমার্ক সরকার জানিয়েছে, তারা এ ধরণের প্রতিবাদ বন্ধ করতে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে। যদিও এর পর দিনই দেশটিতে পুনরায় কোরআন পুড়িয়ে কথিত প্রতিবাদের আয়োজন করা হয়।
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইযেহ-তে গত শনিবার নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে আত্মহত্যা করেছেন এক প্রতিবাদকারী। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, অভিযানের মুহূর্তে ইনস্টাগ্রাম লাইভে সঙ্গে থাকা একটি আগ্নেয়াস্ত্র দিয়ে নিজের শরীরে গুলি করেন তিনি।
৭ ঘণ্টা আগেসম্প্রতি, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বিশ্বব্যাপী অস্ত্র রপ্তানির ৪৩ শতাংশ ছিল যুক্তরাষ্ট্রের; যা বিশ্বের দ্বিতীয় বৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশ ফ্রান্সের তুলনায় চার গুণ বেশি। আগের পাঁচ বছরে (২০১৫-১৯) এই হার ছিল ৩
৮ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রতিক্রিয়ায় কানাডার অন্টারিও রাজ্যের প্রধানমন্ত্রী ডগ ফোর্ড ঘোষণা করেছেন—আজ সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিদ্যুতের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি কার্যকর হবে।
৮ ঘণ্টা আগেপ্রিন্স রবার্ট গত ৭ মার্চ এক বিবৃতিতে ছেলের মৃত্যুর খবরটি জানান। বিবৃতিটি ‘পোলগ ফাউন্ডেশন’-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়। সদ্য প্রয়াত রাজপুত্র ফ্রেডেরিকই ২০২২ সালে এই ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মৃত্যুর আগে তিনি ওই প্রতিষ্ঠানে একজন সৃজনশীল পরিচালক হিসেবে কাজ করছিলেন।
৯ ঘণ্টা আগে