অনলাইন ডেস্ক
ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সপ্তাহ না পেরোতেই এবার সংযুক্ত আরব আমিরাতের বড় একটি অংশজুড়েই ঘন কুয়াশা দেখা দিয়েছে। দেশটির রাজধানী আবুধাবি ও ওমান সীমান্তবর্তী শহর আল আইনে বসবাসরতদের গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আবহাওয়াবিদেরা আবুধাবি ও আল আইনের গাড়িচালকদের ধীরে ও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে শহর দুটিতে ঘন কুয়াশার কারণে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মিটিওরোলজির আজ বুধবার সকালে রেমা থেকে আল-খাজনা অঞ্চল পর্যন্ত আবুধাবি-আল আইন মহাসড়কের ওপর কুয়াশার কথা জানিয়েছে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় গাড়িচালকদের সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ৭৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। গত সপ্তাহের সোমবার ভোররাত থেকেই শুরু হওয়া বৃষ্টিপাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির মহাসড়কগুলো বন্ধ হয়ে যায়। সে সময় দেশটিতে একজনের মৃত্যুও হয়। পরে বন্যার কারণে গাড়িতে আটকে বিশুদ্ধ বাতাসের অভাবে মারা যান আরও দুজন।
এ ছাড়া, প্রতিবেশী দেশ ওমানে বেশ কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে ১৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বন্যায় গাড়িতে ভেসে যাওয়া ১২ জন স্কুল শিক্ষার্থীও ছিল। এর বাইরে বাহরাইন, কাতার ও সৌদি আরবেও বৃষ্টিপাত হয়েছে সে সময়।
ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সপ্তাহ না পেরোতেই এবার সংযুক্ত আরব আমিরাতের বড় একটি অংশজুড়েই ঘন কুয়াশা দেখা দিয়েছে। দেশটির রাজধানী আবুধাবি ও ওমান সীমান্তবর্তী শহর আল আইনে বসবাসরতদের গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আবহাওয়াবিদেরা আবুধাবি ও আল আইনের গাড়িচালকদের ধীরে ও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে শহর দুটিতে ঘন কুয়াশার কারণে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মিটিওরোলজির আজ বুধবার সকালে রেমা থেকে আল-খাজনা অঞ্চল পর্যন্ত আবুধাবি-আল আইন মহাসড়কের ওপর কুয়াশার কথা জানিয়েছে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় গাড়িচালকদের সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ৭৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। গত সপ্তাহের সোমবার ভোররাত থেকেই শুরু হওয়া বৃষ্টিপাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির মহাসড়কগুলো বন্ধ হয়ে যায়। সে সময় দেশটিতে একজনের মৃত্যুও হয়। পরে বন্যার কারণে গাড়িতে আটকে বিশুদ্ধ বাতাসের অভাবে মারা যান আরও দুজন।
এ ছাড়া, প্রতিবেশী দেশ ওমানে বেশ কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে ১৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বন্যায় গাড়িতে ভেসে যাওয়া ১২ জন স্কুল শিক্ষার্থীও ছিল। এর বাইরে বাহরাইন, কাতার ও সৌদি আরবেও বৃষ্টিপাত হয়েছে সে সময়।
প্রায় এক ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত এই তহবিলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
১ মিনিট আগেইপসোসের সমীক্ষায় ভারতে ডাক্তার, সেনাবাহিনীর সদস্য এবং শিক্ষক সবচেয়ে বিশ্বস্ত পেশাজীবী হিসেবে বিবেচিত। বিপরীতে, রাজনীতিবিদ, মন্ত্রী ও পুরোহিতরা আস্থার তালিকার তলানিতে।
২২ মিনিট আগেদেয়ালে স্কচটেপ দিয়ে আটকানো একটি সাধারণ কলা হলেও এটি আসলে একটি শিল্পকর্ম। ইতালিয়ান শিল্পী মরিজিও ক্যাটালান এই শিল্পের স্রষ্টা। ধারণা করা হয়েছিল, চলতি সপ্তাহেই সথোবির নিলামে এই কলাটি বাংলাদেশি মুদ্রায় মান অনুযায়ী প্রায় ১২ কোটি টাকায় বিক্রি হতে পারে। তবে শেষ পর্যন্ত এটি প্রত্যাশার চেয়ে ছয় গুণেরও বেশি
১ ঘণ্টা আগেসিরিয়ার পালমিরায় অতর্কিত এক ইসরায়েলি হামলায় ইরানের হয়ে যুদ্ধ করা অন্তত ৭১ জন সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক-তৃতীয়াংশের বেশি সদস্য প্রতিবেশী ইরাক এবং লেবাননের নাগরিক হিসেবে পরিচয় নিশ্চিত করেছে একটি পর্যবেক্ষক গোষ্ঠী।
২ ঘণ্টা আগে